ETV Bharat / bharat

মহারাষ্ট্রে ক্ষমতায় ফিরছে BJP-শিবসেনা জোট, JJP সুতোয় ঝুলছে হরিয়ানার ভাগ্য

গ্রাফিক্স
author img

By

Published : Oct 24, 2019, 8:11 AM IST

Updated : Oct 24, 2019, 8:12 PM IST

12:30 October 24

মুম্বই ও চণ্ডীগড়, 24 অক্টোবর : ফের একবার মহারাষ্ট্রে ক্ষমতায় আসতে চলেছে BJP-শিবসেনা জোট । শিবসেনার সঙ্গে বেশ কিছু ক্ষেত্রে বিরোধ থাকলেও তাদের নিয়েই মহারাষ্ট্রে ক্ষমতায় আসছে BJP । তবে গতবারের থেকে এবার আসন কিছুটা কমছে বলেই মনে করা হচ্ছে । অন্যদিকে হরিয়ানায় কংগ্রেস ও BJP-র মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে । মহারাষ্ট্রে 288টি আসনে, হরিয়ানার 90টি আসনে আজ ভাগ্যপরীক্ষা হতে চলেছে প্রার্থীদের ৷ পাশাপাশি 17 টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 51 টি বিধানসভা আসন ও দু'টি লোকসভা আসনে উপনির্বাচনের ফলপ্রকাশও আজ । এর মধ্যে উত্তরপ্রদেশে 11টি, গুজরাতে 6টি, বিহারে 5টি, অসমে 4টি, হিমাচলপ্রদেশে 2টি, তামিলনাড়ুতে 2টি, পঞ্জাবে 4টি, কেরালায় 5টি, সিকিমে 3টি, রাজস্থানে 2টি, অরুণাচলপ্রদেশে 1টি, মধ্যপ্রদেশে 1টি, ওড়িশা 1টি, ছত্তিশগড়ে 1টি, মেঘালয়ে 1টি এবং তেলাঙ্গানার 1টি বিধানসভা আসন রয়েছে ৷ এছাড়াও রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির একটি বিধানসভা আসন ৷ মহারাষ্ট্রের সাতারা এবং বিহারের সমস্তিপুর লোকসভা আসনেরও আজ ফলপ্রকাশ । মহারাষ্ট্রে 288টি আসনের মধ্যে ম্যাজিক ফিগার 155 । হরিয়ানায় 90টি আসনের মধ্যে ম্যাজিক ফিগার 46 । 

LIVE UPDATES :

