দিল্লি, 16 জুন : লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চিনের সংঘর্ষে জওয়ানদের শহিদ হওয়ার ঘটনাকে "বেদনাজনক" এবং "অনস্বীকার্য" বলে আখ্যা দিল কংগ্রেস। পাশাপাশি এই ঘটনাকে কংগ্রেস জাতীয় উদ্বেগের বিষয় হিসেবে চিহ্নিত করে ।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে এই ঘটনাটির সত্যতা জানতে চেয়ে বিরোধীদলের পক্ষ থেকে দাবি করা হয়, এই বিষয়ে দেশবাসীকে আস্থা দেওয়া হোক এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানাতে সমস্ত রাজনৈতিক দলের প্রধানদের সঙ্গে একটি বৈঠকের আয়োজন করা হোক।
কংগ্রেসের মুখপাত্র এবং রাজ্যসভায় দলের ডেপুটি প্রধান আনন্দ শর্মা বলেন, " এটি জাতীয় উদ্বেগের বিষয় । কারণ এর সঙ্গে জাতীয় সুরক্ষা জড়িত রয়েছে। আমরা ক্রমাগত আবেদন করে এসেছি যে, এই বিষয়ে দেশবাসীকে বিস্তারিত জানানো হোক। সরকারের তরফ থেকে অবিলম্বে যাতে সকল রাজনৈতিক দলের নেতৃত্বকে আহ্বান করে বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানানো হয়, তার দাবি জানানো হচ্ছে। " তিনি আরও বলেন, ভারত ও চিন সেনাবাহিনীর মধ্যে অবস্থান নিয়ে সরকারের পক্ষ থেকে স্বচ্ছতা নেই।
অন্যদিকে কংগ্রেসের প্রধান মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা টুইটারে লেখেন, " অবিশ্বাস্য, অনস্বীকার্য এবং ভয়ঙ্কর। রক্ষা মন্ত্রী ঘটনাটি নিশ্চিত করুন "।
ভারতীয় সেনাবাহিনী তরফ থেকে আজ প্রথমে জানাানো হয়, পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের মুখোমুখি সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর এক আধিকারিক ও দুই জওয়ান শহিদ হয়েছেন। পরে ঠান্ডায় আরও 17 জখম জওয়ানের মৃত্যু হয় । চিনের সেনাবাহিনীরও কয়েকজনের মৃত্যু হয়েছে, তবে সেই বিষয়ে এখনও কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি।
বিগত পাঁচ সপ্তাহ ধরে গালওয়ান উপত্যকায় ভারত ও চিনা সেনাবাহিনীর মধ্যে সীমান্তে চাপানউতোর চলছে।