ETV Bharat / bharat

নাগরিকত্ব সংশোধনী বিলের তীব্র বিরোধিতায় প্রস্তুত কংগ্রেস : অধীর

অধীররঞ্জন চৌধুরির কথায়, এটি সংবিধানবিরোধী বিল ৷ সংবিধানকে অমান্য করা ছাড়াও দেশের সম্প্রীতি, ঐতিহ্য, সংস্কৃতি ও সভ্যতার পরিপন্থী এটি ৷

author img

By

Published : Dec 9, 2019, 3:28 AM IST

Updated : Dec 9, 2019, 8:21 AM IST

Adhir
অধীররঞ্জন চৌধুরি

দিল্লি, 9 ডিসেম্বর : আজ লোকসভায় পেশ হতে চলেছে নাগরিকত্ব সংশোধনী বিল৷ বিল পেশ করার কথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ৷ এই বিলের তীব্র বিরোধিতা করবে কংগ্রেস, এমনটাই বললেন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরি ৷

বহরমপুরের সাংসদ বলেন, নাগরিকত্ব সংশোধনী বিল (CAB) নিয়ে তীব্র আপত্তি রয়েছে কংগ্রেসের ৷ কারণ এটি সংবিধানবিরোধী বিল ৷ সংবিধানকে অমান্য করা ছাড়াও দেশের সম্প্রীতি, ঐতিহ্য, সংস্কৃতি ও সভ্যতার পরিপন্থী এটি ৷ গতকাল সোনিয়া গান্ধির 10 জনপথ রোডের বাড়িতে কংগ্রেসের সংসদীয় কমিটির বৈঠক ছিল ৷ গুলাম নবি আজাদ, গৌরব গগৈ, একে অ্যান্টনি-সহ অন্য কংগ্রেস নেতারাও এই বৈঠকে উপস্থিত ছিলেন গতকাল ৷ বৈঠকের পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে গতকাল অধীর বলেন, এই বিলের চরম বিরোধিতা করতে প্রস্তুত রয়েছে কংগ্রেস ৷

কেন্দ্রীয় মন্ত্রিসভা ছাড়পত্র দিয়েছিল ওই বিলে । BJP শিবির নিশ্চিত, উভয় কক্ষেই বিল পাশ করাতে কোনও সমস্যা হওয়ার কথা নয় । চলতি বছরের জানুয়ারিতে একটি জনস্বার্থ মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানায়, বিলটি সংসদে রয়েছে । আগে বিলটি সংসদে পাশ হোক । তার পর এর বিচার হবে । নাগরিকত্ব সংশোধনী বিলে ধর্মের ভিত্তিতে বৈষম্য করা হচ্ছে, এই যুক্তি দেখিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অসমের বিশিষ্ট জনেরা ৷ এই বিল নিয়ে প্রথম থেকেই বিরোধিতা জানিয়ে এসেছে কংগ্রেসও ৷ সংবিধানের অবমাননা করা হচ্ছে, মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে এই বিলে, এমনটাই বলেছে অন্যান্য বিরোধী দলগুলিও ৷

দিল্লি, 9 ডিসেম্বর : আজ লোকসভায় পেশ হতে চলেছে নাগরিকত্ব সংশোধনী বিল৷ বিল পেশ করার কথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ৷ এই বিলের তীব্র বিরোধিতা করবে কংগ্রেস, এমনটাই বললেন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরি ৷

বহরমপুরের সাংসদ বলেন, নাগরিকত্ব সংশোধনী বিল (CAB) নিয়ে তীব্র আপত্তি রয়েছে কংগ্রেসের ৷ কারণ এটি সংবিধানবিরোধী বিল ৷ সংবিধানকে অমান্য করা ছাড়াও দেশের সম্প্রীতি, ঐতিহ্য, সংস্কৃতি ও সভ্যতার পরিপন্থী এটি ৷ গতকাল সোনিয়া গান্ধির 10 জনপথ রোডের বাড়িতে কংগ্রেসের সংসদীয় কমিটির বৈঠক ছিল ৷ গুলাম নবি আজাদ, গৌরব গগৈ, একে অ্যান্টনি-সহ অন্য কংগ্রেস নেতারাও এই বৈঠকে উপস্থিত ছিলেন গতকাল ৷ বৈঠকের পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে গতকাল অধীর বলেন, এই বিলের চরম বিরোধিতা করতে প্রস্তুত রয়েছে কংগ্রেস ৷

কেন্দ্রীয় মন্ত্রিসভা ছাড়পত্র দিয়েছিল ওই বিলে । BJP শিবির নিশ্চিত, উভয় কক্ষেই বিল পাশ করাতে কোনও সমস্যা হওয়ার কথা নয় । চলতি বছরের জানুয়ারিতে একটি জনস্বার্থ মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানায়, বিলটি সংসদে রয়েছে । আগে বিলটি সংসদে পাশ হোক । তার পর এর বিচার হবে । নাগরিকত্ব সংশোধনী বিলে ধর্মের ভিত্তিতে বৈষম্য করা হচ্ছে, এই যুক্তি দেখিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অসমের বিশিষ্ট জনেরা ৷ এই বিল নিয়ে প্রথম থেকেই বিরোধিতা জানিয়ে এসেছে কংগ্রেসও ৷ সংবিধানের অবমাননা করা হচ্ছে, মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে এই বিলে, এমনটাই বলেছে অন্যান্য বিরোধী দলগুলিও ৷

Washington DC (USA), Dec 08 (ANI): A protest rally was organised in Washington DC on Dec 08. Protest was staged against 26/11 terror attack and Pakistan-sponsored terror. The banners of 'Justice delayed is justice denied' and 'Stop Pak Terror' were seen on a truck which roamed the roads of Washington. The banner also had 'Stop Terrorism, Save Life' written over it. 26/11 terror attack was a series of bombing in several places of Mumbai.

Last Updated : Dec 9, 2019, 8:21 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.