  • মধ্যপ্রদেশের ঝাবুয়া বিধানসভা উপনির্বাচনে জিতল কংগ্রেস  
  • বিহার বিধানসভা উপনির্বাচনে 5 টি আসনে দুটিতে RJD , জনতা দল 1টি, নির্দল 1টি, AIMIM 1টি জিতেছে 
  • তামিলনাড়ু বিধানসভার উপনির্বাচনে দুটি আসনেই জিতেছে AIADMK
  • অম্বালা ক্যান্টনমেন্ট আসনে জিতেছেন BJP প্রার্থী অনিল বিজ
  • হরিয়ানায় 90টি সিটের মধ্যে 40 টিতে এগিয়ে BJP । এর মধ্যে 26 টি জিতেছে । 14টি তে এগিয়ে রয়েছে BJP । 31টি সিটে এগিয়ে কংগ্রেস । এর মধ্যে 20 টি জিতেছে । 11টিতে এগিয়ে । অন্যদিকে 10টি সিট জিতেছে JJP । এছাড়া হরিয়ানা লখিত পার্টি 1টি, ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল 1টি এবং 7টি এগিয়ে নির্দল
  • রাজস্থানে বিধানসভার উপনির্বাচনে দুটি আসনের একটিতে কংগ্রেস ও অন্যটিতে রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি জিতেছে
  • মহারাষ্ট্রের ওয়ারলি বিধানসভা থেকে জিতেছেন আদিত্য ঠাকরে
  • পঞ্জাবে বিধানসভার উপনির্বাচনে 4টি আসনের মধ্যে 3টিতে জয়ী কংগ্রেস ও 1টিতে জিতেছে শিরোমনি আকালি দল
  • গুজরাতে বিধানসভার উপনির্বাচনে ৬6টি আসনে BJP 3টি ও কংগ্রেসের দখলে 3টি আসন 
  • দাদরিতে এগিয়ে নির্দল প্রার্থী 
  • ছত্তিশগড় উপ-নির্বাচনে একটি আসনে জয়ী কংগ্রেস
  • ওড়িশা উপ-নির্বাচনে একটি আসনে জয়ী বিজু জনতা দল
  • গুজরাতে ২টি সিটে কংগ্রেস জিতেছে, একটিতে BJP । কংগ্রেস ও BJP 1টি করে আসনে এগিয়ে রয়েছে
  • হরিয়ানায় 4টি আসনে জয়ী JJP, 1টি তে নির্দল
  • মহাষ্ট্রের 5 টি আসনে জয়ী ও 97 আসনে এগিয়ে BJP, 5টিতে জয়ী শিবসেনা, এগিয়ে 55টিতে, NCP 1টিতে জয়ী ও কংগ্রেস 1টিতে জয়ী
  • হরিয়ানার কৈথাল থেকে 567 ভোটে পরাজিত কংগ্রেসের মুখপাত্র রণদীপ সূর্যেওয়ালা
  • গুজরাতে ২টি সিটে কংগ্রেস জিতেছে, একটিতে BJP । কংগ্রেস ও BJP 1টি করে আসনে এগিয়ে রয়েছে
  • উত্তরপ্রদেশ উপ-নির্বাচনে এগিয়ে BJP
  • হুজ়ুরনগরে TRS প্রার্থী শইদিরেড্ডি 38000 ভোটে জয়ী
  • পিছিয়ে পঙ্কজা মুণ্ডে
  • শিবসেনার সঙ্গে জোট নয়, জানিয়ে দিল শরদ পাওয়ার
  • হরিয়ানায় জোটের ডাক কংগ্রেসের
  • 1410 ভোটে পিছিয়ে পড়ছেন ববিতা ফোগাত
  • উত্তরপ্রদেশ উপ-নির্বাচনে একটি আসনে জয়ী BJP
  • 20 হাজার ভোটে নাগপুর দক্ষিণ-পশ্চিম কেন্দ্রে এগিয়ে দেবেন্দ্র ফড়নবিশ
  • কী হতে চলেছে হরিয়ানায়, কাকে সমর্থন করবে JJP বা হরিয়ানায় সরকার গঠনে কী হবে BJP-র ভূমিকা, এই নিয়ে আলোচনা করতে মনোহরলাল খট্টরকে দিল্লিতে ডেকে পাঠালেন অমিত শাহ । BJP সূত্রে খবর, আজ বিকেল 4টের মধ্যে তাঁকে দিল্লিতে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে ।
  • মহারাষ্ট্রের লাতুর রুরাল বিধানসভা কেন্দ্র থেকে জয়ী কংগ্রেসের ধীরেশ দেশমুখ
  • হরিয়ানায় 3590 ভোটে পিছিয়ে যোগেশ্বর দত্ত
  • সিকিমের মুখ্যমন্ত্রী তথা SKM(সিকিম ক্রান্তিকারী মোর্চা) প্রেসিডেন্ট পি এস গোলে 8000 ভোটে পোখলক কামরাঙ কেন্দ্র থেকে জয়ী
  • 10 রাউন্ড গণনা শেষে ওড়লি বিধানসভা কেন্দ্রে 34840 ভোটে এগিয়ে শিবসেনার আদিত্য ঠাকরে

