ETV Bharat / bharat

কোরোনায় আক্রান্ত সন্দেহে পর্যবেক্ষণে আজমেরের দম্পতি - কোরোনায় আক্রান্ত সন্দেহে পর্যবেক্ষণে আজমেরের দম্পতি

আজমেরে কোরোনা আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভরতি দম্পতি হয় এক দম্পতি ৷ তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷ দিন কয়েক আগেই চিন থেকে দেশে ফিরছিল ওই দম্পতি ৷

Coronavirus
ফাইল ছবি
author img

By

Published : Feb 3, 2020, 8:52 AM IST

Updated : Feb 3, 2020, 9:04 AM IST

আজমের ও দিল্লি, 3 ফেব্রুয়ারি : কোরোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভরতি করা হল আজমেরের এক দম্পতিকে। 28 জানুয়ারি তাঁরা চিন থেকে দেশে ফেরেন ৷ ফেরার পর সর্দি-কাশির সমস্যা শুরু হলে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁদের আজমেরের জওহরলাল নেহরু হাসপাতালে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয় ৷

জেলা স্বাস্থ্য আধিকারিক কে কে সোনি জানিয়েছেন, তাঁদের নমুনা পরীক্ষার জন্য জয়পুরে পাঠানো হয়েছে ৷ তাঁদের পরিবারের সদস্যদেরও শারীরিক পরীক্ষার জন্য একটি প্রতিনিধি দলকে পাঠানো হবে ৷

এদিকে গতকাল ত্রিশুর মেডিকেল কলেজের তরফে জানানো হয়, কোরোনায় আক্রান্ত প্রথম রোগীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল ৷ ত্রিশুরের একাধিক হাসপাতালে এই মুহুর্তে মোট 20 জনকে কোরোনায় আক্রান্ত সন্দেহে পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷ এখান থেকে 30 টি নমুনা পরীক্ষার জন্য আলাপুজ্জ়া ভাইরোলজি ল্যাবে পাঠানো হয়েছে ৷

গতকালই কেরালা থেকে কোরোনায় দ্বিতীয় সংক্রমণের খবরটি সামনে আসে ৷ তাকে আলাপুজ্জ়া মেডিকেল কলেজে পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷

আরও পড়ুন : কোরোনায় মৃত 361, ইউহানের পর এবার বন্ধ ওয়েনজ়ো

এদিকে চিনে কোরোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 361 ৷ হুবেই প্রদেশে নতুন করে 56 জনের মৃত্যুর খবর সামনে এসেছে ৷ আক্রান্তের সংখ্যা সাড়ে 14 হাজার থেকে বেড়ে সাড়ে 16 হাজার ছাড়িয়েছে ৷ ইউহান থেকে ইতিমধ্যেই প্রায় 24 টি দেশে ছড়িয়ে পড়েছে কোরোনার সংক্রমণ ৷ সংক্রমণ রুখতে গতকাল থেকে বন্ধ করা হয়েছে ওয়েনজ়ো শহরও ৷

যে হারে কোরোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে, তাতে ভারত-সহ একাধিক দেশ চিন থেকে তাঁদের নাগরিকদের ফিরিয়ে আনার ব্যবস্থা করছে ৷ গতকালই এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে দ্বিতীয় দফায় ইউহান থেকে 323 জন ভারতীয় এবং সাতজন মালদ্বীপের নাগরিককে উদ্ধার করে আনা হয়েছে ৷ এর আগে 1 ফেব্রুয়ারি 324 জন নাগরিককে ফিরিয়ে এনেছিল ভারত ৷

আজমের ও দিল্লি, 3 ফেব্রুয়ারি : কোরোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভরতি করা হল আজমেরের এক দম্পতিকে। 28 জানুয়ারি তাঁরা চিন থেকে দেশে ফেরেন ৷ ফেরার পর সর্দি-কাশির সমস্যা শুরু হলে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁদের আজমেরের জওহরলাল নেহরু হাসপাতালে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয় ৷

জেলা স্বাস্থ্য আধিকারিক কে কে সোনি জানিয়েছেন, তাঁদের নমুনা পরীক্ষার জন্য জয়পুরে পাঠানো হয়েছে ৷ তাঁদের পরিবারের সদস্যদেরও শারীরিক পরীক্ষার জন্য একটি প্রতিনিধি দলকে পাঠানো হবে ৷

এদিকে গতকাল ত্রিশুর মেডিকেল কলেজের তরফে জানানো হয়, কোরোনায় আক্রান্ত প্রথম রোগীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল ৷ ত্রিশুরের একাধিক হাসপাতালে এই মুহুর্তে মোট 20 জনকে কোরোনায় আক্রান্ত সন্দেহে পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷ এখান থেকে 30 টি নমুনা পরীক্ষার জন্য আলাপুজ্জ়া ভাইরোলজি ল্যাবে পাঠানো হয়েছে ৷

গতকালই কেরালা থেকে কোরোনায় দ্বিতীয় সংক্রমণের খবরটি সামনে আসে ৷ তাকে আলাপুজ্জ়া মেডিকেল কলেজে পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷

আরও পড়ুন : কোরোনায় মৃত 361, ইউহানের পর এবার বন্ধ ওয়েনজ়ো

এদিকে চিনে কোরোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 361 ৷ হুবেই প্রদেশে নতুন করে 56 জনের মৃত্যুর খবর সামনে এসেছে ৷ আক্রান্তের সংখ্যা সাড়ে 14 হাজার থেকে বেড়ে সাড়ে 16 হাজার ছাড়িয়েছে ৷ ইউহান থেকে ইতিমধ্যেই প্রায় 24 টি দেশে ছড়িয়ে পড়েছে কোরোনার সংক্রমণ ৷ সংক্রমণ রুখতে গতকাল থেকে বন্ধ করা হয়েছে ওয়েনজ়ো শহরও ৷

যে হারে কোরোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে, তাতে ভারত-সহ একাধিক দেশ চিন থেকে তাঁদের নাগরিকদের ফিরিয়ে আনার ব্যবস্থা করছে ৷ গতকালই এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে দ্বিতীয় দফায় ইউহান থেকে 323 জন ভারতীয় এবং সাতজন মালদ্বীপের নাগরিককে উদ্ধার করে আনা হয়েছে ৷ এর আগে 1 ফেব্রুয়ারি 324 জন নাগরিককে ফিরিয়ে এনেছিল ভারত ৷

Manesar (Haryana), Feb 02 (ANI): Indian students, who are among other nationals, who were evacuated from China's Wuhan amid the spread of deadly coronovirus, were seen dancing at a quarantine facility of Indian Army in Haryana's Manesar where they have been lodged for medical supervision. The evacuated nationals danced with their masks on at the isolation camp. The Novel Coronovirus has claimed over 250 deaths in China where the deadly disease recently originated. India also reported its first two confirmed cases of coronovirus both of which came from Kerala. The first death outside China was reported on February 02 in The Philippines.
Last Updated : Feb 3, 2020, 9:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.