আজমের ও দিল্লি, 3 ফেব্রুয়ারি : কোরোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভরতি করা হল আজমেরের এক দম্পতিকে। 28 জানুয়ারি তাঁরা চিন থেকে দেশে ফেরেন ৷ ফেরার পর সর্দি-কাশির সমস্যা শুরু হলে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁদের আজমেরের জওহরলাল নেহরু হাসপাতালে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয় ৷
জেলা স্বাস্থ্য আধিকারিক কে কে সোনি জানিয়েছেন, তাঁদের নমুনা পরীক্ষার জন্য জয়পুরে পাঠানো হয়েছে ৷ তাঁদের পরিবারের সদস্যদেরও শারীরিক পরীক্ষার জন্য একটি প্রতিনিধি দলকে পাঠানো হবে ৷
এদিকে গতকাল ত্রিশুর মেডিকেল কলেজের তরফে জানানো হয়, কোরোনায় আক্রান্ত প্রথম রোগীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল ৷ ত্রিশুরের একাধিক হাসপাতালে এই মুহুর্তে মোট 20 জনকে কোরোনায় আক্রান্ত সন্দেহে পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷ এখান থেকে 30 টি নমুনা পরীক্ষার জন্য আলাপুজ্জ়া ভাইরোলজি ল্যাবে পাঠানো হয়েছে ৷
গতকালই কেরালা থেকে কোরোনায় দ্বিতীয় সংক্রমণের খবরটি সামনে আসে ৷ তাকে আলাপুজ্জ়া মেডিকেল কলেজে পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷
আরও পড়ুন : কোরোনায় মৃত 361, ইউহানের পর এবার বন্ধ ওয়েনজ়ো
এদিকে চিনে কোরোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 361 ৷ হুবেই প্রদেশে নতুন করে 56 জনের মৃত্যুর খবর সামনে এসেছে ৷ আক্রান্তের সংখ্যা সাড়ে 14 হাজার থেকে বেড়ে সাড়ে 16 হাজার ছাড়িয়েছে ৷ ইউহান থেকে ইতিমধ্যেই প্রায় 24 টি দেশে ছড়িয়ে পড়েছে কোরোনার সংক্রমণ ৷ সংক্রমণ রুখতে গতকাল থেকে বন্ধ করা হয়েছে ওয়েনজ়ো শহরও ৷
যে হারে কোরোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে, তাতে ভারত-সহ একাধিক দেশ চিন থেকে তাঁদের নাগরিকদের ফিরিয়ে আনার ব্যবস্থা করছে ৷ গতকালই এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে দ্বিতীয় দফায় ইউহান থেকে 323 জন ভারতীয় এবং সাতজন মালদ্বীপের নাগরিককে উদ্ধার করে আনা হয়েছে ৷ এর আগে 1 ফেব্রুয়ারি 324 জন নাগরিককে ফিরিয়ে এনেছিল ভারত ৷