10:41 October 24

  • হরিয়ানার দাদরি বিধানসভা কেন্দ্রে 2387 ভোটে এগিয়ে ববিতা ফোগাত
  • JJP নির্ণায়ক দল হতে পারে, JJP প্রধান দুষ্ম্যান্ত চৌতালাকে মুখ্যমন্ত্রী পদের প্রস্তাব দিয়েছে কংগ্রেস। যার পরিপ্রেক্ষিতে দুষ্ম্যান্ত জানালেন, ফাইনাল ফিগার আসার পরই এবিষয়ে সিদ্ধান্ত নেবেন তিনি ।
  • মহারাষ্ট্রের পারলি বিধানসভা কেন্দ্রে ব্যাকফুটে BJP-র পঙ্কজা মুণ্ডে
  • তামিলনাড়ু উপ-নির্বাচনে 2টি আসনে এগিয়ে AIADMK, দলীয় কার্যালয়ে শুরু উদ্জাপন
  • হরিয়ানায় এগিয়ে কংগ্রেসের রণদীপ সূর্যেওয়ালা ও ভূপেন্দ্র সিং হুডা
  • মহারাষ্ট্রের 60 টি আসনে এগিয়ে শিবসেনা
  • নাগপুর দক্ষিণ-পশ্চিম থেকে 8398 ভোটে এগিয়ে দেবেন্দ্র ফড়নবিশ
  • হরিয়ানার পরিস্থিতি নিয়ে ভূপেন্দ্র সিং হুডা ও হরিয়ানা কংগ্রেসের বর্ষীয়ান নেতাদের সঙ্গে কথা বললেন কংগ্রেসের অন্তর্বতীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি
  • সাতারা লোকসভা কেন্দ্রের উপ-নির্বাচনে BJP-র উদয়ন রাজে ভোসলে 1 লাখ ভোটে পিছিয়ে
  • লাতুর রুরালে এগিয়ে কংগ্রেসের ধীরাজ ভিলাসরাও দেশমুখ
  • মহারাষ্ট্রের লাতুর সেন্ট্রালে এগিয়ে কংগ্রেসের অমিত ভিলাসরাও দেশমুখ
  • মহারাষ্ট্রের নাগপুরে 12 টি আসনের 4 টিতে কংগ্রেস 1টিতে NCP এগিয়ে 
  • গুজরাতের উপ-নির্বাচনে 9 রাউন্ড শেষে BJP - কংগ্রেস 3-3
  • হরিয়ানার করনল বিধানসভা কেন্দ্রে 14030 ভোটে এগিয়ে BJP-র মনোহরলাল খট্টর
  • ঔরাঙ্গাবাদ সেন্ট্রাল বিধানসভা কেন্দ্রে 30 হাজার ভোটে এগিয়ে শিবসেনা, পিছিয়ে MIM

07:48 October 24

  • মহারাষ্ট্রের সাতারা বিধানসভা কেন্দ্রে এগিয়ে BJP, একই আসনে লোকসভা উপ-নির্বাচনে ব্যাকফুটে
  • দ্বিতীয় রাইন্ডের পর মহারাষ্ট্রের নাগপুর দক্ষিণ-পশ্চিম কেন্দ্রে এগিয়ে রয়েছেন দেবেন্দ্র ফড়নবিশ
  • 32 হাজার ভোটে ভোকার বিধানসভা কেন্দ্রে এগিয়ে অশোক চহ্বান
  • মহারাষ্ট্রের নালাসোপারা বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে BVA (বহুজন ভিকাশ আঘাদি) পার্টির হীতেন্দ্র ঠাকুর
  • মহারাষ্ট্রে BJP 75, শিবসেনা 47, NCP 43, অন্যান্য 65 সিটে এগিয়ে
  • হরিয়ানায় BJP 29, কংগ্রেস 21, JJP 10 ও অন্যান্য 9 -এ সিটে এগিয়ে রয়েছে
  • মহারাষ্ট্রের ওড়লি বিধানসভা কেন্দ্রে 7020 ভোটে এগিয়ে শিবসেনার আদিত্য ঠাকরে । তাঁর বিপরীতে রয়েছেন NCP-র সুরেশ মানে
  • মহারাষ্ট্রে 288টি আসনের মধ্যে 15টি আসনে BJP, 11টি আসনে শিবসেনা, 9টি আসনে NCP ও 3টি আসনে কংগ্রেস এগিয়ে রয়েছে
  • হরিয়ানায় 90টি আসনের মধ্যে BJP 1টি, কংগ্রেস 1টি ও JJP (জননায়ক জনতা পার্টি) 1টি আসনে এগিয়ে
  • মহারাষ্ট্রের 10টি আসনে BJP, 5টি আসনে শিবসেনা, 2টি আসনে 1টি আসনে কংগ্রেস ও 2টিতে এগিয়ে NCP
  • মহারাষ্ট্রে BJP-র রাজ্য দপ্তরে লাড্ডু তৈরির প্রস্তুতি চলছে
  • মহারাষ্ট্রে কংগ্রেস 1টি আসন ও NCP (ন্যাশানালিস্ট কংগ্রেস পার্টি) 2টি আসনে এগিয়ে রয়েছে
  • নাগপুর দক্ষিণ-পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে এগিয়ে দেবেন্দ্র ফড়নবিশ

