দিল্লি, 17 এপ্রিল : আজ লকডাউনের 24তম দিন ৷ দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 13387 ৷ একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন 628 জন ৷ মৃতের সংখ্যাও বাড়ছে লাফিয়ে লাফিয়ে ৷ স্বাস্থ্যমন্ত্রকের শেষ তথ্য অনুযায়ী দেশে মৃতের সংখ্যা 437 ৷
উত্তরপ্রদেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 805 ৷ পিছিয়ে নেই তেলাঙ্গানাও ৷ সেখানে আক্রান্ত 700 জন ৷ বিহারে আক্রান্ত হয়েছেন এখনও পর্যন্ত 83 জন ৷ সেখানে ছয় মাসের শিশুসহ গতকাল এক পরিবারের তিনজনের শরীরে কোরোনা ভাইরাস পাওয়া গেছে ৷ তাঁরা মুঙ্গেরে কোরোনা আক্রান্ত এক রোগীর সংস্পর্শে এসেছিলেন বলে জানা যায় ৷