ETV Bharat / bharat

দিল্লিতে কংগ্রেসের ব্যর্থতা স্বীকার করে কেজরিওয়ালকে শুভেচ্ছা অধীরের - কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরি

দিল্লি নির্বাচনে কংগ্রেসের ফল নিয়ে মুখ খুললেন অধীররঞ্জন চৌধুরি ৷ জয়ের জন্য কেজরিওয়ালকে অভিনন্দনও জানালেন ৷

congress leader
কংগ্রেসের ফল নিয়ে মুখ খুললেন অধীর রঞ্জন চৌধুরি
author img

By

Published : Feb 11, 2020, 1:17 PM IST

Updated : Feb 11, 2020, 5:06 PM IST

দিল্লি, 11 ফেব্রুয়ারি : "দিল্লিতে কংগ্রেসের জন্য কিছু নেই ৷" বলছেন স্বয়ং অধীর রঞ্জন চৌধুরি ৷ দিল্লি নির্বাচনে লড়াই চলছে BJP বনাম AAP ৷ সেই লড়াইতে একচুল দাগও কাটতে পারছে না কংগ্রেস ৷ এ যেন 2015 সালের নির্বাচনের ফলেরই প্রতিফলন ৷

ভোট গণণা শুরু হওয়ার পর থেকেই লড়াইতে এগিয়ে আছে কেজরিওয়ালের দল ৷ AAP পেতে চলেছে 50টির বেশি আসন ৷ বাকি আসনগুলি যেতে পারে BJP-র দখলে ৷ এই অবস্থায় কংগ্রেসের হাল নিয়ে সাংবাদিকদের সামনে মুখ খুললেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরি ৷ তিনি বলেন, ‘‘দিল্লিবাসী উন্নয়নকেই বেছে নিয়েছে ৷ আমি কেজরিওয়ালকে অভিনন্দন জানাচ্ছি তার জয়ের জন্য ৷ দিল্লি নির্বাচন দ্বিমেরুতে পরিণত হয়েছে ৷ সেখানে কংগ্রেসের কোনও স্থান নেই ৷’’

2015 সালের দিল্লি নির্বাচনেও কংগ্রেসের ঝুলি ফাঁকাই ছিল ৷ সেই ফলের পুনরাবৃত্তিই হতে চলেছে এবারও ৷ এই কথা হয়ত কংগ্রেস নেতারা আগেই জানতেন ৷ তাই ফলাফল নিয়ে তাঁদের যে কোনও প্রত্যাশা ছিল না, তা অধীরের কথাতে স্পষ্ট বলে রাজনৈতিক মহলের একাংশ বলছে ৷

দিল্লি, 11 ফেব্রুয়ারি : "দিল্লিতে কংগ্রেসের জন্য কিছু নেই ৷" বলছেন স্বয়ং অধীর রঞ্জন চৌধুরি ৷ দিল্লি নির্বাচনে লড়াই চলছে BJP বনাম AAP ৷ সেই লড়াইতে একচুল দাগও কাটতে পারছে না কংগ্রেস ৷ এ যেন 2015 সালের নির্বাচনের ফলেরই প্রতিফলন ৷

ভোট গণণা শুরু হওয়ার পর থেকেই লড়াইতে এগিয়ে আছে কেজরিওয়ালের দল ৷ AAP পেতে চলেছে 50টির বেশি আসন ৷ বাকি আসনগুলি যেতে পারে BJP-র দখলে ৷ এই অবস্থায় কংগ্রেসের হাল নিয়ে সাংবাদিকদের সামনে মুখ খুললেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরি ৷ তিনি বলেন, ‘‘দিল্লিবাসী উন্নয়নকেই বেছে নিয়েছে ৷ আমি কেজরিওয়ালকে অভিনন্দন জানাচ্ছি তার জয়ের জন্য ৷ দিল্লি নির্বাচন দ্বিমেরুতে পরিণত হয়েছে ৷ সেখানে কংগ্রেসের কোনও স্থান নেই ৷’’

2015 সালের দিল্লি নির্বাচনেও কংগ্রেসের ঝুলি ফাঁকাই ছিল ৷ সেই ফলের পুনরাবৃত্তিই হতে চলেছে এবারও ৷ এই কথা হয়ত কংগ্রেস নেতারা আগেই জানতেন ৷ তাই ফলাফল নিয়ে তাঁদের যে কোনও প্রত্যাশা ছিল না, তা অধীরের কথাতে স্পষ্ট বলে রাজনৈতিক মহলের একাংশ বলছে ৷

New Delhi, Feb 11 (ANI): US President Donald Trump will visit India from February 24-25 as announced by White House. On January 16, the Ministry of External Affairs had stated that India and the United States are in contact through diplomatic channels over the proposed visit of President Trump. During the 'Howdy Modi' event in Houston last September, Prime Minister Narendra Modi invited the Trump and his family to India, saying it will give a new height to the shared dreams of the two countries. Confirmation Trump's visit comes after India's new ambassador to US presented his credentials to US President.
Last Updated : Feb 11, 2020, 5:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.