মুম্বই ও চণ্ডীগড়, 24 অক্টোবর : ফের একবার মহারাষ্ট্রে ক্ষমতায় আসতে চলেছে BJP-শিবসেনা জোট । শিবসেনার সঙ্গে বেশ কিছু ক্ষেত্রে বিরোধ থাকলেও তাদের নিয়েই মহারাষ্ট্রে ক্ষমতায় আসছে BJP । তবে গতবারের থেকে এবার আসন কিছুটা কমছে বলেই মনে করা হচ্ছে । অন্যদিকে হরিয়ানায় কংগ্রেস ও BJP-র মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে । মহারাষ্ট্রে 288টি আসনে, হরিয়ানার 90টি আসনে আজ ভাগ্যপরীক্ষা হতে চলেছে প্রার্থীদের ৷ পাশাপাশি 17 টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 51 টি বিধানসভা আসন ও দু'টি লোকসভা আসনে উপনির্বাচনের ফলপ্রকাশও আজ । এর মধ্যে উত্তরপ্রদেশে 11টি, গুজরাতে 6টি, বিহারে 5টি, অসমে 4টি, হিমাচলপ্রদেশে 2টি, তামিলনাড়ুতে 2টি, পঞ্জাবে 4টি, কেরালায় 5টি, সিকিমে 3টি, রাজস্থানে 2টি, অরুণাচলপ্রদেশে 1টি, মধ্যপ্রদেশে 1টি, ওড়িশা 1টি, ছত্তিশগড়ে 1টি, মেঘালয়ে 1টি এবং তেলাঙ্গানার 1টি বিধানসভা আসন রয়েছে ৷ এছাড়াও রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির একটি বিধানসভা আসন ৷ মহারাষ্ট্রের সাতারা এবং বিহারের সমস্তিপুর লোকসভা আসনেরও আজ ফলপ্রকাশ । মহারাষ্ট্রে 288টি আসনের মধ্যে ম্যাজিক ফিগার 155 । হরিয়ানায় 90টি আসনের মধ্যে ম্যাজিক ফিগার 46 ।
LIVE UPDATES :
- মধ্যপ্রদেশের ঝাবুয়া বিধানসভা উপনির্বাচনে জিতল কংগ্রেস
- বিহার বিধানসভা উপনির্বাচনে 5 টি আসনে দুটিতে RJD , জনতা দল 1টি, নির্দল 1টি, AIMIM 1টি জিতেছে
- তামিলনাড়ু বিধানসভার উপনির্বাচনে দুটি আসনেই জিতেছে AIADMK
- অম্বালা ক্যান্টনমেন্ট আসনে জিতেছেন BJP প্রার্থী অনিল বিজ
- হরিয়ানায় 90টি সিটের মধ্যে 40 টিতে এগিয়ে BJP । এর মধ্যে 26 টি জিতেছে । 14টি তে এগিয়ে রয়েছে BJP । 31টি সিটে এগিয়ে কংগ্রেস । এর মধ্যে 20 টি জিতেছে । 11টিতে এগিয়ে । অন্যদিকে 10টি সিট জিতেছে JJP । এছাড়া হরিয়ানা লখিত পার্টি 1টি, ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল 1টি এবং 7টি এগিয়ে নির্দল
- রাজস্থানে বিধানসভার উপনির্বাচনে দুটি আসনের একটিতে কংগ্রেস ও অন্যটিতে রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি জিতেছে
- মহারাষ্ট্রের ওয়ারলি বিধানসভা থেকে জিতেছেন আদিত্য ঠাকরে
- পঞ্জাবে বিধানসভার উপনির্বাচনে 4টি আসনের মধ্যে 3টিতে জয়ী কংগ্রেস ও 1টিতে জিতেছে শিরোমনি আকালি দল
- গুজরাতে বিধানসভার উপনির্বাচনে ৬6টি আসনে BJP 3টি ও কংগ্রেসের দখলে 3টি আসন
- দাদরিতে এগিয়ে নির্দল প্রার্থী
- ছত্তিশগড় উপ-নির্বাচনে একটি আসনে জয়ী কংগ্রেস
- ওড়িশা উপ-নির্বাচনে একটি আসনে জয়ী বিজু জনতা দল
- গুজরাতে ২টি সিটে কংগ্রেস জিতেছে, একটিতে BJP । কংগ্রেস ও BJP 1টি করে আসনে এগিয়ে রয়েছে
- হরিয়ানায় 4টি আসনে জয়ী JJP, 1টি তে নির্দল
- মহাষ্ট্রের 5 টি আসনে জয়ী ও 97 আসনে এগিয়ে BJP, 5টিতে জয়ী শিবসেনা, এগিয়ে 55টিতে, NCP 1টিতে জয়ী ও কংগ্রেস 1টিতে জয়ী
- হরিয়ানার কৈথাল থেকে 567 ভোটে পরাজিত কংগ্রেসের মুখপাত্র রণদীপ সূর্যেওয়ালা
- গুজরাতে ২টি সিটে কংগ্রেস জিতেছে, একটিতে BJP । কংগ্রেস ও BJP 1টি করে আসনে এগিয়ে রয়েছে
- উত্তরপ্রদেশ উপ-নির্বাচনে এগিয়ে BJP
- হুজ়ুরনগরে TRS প্রার্থী শইদিরেড্ডি 38000 ভোটে জয়ী
- পিছিয়ে পঙ্কজা মুণ্ডে
- শিবসেনার সঙ্গে জোট নয়, জানিয়ে দিল শরদ পাওয়ার
- হরিয়ানায় জোটের ডাক কংগ্রেসের
- 1410 ভোটে পিছিয়ে পড়ছেন ববিতা ফোগাত
- উত্তরপ্রদেশ উপ-নির্বাচনে একটি আসনে জয়ী BJP
- 20 হাজার ভোটে নাগপুর দক্ষিণ-পশ্চিম কেন্দ্রে এগিয়ে দেবেন্দ্র ফড়নবিশ
- কী হতে চলেছে হরিয়ানায়, কাকে সমর্থন করবে JJP বা হরিয়ানায় সরকার গঠনে কী হবে BJP-র ভূমিকা, এই নিয়ে আলোচনা করতে মনোহরলাল খট্টরকে দিল্লিতে ডেকে পাঠালেন অমিত শাহ । BJP সূত্রে খবর, আজ বিকেল 4টের মধ্যে তাঁকে দিল্লিতে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে ।
- মহারাষ্ট্রের লাতুর রুরাল বিধানসভা কেন্দ্র থেকে জয়ী কংগ্রেসের ধীরেশ দেশমুখ
- হরিয়ানায় 3590 ভোটে পিছিয়ে যোগেশ্বর দত্ত
- সিকিমের মুখ্যমন্ত্রী তথা SKM(সিকিম ক্রান্তিকারী মোর্চা) প্রেসিডেন্ট পি এস গোলে 8000 ভোটে পোখলক কামরাঙ কেন্দ্র থেকে জয়ী
- 10 রাউন্ড গণনা শেষে ওড়লি বিধানসভা কেন্দ্রে 34840 ভোটে এগিয়ে শিবসেনার আদিত্য ঠাকরে