ETV Bharat / bharat

দিল্লি মডেল অনুসরণ করা উচিত, কোরোনা মোকাবিলার প্রশংসা কেন্দ্রীয়মন্ত্রীর

author img

By

Published : Aug 1, 2020, 7:41 PM IST

কোরোনা পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের সঙ্গে প্রায়শই মতবিরোধ হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের । আজ অবশ্য হায়দরাবাদের তেলাঙ্গানা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ (TIMS)-এর একটি অনুষ্ঠানে কোরোনা মোকাবিলায় কেজরিওয়াল সরকারের প্রশংসা করেন জি কিষাণ রেড্ডি ।

Corona
কোরোনা

দিল্লি , 1 অগাস্ট : কোরোনা ভাইরাসে জর্জরিত গোটা বিশ্ব । দেশে প্রতিদিনই প্রায় রেকর্ড সংক্রমণ হচ্ছে । মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি । অন্যদিকে আবার সংক্রমণ কমছে দিল্লিতে । এখানে গত কয়েকদিনে আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে । এই সংক্রমণ মোকাবিলায় কেজরিওয়াল সরকারের প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জি কিষান রেড্ডি । তিনি জানান , কোরোনা ভাইরাস মোকাবিলায় প্রত্যেক রাজ্যের উচিত "দিল্লি মডেল" অনুসরণ করা ।

এর আগে কোরোনা পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের সঙ্গে প্রায়শই মতবিরোধ হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের । এরপরে আজ হায়দরাবাদের তেলাঙ্গানা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ (TIMS)-এর একটি অনুষ্ঠানে কোরোনা মোকাবিলায় কেজরিওয়াল সরকারের প্রশংসা করেন জি কিষান রেড্ডি । তিনি বলেন , "আপনারা জানেন দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল। যা আমি ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করছি । দিল্লিতে সুস্থতার হার 84 শতাংশ । সেক্ষেত্রে প্রত্যেক রাজ্যের দিল্লি মডেল অনুসরণ করা উচিত । "

একদিন আগেই দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজল আনলক তৃতীয় পর্যায়ের জন্য কেজরিওয়াল সরকারের দুটি পদক্ষেপকে প্রত্যাখ্যান করে দিয়েছিলেন । এরপরেই কিষান রেড্ডি জানান, দিল্লিতে সুস্থতার হার 84 শতাংশ । যেখানে সমগ্র দেশে সুস্থতার হার 64.52 শতাংশ ।

এর আগে লেফটেন্যান্ট গভর্নর দিল্লি সরকারের আরও অনেক আদেশ বাতিল করে দিয়েছেন । জুন মাসে তিনি দিল্লির বাসিন্দাদের জন্য হাসপাতালগুলি সংরক্ষণের সিদ্ধান্ত বাতিল করেছিলেন । শুধুমাত্র উপসর্গ আছে এরকম রোগীর কোরোনা পরীক্ষা করার সিদ্ধান্তও তিনি খারিজ করেন । তিনি জানান, উপসর্গহীন এবং উচ্চ ঝুঁকিপূর্ণ কোরোনা রোগীদেরও পরীক্ষা করানো উচিত ।

এদিকে , কিষান রেড্ডি তেলাঙ্গানাকেও পরীক্ষার উপর জোর দিতে বলেছেন । তিনি বলেন , " আমি রাজ্য সরকারকে অনুরোধ করছি তারা যেন পরীক্ষা-নিরীক্ষা, চিকিৎসার উপর নজর দেয় । স্যাম্পেল পরীক্ষার সংখ্যা আরও বাড়াতে হবে । যত বেশি পরীক্ষা হবে তত তাড়াতাড়ি রোগকে হারানো যাবে । "

টেস্ট বাড়ানো নিয়ে এই সপ্তাহে দিল্লি হাইকোর্ট কেজরিওয়াল সরকারের সমালোচনা করেছিল । RT-PCR ছেড়ে কেন RAT (ব়্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা) গ্রহণ করা হচ্ছে তা জানতে চেয়েছিল আদালত ।এরপরে দিল্লিতে প্রতিদিন 11000 RT-PCR পরীক্ষা হচ্ছিল । কিন্তু, 15-23 জুলাই 600-র বেশি পরীক্ষা করা হয়নি । RT-PCR-এর পরীক্ষা কমে যাওয়ার সঙ্গে প্রতিদিন নতুন আক্রান্তের সংখ্যা কমে যাওয়ার পরিসংখ্যানটি মিলে যাচ্ছিল ।

