ETV Bharat / bharat

ISRO-কে অভিনন্দন, প্রচেষ্টা বিফলে যাবে না : রাহুল

টুইটে রাহুল লেখেন, 'চন্দ্রযান 2 চন্দ্রাভিযান সফল করার জন্য অক্লান্ত প্রচেষ্টা চালিয়েছেন বিজ্ঞানীরা । ISRO-কে অভিনন্দন জানাই । আপনাদের অবদান দেশবাসীকে অনুপ্রেরণা জোগায় । আপনাদের কাজ ভারতীয় মহাকাশ অভিযানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে । এই কাজ ব্যর্থ হবে না ।'

রাহুল গান্ধি
author img

By

Published : Sep 7, 2019, 4:30 AM IST

Updated : Sep 7, 2019, 6:05 AM IST

দিল্লি, 7 সেপ্টেম্বর : চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের আগেই বিক্রম ল্যান্ডারের সঙ্গে সংযোগ ছিন্ন হয়ে যায় । নিস্তব্ধ দপ্তরে তা ঘোষণা করেন ISRO চেয়ারম্যান কে সিভন । অভিযান আংশিক সফল হলেও দেশবাসীর চোখে হিরো ISRO-র বিজ্ঞানীরা । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বিজ্ঞানীদের প্রশংসায় পঞ্চমুখ । বিজ্ঞানীদের প্রশংসা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধিও ।

টুইটে রাহুল লেখেন, 'চন্দ্রযান 2 চন্দ্রাভিযান সফল করার জন্য অক্লান্ত প্রচেষ্টা চালিয়েছেন বিজ্ঞানীরা । ISRO-কে অভিনন্দন জানাই । আপনাদের অবদান দেশবাসীকে অনুপ্রেরণা জোগায় । আপনাদের কাজ ভারতীয় মহাকাশ অভিযানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে । এই প্রচেষ্টা বিফলে যাবে না ।'

  • Congratulations to the team at #ISRO for their incredible work on the Chandrayaan 2 Moon Mission. Your passion & dedication is an inspiration to every Indian. Your work is not in vain. It has laid the foundation for many more path breaking & ambitious Indian space missions. 🇮🇳

    — Rahul Gandhi (@RahulGandhi) September 6, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিল্লি, 7 সেপ্টেম্বর : চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের আগেই বিক্রম ল্যান্ডারের সঙ্গে সংযোগ ছিন্ন হয়ে যায় । নিস্তব্ধ দপ্তরে তা ঘোষণা করেন ISRO চেয়ারম্যান কে সিভন । অভিযান আংশিক সফল হলেও দেশবাসীর চোখে হিরো ISRO-র বিজ্ঞানীরা । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বিজ্ঞানীদের প্রশংসায় পঞ্চমুখ । বিজ্ঞানীদের প্রশংসা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধিও ।

টুইটে রাহুল লেখেন, 'চন্দ্রযান 2 চন্দ্রাভিযান সফল করার জন্য অক্লান্ত প্রচেষ্টা চালিয়েছেন বিজ্ঞানীরা । ISRO-কে অভিনন্দন জানাই । আপনাদের অবদান দেশবাসীকে অনুপ্রেরণা জোগায় । আপনাদের কাজ ভারতীয় মহাকাশ অভিযানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে । এই প্রচেষ্টা বিফলে যাবে না ।'

  • Congratulations to the team at #ISRO for their incredible work on the Chandrayaan 2 Moon Mission. Your passion & dedication is an inspiration to every Indian. Your work is not in vain. It has laid the foundation for many more path breaking & ambitious Indian space missions. 🇮🇳

    — Rahul Gandhi (@RahulGandhi) September 6, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Bengaluru, Sep 07 (ANI): Prime Minister Narendra Modi arrived at ISRO centre to witness the landing of Vikram Lander on the South Pole of the moon. The Chandrayaan-2 was launched on July 22 from Sriharikota.
Last Updated : Sep 7, 2019, 6:05 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.