ছোটো দলে ভাগ হয়ে আন্দোলন চালাবেন শাহিনবাগের আন্দোলনকারীরা - Delhi
আমরা সরকারের সিদ্ধান্ত পালন করছি ৷ সরকারেরও আমাদের কথা ভাবা উচিত ৷ জানান শাহিনবাগের আন্দোলনকারী ৷
দিল্লি, 23 মার্চ : দেশজুড়ে কোরোনা ভাইরাসের আতঙ্ক ৷ বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই শুরু হয়েছে লকডাউন ৷ জমায়েতে রয়েছে নিষেধাজ্ঞা ৷ এমন অবস্থায়ও আন্দোলন চালিয়ে যাবেন শাহিনবাগের আন্দোলনকারীরা ৷ ছোটো ছোটো দল করে ভারতীয় নাগরিকত্ব সংশোধিত আইনের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা ৷
জনতা কারফিউ-এর পর আজ দিল্লিতে লক ডাউন জারি করেছে কেজরিওয়াল সরকার ৷ 31 মার্চ পর্যন্ত জারি থাকবে এই নির্দেশিকা ৷ এই বিষয়ে সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে একজন আন্দোলনকারী জানান, "প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন, সেই সিদ্ধান্তকে আমরা সম্মান করি ও মান্য করি ৷ সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছে যত সম্ভব কম মানুষ এক জায়গায় একত্রিত হওয়ার ৷ তাই আমরা ছোটো ছোটো দল করে আন্দোলন চালিয়ে যাব ৷ প্রতিটি দলে পাঁচজন করে সদস্য থাকবে ৷ আমরা কোরোনা ভাইরাসের সঙ্গে লড়াই করতে তৈরি ৷ মাস্ক, স্যানিটাইজ়ার, হ্যান্ড-গ্লাভস ব্যবহার করছি আমরা ৷"
আন্দোলনকারীর অভিযোগ, "গতকাল আন্দোলনরত মানুষদের উপর কয়েকজন দুষ্কৃতী তাজা বোমা ছোড়ে ৷ জানি না তারা কারা ৷ আমাদের মনে হয়, সরকারের এই ঘটনার তদন্ত করা উচিত ৷" তিনি আরও বলেন, "আমরা সরকারের সিদ্ধান্ত পালন করছি ৷ সরকারেরও আমাদের কথা ভাবা উচিত ৷ সরকারের উচিত ভারতীয় নাগরিকত্ব সংশোধিত আইন বাতিল করা ৷"