অন্যদিকে , মন্ত্রী তেলাঙ্গানাকে কেন্দ্রের তরফে 1200 ভেন্টিলেটর , N95 মাস্ক ও PPE কিট রাজ্যে পাঠানোর আশ্বাস দিয়েছেন । উল্লেখ্য , দেশে মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা প্রায় 17 লাখের কাছকাছি । মৃত্যু হয়েছে 36 হাজারের বেশি । সক্রিয় আক্রান্তের সংখ্যা সাড়ে পাঁচ লাখের বেশি ।

দিল্লি , 1 অগাস্ট : কোরোনা ভাইরাসে জর্জরিত গোটা বিশ্ব । দেশে প্রতিদিনই প্রায় রেকর্ড সংক্রমণ হচ্ছে । মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি । অন্যদিকে আবার সংক্রমণ কমছে দিল্লিতে । এখানে গত কয়েকদিনে আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে । এই সংক্রমণ মোকাবিলায় কেজরিওয়াল সরকারের প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জি কিষান রেড্ডি । তিনি জানান , কোরোনা ভাইরাস মোকাবিলায় প্রত্যেক রাজ্যের উচিত "দিল্লি মডেল" অনুসরণ করা ।

এর আগে কোরোনা পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের সঙ্গে প্রায়শই মতবিরোধ হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের । এরপরে আজ হায়দরাবাদের তেলাঙ্গানা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ (TIMS)-এর একটি অনুষ্ঠানে কোরোনা মোকাবিলায় কেজরিওয়াল সরকারের প্রশংসা করেন জি কিষান রেড্ডি । তিনি বলেন , "আপনারা জানেন দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল। যা আমি ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করছি । দিল্লিতে সুস্থতার হার 84 শতাংশ । সেক্ষেত্রে প্রত্যেক রাজ্যের দিল্লি মডেল অনুসরণ করা উচিত । "

একদিন আগেই দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজল আনলক তৃতীয় পর্যায়ের জন্য কেজরিওয়াল সরকারের দুটি পদক্ষেপকে প্রত্যাখ্যান করে দিয়েছিলেন । এরপরেই কিষান রেড্ডি জানান, দিল্লিতে সুস্থতার হার 84 শতাংশ । যেখানে সমগ্র দেশে সুস্থতার হার 64.52 শতাংশ ।

এর আগে লেফটেন্যান্ট গভর্নর দিল্লি সরকারের আরও অনেক আদেশ বাতিল করে দিয়েছেন । জুন মাসে তিনি দিল্লির বাসিন্দাদের জন্য হাসপাতালগুলি সংরক্ষণের সিদ্ধান্ত বাতিল করেছিলেন । শুধুমাত্র উপসর্গ আছে এরকম রোগীর কোরোনা পরীক্ষা করার সিদ্ধান্তও তিনি খারিজ করেন । তিনি জানান, উপসর্গহীন এবং উচ্চ ঝুঁকিপূর্ণ কোরোনা রোগীদেরও পরীক্ষা করানো উচিত ।

এদিকে , কিষান রেড্ডি তেলাঙ্গানাকেও পরীক্ষার উপর জোর দিতে বলেছেন । তিনি বলেন , " আমি রাজ্য সরকারকে অনুরোধ করছি তারা যেন পরীক্ষা-নিরীক্ষা, চিকিৎসার উপর নজর দেয় । স্যাম্পেল পরীক্ষার সংখ্যা আরও বাড়াতে হবে । যত বেশি পরীক্ষা হবে তত তাড়াতাড়ি রোগকে হারানো যাবে । "

টেস্ট বাড়ানো নিয়ে এই সপ্তাহে দিল্লি হাইকোর্ট কেজরিওয়াল সরকারের সমালোচনা করেছিল । RT-PCR ছেড়ে কেন RAT (ব়্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা) গ্রহণ করা হচ্ছে তা জানতে চেয়েছিল আদালত ।এরপরে দিল্লিতে প্রতিদিন 11000 RT-PCR পরীক্ষা হচ্ছিল । কিন্তু, 15-23 জুলাই 600-র বেশি পরীক্ষা করা হয়নি । RT-PCR-এর পরীক্ষা কমে যাওয়ার সঙ্গে প্রতিদিন নতুন আক্রান্তের সংখ্যা কমে যাওয়ার পরিসংখ্যানটি মিলে যাচ্ছিল ।

অন্যদিকে , মন্ত্রী তেলাঙ্গানাকে কেন্দ্রের তরফে 1200 ভেন্টিলেটর , N95 মাস্ক ও PPE কিট রাজ্যে পাঠানোর আশ্বাস দিয়েছেন । উল্লেখ্য , দেশে মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা প্রায় 17 লাখের কাছকাছি । মৃত্যু হয়েছে 36 হাজারের বেশি । সক্রিয় আক্রান্তের সংখ্যা সাড়ে পাঁচ লাখের বেশি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.