12:30 October 24

মুম্বই ও চণ্ডীগড়, 24 অক্টোবর : ফের একবার মহারাষ্ট্রে ক্ষমতায় আসতে চলেছে BJP-শিবসেনা জোট । শিবসেনার সঙ্গে বেশ কিছু ক্ষেত্রে বিরোধ থাকলেও তাদের নিয়েই মহারাষ্ট্রে ক্ষমতায় আসছে BJP । তবে গতবারের থেকে এবার আসন কিছুটা কমছে বলেই মনে করা হচ্ছে । অন্যদিকে হরিয়ানায় কংগ্রেস ও BJP-র মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে । মহারাষ্ট্রে 288টি আসনে, হরিয়ানার 90টি আসনে আজ ভাগ্যপরীক্ষা হতে চলেছে প্রার্থীদের ৷ পাশাপাশি 17 টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 51 টি বিধানসভা আসন ও দু'টি লোকসভা আসনে উপনির্বাচনের ফলপ্রকাশও আজ । এর মধ্যে উত্তরপ্রদেশে 11টি, গুজরাতে 6টি, বিহারে 5টি, অসমে 4টি, হিমাচলপ্রদেশে 2টি, তামিলনাড়ুতে 2টি, পঞ্জাবে 4টি, কেরালায় 5টি, সিকিমে 3টি, রাজস্থানে 2টি, অরুণাচলপ্রদেশে 1টি, মধ্যপ্রদেশে 1টি, ওড়িশা 1টি, ছত্তিশগড়ে 1টি, মেঘালয়ে 1টি এবং তেলাঙ্গানার 1টি বিধানসভা আসন রয়েছে ৷ এছাড়াও রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির একটি বিধানসভা আসন ৷ মহারাষ্ট্রের সাতারা এবং বিহারের সমস্তিপুর লোকসভা আসনেরও আজ ফলপ্রকাশ । মহারাষ্ট্রে 288টি আসনের মধ্যে ম্যাজিক ফিগার 155 । হরিয়ানায় 90টি আসনের মধ্যে ম্যাজিক ফিগার 46 । 

LIVE UPDATES :

