দিল্লি, 14 জুলাই : নয় লাখের গণ্ডি ছাড়াল দেশে কোরোনায় আক্রান্তের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছে 28 হাজার 498 জন এবং মৃত্যু হয়েছে 553 জনের ৷ স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা 9 লাখ 6 হাজার 752 ৷ এর মধ্যে সক্রিয় রোগীর সংখ্যা 3 লাখ 11 হাজার 565 এবং সুস্থ হয়ে উঠেছে 5 লাখ 71 হাজার 460 জন ৷ গত 24 ঘণ্টায় 553 জনের মৃত্যু হওয়ায় মৃতের মোট সংখ্যা বর্তমানে 23 হাজার 727 -এ পৌঁছেছে ৷
কোরোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন রাজ্যে ফের লকডাউন জারি করা হচ্ছে ৷ আজ থেকে বেঙ্গালুরুতেও এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে ৷ কর্নাটক সরকারের তরফে জানানো হয়েছে, অত্যাবশ্যকীয় সামগ্রীর দোকানগুলি ভোর পাঁচটা থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা রাখা যাবে ৷ এছাড়া অত্যাবশ্যকীয় সামগ্রী ও খাবারের হোম ডেলিভারি করা যাবে ৷ জনসমাগম এড়াতে মন্দির থেকে শপিং মল-সবই ফের এক সপ্তাহের জন্য বন্ধ রাখা হবে ৷
অন্যদিকে গোয়া সরকারের তরফে রাজ্যের সমস্ত বেসরকারি হাসপাতালকে 20 শতাংশ বেড সংরক্ষণের নির্দেশ দেওয়া হল কোরোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ৷
সমগ্র বিশ্বেই ক্রমশ জাঁকিয়ে বসছে কোরোনা ভাইরাস ৷ এই বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম গ্যাব্রিয়েসস বলেন, প্যানডেমিক পরিস্থিতি খারাপ থেকে খারাপতর হয়ে উঠছে ৷ সংক্রমণ নিয়ন্ত্রণে সকল দেশের একটি নির্দিষ্ট পরিকল্পনা থাকা উচিত ৷ কিন্তু বহু দেশই ভুল পথে চালিত হচ্ছে ৷ নতুন সংক্রমণের অর্ধেকের বেশিই অ্যামেরিকার ৷