ETV Bharat / bharat

এক মায়ের কাছে ছেলের প্রাণভিক্ষা অন্যজনের - ছেলের প্রাণ ভিক্ষার আর্জি

দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্টে এক মা যখন সুবিচার পেয়ে স্বস্তিতে, তখন অন্য়জন তাঁরই শাড়ির কুচি ধরে ছেলের প্রাণভিক্ষার আর্জি জানালেন ।

Nirbhaya
প্রাণভিক্ষা
author img

By

Published : Jan 7, 2020, 11:32 PM IST

দিল্লি, 7 জানুয়ারি : দোষীদের ফাঁসির সাজায় তখন স্বস্তিতে নির্ভয়ার পরিবার । 7 বছর পর শেষমেশ বিচার পেয়েছেন তিনি । একদিকে, চোখে জল নিয়ে এক মা যখন বলছেন, মেয়ের 13 দিনের সেই লড়াই আজ স্বার্থকতা পেল । মেয়ে সুবিচার পেল, তখন অন্যদিকে, তাঁরই শাড়ির কুচি ধরে আরেক মা ছেলের প্রাণ ভিক্ষার আর্জি জানালেন ।

দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্টে আজ বিকেলে যখন নির্ভয়ার চার দোষীর ফাঁসির সাজা ঘোষণা হয় তখন সব কিছুর আড়ালে এই ঘটনাও চোখ এড়ালো না । নির্ভয়ার মায়ের শাড়ির কুচি ধরে কাঁদতে কাঁদতে মুকেশ সিংয়ের মা বললেন, আমার ছেলেকে ক্ষমা করে দিন । আমি ওর হয়ে আপনার কাছে প্রাণ ভিক্ষা চাইছি । এই কথায় উত্তরে 7 বছর ন্যায়ের অপেক্ষা করা আরেক মায়ের উত্তর আমারও তো মেয়ে ছিল । ওর সঙ্গে যা হয়েছে সেটা আমি কী করে ভুলি ? আমি সাত বছর অপেক্ষা করেছি ন্যায় বিচারের জন্য ।

16 ডিসেম্বর 2012 । দক্ষিণ দিল্লিতে সিনেমা দেখে বাড়ি ফেরার সময় বেসরকারি বাসে ধর্ষিত হন নির্ভয়া । বাসে ছ'জন তাঁকে ধর্ষণ করার পর রক্তাক্ত অবস্থায় রাস্তায় ছুড়ে ফেলে দেয় । 13 দিনের লড়াই শেষে মৃত্যু হয় নির্ভয়ার । ছ'জন দোষীর মধ্যে একজন ছিল মুকেশও ।

দিল্লি, 7 জানুয়ারি : দোষীদের ফাঁসির সাজায় তখন স্বস্তিতে নির্ভয়ার পরিবার । 7 বছর পর শেষমেশ বিচার পেয়েছেন তিনি । একদিকে, চোখে জল নিয়ে এক মা যখন বলছেন, মেয়ের 13 দিনের সেই লড়াই আজ স্বার্থকতা পেল । মেয়ে সুবিচার পেল, তখন অন্যদিকে, তাঁরই শাড়ির কুচি ধরে আরেক মা ছেলের প্রাণ ভিক্ষার আর্জি জানালেন ।

দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্টে আজ বিকেলে যখন নির্ভয়ার চার দোষীর ফাঁসির সাজা ঘোষণা হয় তখন সব কিছুর আড়ালে এই ঘটনাও চোখ এড়ালো না । নির্ভয়ার মায়ের শাড়ির কুচি ধরে কাঁদতে কাঁদতে মুকেশ সিংয়ের মা বললেন, আমার ছেলেকে ক্ষমা করে দিন । আমি ওর হয়ে আপনার কাছে প্রাণ ভিক্ষা চাইছি । এই কথায় উত্তরে 7 বছর ন্যায়ের অপেক্ষা করা আরেক মায়ের উত্তর আমারও তো মেয়ে ছিল । ওর সঙ্গে যা হয়েছে সেটা আমি কী করে ভুলি ? আমি সাত বছর অপেক্ষা করেছি ন্যায় বিচারের জন্য ।

16 ডিসেম্বর 2012 । দক্ষিণ দিল্লিতে সিনেমা দেখে বাড়ি ফেরার সময় বেসরকারি বাসে ধর্ষিত হন নির্ভয়া । বাসে ছ'জন তাঁকে ধর্ষণ করার পর রক্তাক্ত অবস্থায় রাস্তায় ছুড়ে ফেলে দেয় । 13 দিনের লড়াই শেষে মৃত্যু হয় নির্ভয়ার । ছ'জন দোষীর মধ্যে একজন ছিল মুকেশও ।

New Delhi, Jan 06 (ANI): While addressing a press conference in the national capital on January 06, Public Relations Office (PRO) of Delhi Police, Mandeep Singh Randhawa spoke on JNU violence. He said, "The case is with Crime Branch now. Delhi Police's Joint CP Western range, Shalini Singh is the head of fact finding committee." "A committee has been formed under the Joint Commissioner of Police, for fact finding and to avoid any delay in investigation and inquiry," he added. "We have found some vital clues and we are trying that the case is solved soon," PRO further stated.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.