  • মধ্যপ্রদেশের ঝাবুয়া বিধানসভা উপনির্বাচনে জিতল কংগ্রেস  
  • বিহার বিধানসভা উপনির্বাচনে 5 টি আসনে দুটিতে RJD , জনতা দল 1টি, নির্দল 1টি, AIMIM 1টি জিতেছে 
  • তামিলনাড়ু বিধানসভার উপনির্বাচনে দুটি আসনেই জিতেছে AIADMK
  • অম্বালা ক্যান্টনমেন্ট আসনে জিতেছেন BJP প্রার্থী অনিল বিজ
  • হরিয়ানায় 90টি সিটের মধ্যে 40 টিতে এগিয়ে BJP । এর মধ্যে 26 টি জিতেছে । 14টি তে এগিয়ে রয়েছে BJP । 31টি সিটে এগিয়ে কংগ্রেস । এর মধ্যে 20 টি জিতেছে । 11টিতে এগিয়ে । অন্যদিকে 10টি সিট জিতেছে JJP । এছাড়া হরিয়ানা লখিত পার্টি 1টি, ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল 1টি এবং 7টি এগিয়ে নির্দল
  • রাজস্থানে বিধানসভার উপনির্বাচনে দুটি আসনের একটিতে কংগ্রেস ও অন্যটিতে রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি জিতেছে
  • মহারাষ্ট্রের ওয়ারলি বিধানসভা থেকে জিতেছেন আদিত্য ঠাকরে
  • পঞ্জাবে বিধানসভার উপনির্বাচনে 4টি আসনের মধ্যে 3টিতে জয়ী কংগ্রেস ও 1টিতে জিতেছে শিরোমনি আকালি দল
  • গুজরাতে বিধানসভার উপনির্বাচনে ৬6টি আসনে BJP 3টি ও কংগ্রেসের দখলে 3টি আসন 
  • দাদরিতে এগিয়ে নির্দল প্রার্থী 
  • ছত্তিশগড় উপ-নির্বাচনে একটি আসনে জয়ী কংগ্রেস
  • ওড়িশা উপ-নির্বাচনে একটি আসনে জয়ী বিজু জনতা দল
  • গুজরাতে ২টি সিটে কংগ্রেস জিতেছে, একটিতে BJP । কংগ্রেস ও BJP 1টি করে আসনে এগিয়ে রয়েছে
  • হরিয়ানায় 4টি আসনে জয়ী JJP, 1টি তে নির্দল
  • মহাষ্ট্রের 5 টি আসনে জয়ী ও 97 আসনে এগিয়ে BJP, 5টিতে জয়ী শিবসেনা, এগিয়ে 55টিতে, NCP 1টিতে জয়ী ও কংগ্রেস 1টিতে জয়ী
  • হরিয়ানার কৈথাল থেকে 567 ভোটে পরাজিত কংগ্রেসের মুখপাত্র রণদীপ সূর্যেওয়ালা
  • গুজরাতে ২টি সিটে কংগ্রেস জিতেছে, একটিতে BJP । কংগ্রেস ও BJP 1টি করে আসনে এগিয়ে রয়েছে
  • উত্তরপ্রদেশ উপ-নির্বাচনে এগিয়ে BJP
  • হুজ়ুরনগরে TRS প্রার্থী শইদিরেড্ডি 38000 ভোটে জয়ী
  • পিছিয়ে পঙ্কজা মুণ্ডে
  • শিবসেনার সঙ্গে জোট নয়, জানিয়ে দিল শরদ পাওয়ার
  • হরিয়ানায় জোটের ডাক কংগ্রেসের
  • 1410 ভোটে পিছিয়ে পড়ছেন ববিতা ফোগাত
  • উত্তরপ্রদেশ উপ-নির্বাচনে একটি আসনে জয়ী BJP
  • 20 হাজার ভোটে নাগপুর দক্ষিণ-পশ্চিম কেন্দ্রে এগিয়ে দেবেন্দ্র ফড়নবিশ
  • কী হতে চলেছে হরিয়ানায়, কাকে সমর্থন করবে JJP বা হরিয়ানায় সরকার গঠনে কী হবে BJP-র ভূমিকা, এই নিয়ে আলোচনা করতে মনোহরলাল খট্টরকে দিল্লিতে ডেকে পাঠালেন অমিত শাহ । BJP সূত্রে খবর, আজ বিকেল 4টের মধ্যে তাঁকে দিল্লিতে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে ।
  • মহারাষ্ট্রের লাতুর রুরাল বিধানসভা কেন্দ্র থেকে জয়ী কংগ্রেসের ধীরেশ দেশমুখ
  • হরিয়ানায় 3590 ভোটে পিছিয়ে যোগেশ্বর দত্ত
  • সিকিমের মুখ্যমন্ত্রী তথা SKM(সিকিম ক্রান্তিকারী মোর্চা) প্রেসিডেন্ট পি এস গোলে 8000 ভোটে পোখলক কামরাঙ কেন্দ্র থেকে জয়ী
  • 10 রাউন্ড গণনা শেষে ওড়লি বিধানসভা কেন্দ্রে 34840 ভোটে এগিয়ে শিবসেনার আদিত্য ঠাকরে

