পটনা, ৯মার্চ : কংগ্রেসের তরফে বালাকোটের এয়ার স্ট্রাইকের প্রমাণ চাওয়া হয়। তার প্রতিবাদে পদত্যাগ করলেন বিহার কংগ্রেসের নেতা ও মুখপাত্র বিনোদ শর্মা।
সংবাদসংস্থা ANI-কে তিনি বলেন, "আমি কংগ্রেসের সাধারণ সদস্য ও অন্য পদ থেকে পদত্যাগ করছি। পাকিস্তানের জইশ ক্যাম্পে হামলার কংগ্রেস যেভাবে প্রমাণ চাইছে, তাতে আমি অত্যন্ত হতাশ। দলের অবস্থানে আমি অখুশি।"
১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় ৪০ জন CRPF জওয়ান শহিদ হন। তারপর ২৬ ফেব্রুয়ারি ভোররাতে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের মূল ভূখণ্ডের বালাকোটে জইশের তিনটি ট্রেনিং ক্যাম্পে অভিযান চালিয়েছিল ভারতীয় বায়ুসেনার ১২টি মিরাজ ২০০০ যুদ্ধবিমান। সেই অভিযানে জইশের প্রথম সারির একাধিক জঙ্গি নেতাসহ প্রায় ৩০০ জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর। কিন্তু, সরকারি তরফে সেই সংখ্যা নিয়ে মুখ খোলা হয়নি। তা নিয়ে কেন্দ্রীয় সরকারের থেকে বিস্তারিত তথ্য জানতে চান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, "কতজন জঙ্গি খতম হয়েছে? আসলে বোমা কোথায় পড়েছে? সেটি কি নির্দিষ্ট লক্ষ্যেই পড়েছিল? আমাদের তা জানার অধিকার রয়েছে।" পালটা জবাবে বিরোধীদের পাকিস্তানের পোস্টার বয় বলে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ দাবি করেন, ২৫০-র বেশি জঙ্গিকে খতম করা হয়েছে।