দিল্লি, 11 ফেব্রুয়ারি : "দিল্লিতে কংগ্রেসের জন্য কিছু নেই ৷" বলছেন স্বয়ং অধীর রঞ্জন চৌধুরি ৷ দিল্লি নির্বাচনে লড়াই চলছে BJP বনাম AAP ৷ সেই লড়াইতে একচুল দাগও কাটতে পারছে না কংগ্রেস ৷ এ যেন 2015 সালের নির্বাচনের ফলেরই প্রতিফলন ৷
ভোট গণণা শুরু হওয়ার পর থেকেই লড়াইতে এগিয়ে আছে কেজরিওয়ালের দল ৷ AAP পেতে চলেছে 50টির বেশি আসন ৷ বাকি আসনগুলি যেতে পারে BJP-র দখলে ৷ এই অবস্থায় কংগ্রেসের হাল নিয়ে সাংবাদিকদের সামনে মুখ খুললেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরি ৷ তিনি বলেন, ‘‘দিল্লিবাসী উন্নয়নকেই বেছে নিয়েছে ৷ আমি কেজরিওয়ালকে অভিনন্দন জানাচ্ছি তার জয়ের জন্য ৷ দিল্লি নির্বাচন দ্বিমেরুতে পরিণত হয়েছে ৷ সেখানে কংগ্রেসের কোনও স্থান নেই ৷’’
2015 সালের দিল্লি নির্বাচনেও কংগ্রেসের ঝুলি ফাঁকাই ছিল ৷ সেই ফলের পুনরাবৃত্তিই হতে চলেছে এবারও ৷ এই কথা হয়ত কংগ্রেস নেতারা আগেই জানতেন ৷ তাই ফলাফল নিয়ে তাঁদের যে কোনও প্রত্যাশা ছিল না, তা অধীরের কথাতে স্পষ্ট বলে রাজনৈতিক মহলের একাংশ বলছে ৷