10:41 October 24

  • হরিয়ানার দাদরি বিধানসভা কেন্দ্রে 2387 ভোটে এগিয়ে ববিতা ফোগাত
  • JJP নির্ণায়ক দল হতে পারে, JJP প্রধান দুষ্ম্যান্ত চৌতালাকে মুখ্যমন্ত্রী পদের প্রস্তাব দিয়েছে কংগ্রেস। যার পরিপ্রেক্ষিতে দুষ্ম্যান্ত জানালেন, ফাইনাল ফিগার আসার পরই এবিষয়ে সিদ্ধান্ত নেবেন তিনি ।
  • মহারাষ্ট্রের পারলি বিধানসভা কেন্দ্রে ব্যাকফুটে BJP-র পঙ্কজা মুণ্ডে
  • তামিলনাড়ু উপ-নির্বাচনে 2টি আসনে এগিয়ে AIADMK, দলীয় কার্যালয়ে শুরু উদ্জাপন
  • হরিয়ানায় এগিয়ে কংগ্রেসের রণদীপ সূর্যেওয়ালা ও ভূপেন্দ্র সিং হুডা
  • মহারাষ্ট্রের 60 টি আসনে এগিয়ে শিবসেনা
  • নাগপুর দক্ষিণ-পশ্চিম থেকে 8398 ভোটে এগিয়ে দেবেন্দ্র ফড়নবিশ
  • হরিয়ানার পরিস্থিতি নিয়ে ভূপেন্দ্র সিং হুডা ও হরিয়ানা কংগ্রেসের বর্ষীয়ান নেতাদের সঙ্গে কথা বললেন কংগ্রেসের অন্তর্বতীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি
  • সাতারা লোকসভা কেন্দ্রের উপ-নির্বাচনে BJP-র উদয়ন রাজে ভোসলে 1 লাখ ভোটে পিছিয়ে
  • লাতুর রুরালে এগিয়ে কংগ্রেসের ধীরাজ ভিলাসরাও দেশমুখ
  • মহারাষ্ট্রের লাতুর সেন্ট্রালে এগিয়ে কংগ্রেসের অমিত ভিলাসরাও দেশমুখ
  • মহারাষ্ট্রের নাগপুরে 12 টি আসনের 4 টিতে কংগ্রেস 1টিতে NCP এগিয়ে 
  • গুজরাতের উপ-নির্বাচনে 9 রাউন্ড শেষে BJP - কংগ্রেস 3-3
  • হরিয়ানার করনল বিধানসভা কেন্দ্রে 14030 ভোটে এগিয়ে BJP-র মনোহরলাল খট্টর
  • ঔরাঙ্গাবাদ সেন্ট্রাল বিধানসভা কেন্দ্রে 30 হাজার ভোটে এগিয়ে শিবসেনা, পিছিয়ে MIM

07:48 October 24

  • মহারাষ্ট্রের সাতারা বিধানসভা কেন্দ্রে এগিয়ে BJP, একই আসনে লোকসভা উপ-নির্বাচনে ব্যাকফুটে
  • দ্বিতীয় রাইন্ডের পর মহারাষ্ট্রের নাগপুর দক্ষিণ-পশ্চিম কেন্দ্রে এগিয়ে রয়েছেন দেবেন্দ্র ফড়নবিশ
  • 32 হাজার ভোটে ভোকার বিধানসভা কেন্দ্রে এগিয়ে অশোক চহ্বান
  • মহারাষ্ট্রের নালাসোপারা বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে BVA (বহুজন ভিকাশ আঘাদি) পার্টির হীতেন্দ্র ঠাকুর
  • মহারাষ্ট্রে BJP 75, শিবসেনা 47, NCP 43, অন্যান্য 65 সিটে এগিয়ে
  • হরিয়ানায় BJP 29, কংগ্রেস 21, JJP 10 ও অন্যান্য 9 -এ সিটে এগিয়ে রয়েছে
  • মহারাষ্ট্রের ওড়লি বিধানসভা কেন্দ্রে 7020 ভোটে এগিয়ে শিবসেনার আদিত্য ঠাকরে । তাঁর বিপরীতে রয়েছেন NCP-র সুরেশ মানে
  • মহারাষ্ট্রে 288টি আসনের মধ্যে 15টি আসনে BJP, 11টি আসনে শিবসেনা, 9টি আসনে NCP ও 3টি আসনে কংগ্রেস এগিয়ে রয়েছে
  • হরিয়ানায় 90টি আসনের মধ্যে BJP 1টি, কংগ্রেস 1টি ও JJP (জননায়ক জনতা পার্টি) 1টি আসনে এগিয়ে
  • মহারাষ্ট্রের 10টি আসনে BJP, 5টি আসনে শিবসেনা, 2টি আসনে 1টি আসনে কংগ্রেস ও 2টিতে এগিয়ে NCP
  • মহারাষ্ট্রে BJP-র রাজ্য দপ্তরে লাড্ডু তৈরির প্রস্তুতি চলছে
  • মহারাষ্ট্রে কংগ্রেস 1টি আসন ও NCP (ন্যাশানালিস্ট কংগ্রেস পার্টি) 2টি আসনে এগিয়ে রয়েছে
  • নাগপুর দক্ষিণ-পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে এগিয়ে দেবেন্দ্র ফড়নবিশ
Stockholm (Sweden), Oct 24 (ANI): Union Minister of Commerce and Industry Piyush Goyal attended Strategic Forum India Programme which was organised in Stockholm. While addressing the gathering, he said, "Discussions at the Indo-Swedish Joint Commission in Stockholm will not only increase bilateral trade but will take the 'Sambandh' (relationship) between our countries to the next level."
Last Updated : Oct 24, 2019, 8:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.