ইন্দোর , 27 সেপ্টেম্বর : BJP-তে যোগ দেওয়ার পর তাঁকে বিশ্বাসঘাতক বলে আক্রমণ করেছিল কংগ্রেস ৷ এবার কংগ্রেসকেই বিশ্বাসঘাতক বলে আক্রমণ করলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া । বলেন, মধ্যপ্রদেশের কৃষক, মহিলা ও যুবকদের দেওয়া প্রতিশ্রুতি কি আদৌ রেখেছে কংগ্রেস ? কংগ্রেস নিজেই বিশ্বাসঘাতকতার কাজ করেছে ৷
বিধানসভা উপনির্বাচনের আগে সানওয়ের BJP প্রার্থী তুলসী সিলাওয়াতের হয়ে প্রচারে এসেছিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ৷ সেখানে তিনি বলেন , "আজ তারা (কংগ্রেস) বলেছে যে, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিশ্বাসঘাতক । এখন তাদের কাছে আমার প্রশ্ন হল, তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে 10 দিনের মধ্যে কৃষকদের ঋণ মকুব করবে ৷ তবে কেন তা বাস্তবায়িত হয়নি ? এটা হল এমন একটি দল যারা কৃষকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে ৷ তারা বিশ্বাসঘাতক ৷"
মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের নেতৃত্বে মধ্যপ্রদেশ সরকারের প্রশংসা করে তিনি বলেন, "কন্যাদান যোজনায় রাজ্য সরকার 25 হাজার টাকা করে দিচ্ছে। তারা (কংগ্রেস) বলেছিল, 51 হাজার টাকা করে দেবে ৷ প্রতিশ্রুতির এক বছর কেটে গিয়েছিল, তার মধ্যে অনেকের বিয়ে হয়েছিল কিন্তু টাকা আর এসে পৌঁছায়নি ৷ যারা মা-মেয়ের আস্থা, বিশ্বাস নিয়ে খেলেছে তারা বিশ্বাসঘাতক ৷ "
যুবসমাজের জন্য যে বেকার ভাতা প্রকল্প চালুর প্রতিশ্রুতি দিয়েছিল সেই বিষয় নিয়েও কংগ্রেসকে আক্রমণ করতে ছাড়েননি তিনি ৷ বলেন, "তারা (কংগ্রেস) প্রতিশ্রুতি দিয়েছিল যে যুবকদের প্রতি মাসে চার হাজার টাকা করে বেকার ভাতা প্রদান করবে । কিন্তু সেই প্রতিশ্রুতি কোথায় গেল ?"