ETV Bharat / bharat

কোরোনা রুখতে সরানো হল শাহিনবাগ প্রতিবাদীদের - coronavirus safety measures

101 দিন প্রতিবাদ চলার পর অবশেষে শাহিনবাগের বিক্ষোভকারীদের তুলে দেওয়া হল ৷ কোরোনা সংক্রমণ রুখতেই এই পদক্ষেপ করা হল সরকারের তরফ থেকে ৷

Delhi Police clears the protest site in Shaheen Bagh area
উচ্ছেদ শাহিনবাগ প্রতিবাদীদের
author img

By

Published : Mar 24, 2020, 9:25 AM IST

দিল্লি, 24 মার্চ: 101 দিন প্রতিবাদ চলার পর অবশেষে ফাঁকা হল শাহিনবাগ ৷ কোরোনা সংক্রমণ রুখতেই করা হল এই পদক্ষেপ, প্রতিবাদকারীদের বলপূর্বক সরানো হল শাহিনবাগ থেকে ৷ সহযোগিতা না করার অভিযোগে আটক করা হয়েছে বেশ কয়েকজনকে ৷ সঠিক সংখ্যা এখনও সামনে আসেনি পুলিশের তরফে ৷

দিল্লিতে কোরোনায় আক্রান্ত হয়েছেন 30 জন, মৃত এক ৷ কেজরিওয়াল সরকারের তরফ থেকে রাজধানীতে জারি করা হয়েছে লকডাউন ৷ 20 জনের বেশি মানুষের জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ এদিকে ডিসেম্বরের 15 তারিখ থেকে শাহিনবাগে CAA- বিরোধী আন্দোলনকারীরা অবস্থান বিক্ষোভ চালাচ্ছিল ৷ দেশে কোরোনা ভাইরাস সংক্রমণ ছড়ানোর পর শাহিনবাগের প্রতিবাদীদের অনুরোধ করা হয়েছিল আপাতত প্রতিবাদ স্থগিত রাখতে ৷ সেই আবেদন অগ্রাহ্য করেই চলছিল CAA-বিরোধী অবস্থান বিক্ষোভ ৷ অবশেষে আজ দিল্লি পুলিশ বলপূর্বক আন্দোলনকারীদের সভাস্থল থেকে সরিয়ে দিতে বাধ্য হয় ৷

পুলিশের তরফ থেকে জানানো হয়, ‘‘ আন্দোলনকারীরা বিক্ষোভস্থান থেকে উঠতে না চাওয়ায় তাঁদের জোর করে উচ্ছেদ করতে হয়েছে ৷ অসহযোগিতা করায় মহিলা প্রতিবাদী-সহ একাধিক জনকে আটক করা হয়েছে ৷’’

ভারতে কোরোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর চাপা পড়ে গিয়েছিল CAA-NRC বিষয়গুলি ৷ কিন্তু শাহিনবাগে অবস্থান বিক্ষোভে বসা প্রতিবাদীরা তাঁদের দাবিতে অনড় ছিলেন ৷ প্রবল ঠান্ডা, ঝড় বৃষ্টিকে উপেক্ষা করেও তাঁরা সভাস্থানে বসেছিলেন সংশোধিত নাগরিকত্ব আইন তুলে নেওয়ার দাবিতে ৷ সুপ্রিম কোর্টের মধ্যস্থতাতেও কাজ হয়নি ৷ এবার কোরোনা সংক্রমণ রুখতে বিক্ষোভকারীদের ভালো চেয়েই তাঁদের সভাস্থান থেকে সরিয়ে দেওয়া হল বলে জানানো হয়েছে ৷

দিল্লি, 24 মার্চ: 101 দিন প্রতিবাদ চলার পর অবশেষে ফাঁকা হল শাহিনবাগ ৷ কোরোনা সংক্রমণ রুখতেই করা হল এই পদক্ষেপ, প্রতিবাদকারীদের বলপূর্বক সরানো হল শাহিনবাগ থেকে ৷ সহযোগিতা না করার অভিযোগে আটক করা হয়েছে বেশ কয়েকজনকে ৷ সঠিক সংখ্যা এখনও সামনে আসেনি পুলিশের তরফে ৷

দিল্লিতে কোরোনায় আক্রান্ত হয়েছেন 30 জন, মৃত এক ৷ কেজরিওয়াল সরকারের তরফ থেকে রাজধানীতে জারি করা হয়েছে লকডাউন ৷ 20 জনের বেশি মানুষের জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ এদিকে ডিসেম্বরের 15 তারিখ থেকে শাহিনবাগে CAA- বিরোধী আন্দোলনকারীরা অবস্থান বিক্ষোভ চালাচ্ছিল ৷ দেশে কোরোনা ভাইরাস সংক্রমণ ছড়ানোর পর শাহিনবাগের প্রতিবাদীদের অনুরোধ করা হয়েছিল আপাতত প্রতিবাদ স্থগিত রাখতে ৷ সেই আবেদন অগ্রাহ্য করেই চলছিল CAA-বিরোধী অবস্থান বিক্ষোভ ৷ অবশেষে আজ দিল্লি পুলিশ বলপূর্বক আন্দোলনকারীদের সভাস্থল থেকে সরিয়ে দিতে বাধ্য হয় ৷

পুলিশের তরফ থেকে জানানো হয়, ‘‘ আন্দোলনকারীরা বিক্ষোভস্থান থেকে উঠতে না চাওয়ায় তাঁদের জোর করে উচ্ছেদ করতে হয়েছে ৷ অসহযোগিতা করায় মহিলা প্রতিবাদী-সহ একাধিক জনকে আটক করা হয়েছে ৷’’

ভারতে কোরোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর চাপা পড়ে গিয়েছিল CAA-NRC বিষয়গুলি ৷ কিন্তু শাহিনবাগে অবস্থান বিক্ষোভে বসা প্রতিবাদীরা তাঁদের দাবিতে অনড় ছিলেন ৷ প্রবল ঠান্ডা, ঝড় বৃষ্টিকে উপেক্ষা করেও তাঁরা সভাস্থানে বসেছিলেন সংশোধিত নাগরিকত্ব আইন তুলে নেওয়ার দাবিতে ৷ সুপ্রিম কোর্টের মধ্যস্থতাতেও কাজ হয়নি ৷ এবার কোরোনা সংক্রমণ রুখতে বিক্ষোভকারীদের ভালো চেয়েই তাঁদের সভাস্থান থেকে সরিয়ে দেওয়া হল বলে জানানো হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.