ETV Bharat / bharat

প্রিয়াঙ্কার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও হ্যাক করা হয়েছিল ? - হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক

প্রবীণ কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা জানিয়েছেন, যাঁদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল, তাঁদের হোয়াটসঅ্যাপের তরফে তাঁদের একটি মেসেজ পাঠানো হয় ৷ এইরকম একটি মেসেজ পেয়েছেন প্রিয়াঙ্কা গান্ধি ভঢরাও ৷ আরও তিন কংগ্রেস নেতা-নেত্রীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও না কি হ্যাক করা হয়েছে ।

pr
author img

By

Published : Nov 3, 2019, 9:09 PM IST

দিল্লি , 3 নভেম্বর : প্রিয়াঙ্কা গান্ধি ভঢরার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও না কি হ্যাক করা হয়েছে ! শুধু প্রিয়াঙ্কা নন, আরও তিন কংগ্রেস নেতা-নেত্রীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও না কি হ্যাক করা হয়েছে ৷ আর এই ঘটনার পেছনে রয়েছে কেন্দ্রীয় সরকার । কংগ্রেসের তরফে আজ এই অভিযোগ করা হয়েছে ৷ গতকাল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ফোন ট্যাপ করার অভিযোগ আনেন ৷

প্রবীণ কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা বলেন, "যাঁদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল তাঁদের হোয়াটসঅ্যাপ কম্পানির তরফে মেসেজ পাঠানো হয়েছে ৷ এইরকম একটি মেসেজ পেয়েছেন প্রিয়াঙ্কাও ৷ " যদিও প্রিয়াঙ্কার তরফে জানানো হয়েছে, তিনি মেসেজটিকে গুরুত্ব দেননি, তাই সেটি ডিলিট করে দিয়েছেন ৷

গত সপ্তাহে হোয়াটসঅ্যাপের মূল সংস্থা ফেসবুক ইজ়রায়েলি সাইবার সিকিউরিটি সংস্থা NSO-র বিরুদ্ধে মামলা করে । অভিযোগ, NSO-এর স্পাইওয়্যার পেগাসাস-এর মাধ্যমে 20টি দেশের 1400 জন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল । তাঁদের মধ্যে ভারতের 121 জন সাংবাদিক, আইনজীবী, সমাজকর্মী, রাজনৈতিক নেতা ও আমলা রয়েছেন ৷

NSO-র পক্ষ থেকে জানানো হয়েছিল পেগাসাস স্পাইওয়্যারটির লাইসেন্স শুধুমাত্র বৈধ কিছু সরকারি সংস্থাকে দেওয়া হয়েছে ৷ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করার পাশাপাশি ফোনের মাইক্রোফোন ও ক্যামেরার মাধ্যমেও নজরদারি চালাতে সক্ষম পেগাসাস ৷ NSO-র স্পাইওয়্যারটি সন্ত্রাসবাদ ও অপরাধ দমনের কাজে ব্যবহার হওয়ার কথা ৷ অন্য কোনও নজরদারির কাজে এই স্পাইওয়্যারটির ব্যবহার নিষিদ্ধ ৷ NSO-র তরফে বিবৃতি দিয়ে দাবি করা হয়েছিল, এই স্পাইওয়্যার মানবাধিকার লঙ্ঘন করার জন্য তৈরি হয়নি ৷ অন্যদিকে যাঁদের অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল, তাদের তালিকা হোয়াটসঅ্যাপের তরফে প্রকাশ করা হয়নি ৷ তবে তাঁদের প্রত্যেককে আলাদা মেসেজ করে জানিয়ে দেওয়া হয়েছে বলে দাবি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের ৷

দিল্লি , 3 নভেম্বর : প্রিয়াঙ্কা গান্ধি ভঢরার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও না কি হ্যাক করা হয়েছে ! শুধু প্রিয়াঙ্কা নন, আরও তিন কংগ্রেস নেতা-নেত্রীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও না কি হ্যাক করা হয়েছে ৷ আর এই ঘটনার পেছনে রয়েছে কেন্দ্রীয় সরকার । কংগ্রেসের তরফে আজ এই অভিযোগ করা হয়েছে ৷ গতকাল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ফোন ট্যাপ করার অভিযোগ আনেন ৷

প্রবীণ কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা বলেন, "যাঁদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল তাঁদের হোয়াটসঅ্যাপ কম্পানির তরফে মেসেজ পাঠানো হয়েছে ৷ এইরকম একটি মেসেজ পেয়েছেন প্রিয়াঙ্কাও ৷ " যদিও প্রিয়াঙ্কার তরফে জানানো হয়েছে, তিনি মেসেজটিকে গুরুত্ব দেননি, তাই সেটি ডিলিট করে দিয়েছেন ৷

গত সপ্তাহে হোয়াটসঅ্যাপের মূল সংস্থা ফেসবুক ইজ়রায়েলি সাইবার সিকিউরিটি সংস্থা NSO-র বিরুদ্ধে মামলা করে । অভিযোগ, NSO-এর স্পাইওয়্যার পেগাসাস-এর মাধ্যমে 20টি দেশের 1400 জন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল । তাঁদের মধ্যে ভারতের 121 জন সাংবাদিক, আইনজীবী, সমাজকর্মী, রাজনৈতিক নেতা ও আমলা রয়েছেন ৷

NSO-র পক্ষ থেকে জানানো হয়েছিল পেগাসাস স্পাইওয়্যারটির লাইসেন্স শুধুমাত্র বৈধ কিছু সরকারি সংস্থাকে দেওয়া হয়েছে ৷ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করার পাশাপাশি ফোনের মাইক্রোফোন ও ক্যামেরার মাধ্যমেও নজরদারি চালাতে সক্ষম পেগাসাস ৷ NSO-র স্পাইওয়্যারটি সন্ত্রাসবাদ ও অপরাধ দমনের কাজে ব্যবহার হওয়ার কথা ৷ অন্য কোনও নজরদারির কাজে এই স্পাইওয়্যারটির ব্যবহার নিষিদ্ধ ৷ NSO-র তরফে বিবৃতি দিয়ে দাবি করা হয়েছিল, এই স্পাইওয়্যার মানবাধিকার লঙ্ঘন করার জন্য তৈরি হয়নি ৷ অন্যদিকে যাঁদের অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল, তাদের তালিকা হোয়াটসঅ্যাপের তরফে প্রকাশ করা হয়নি ৷ তবে তাঁদের প্রত্যেককে আলাদা মেসেজ করে জানিয়ে দেওয়া হয়েছে বলে দাবি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের ৷

Bangkok (Thailand), Nov 03 (ANI): Prime Minister Narendra Modi met with Indonesia's President Joko Widodo in Bangkok. The meeting was held on the sidelines of the ASEAN-India Summit. PM Modi reached Bangkok on Saturday (November 02) to participate in the ASEAN, East Asia, and Regional Comprehensive Economic Partnership summits. PM Modi is in Thailand on 3-day visit to attend several regional summits. The Regional Comprehensive Economic Partnership is a proposed free trade agreement between the ten member states of the Association of Southeast Asian Nations and its six FTA partners. RCEP negotiations were formally launched in November 2012 at the ASEAN Summit in Cambodia.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.