দেরাদুন, 12 জুন : ভারতীয় মিলিটারি অ্যাকাডেমিতে ( IMA)কমান্ডদের কুচকাওয়াজের এক অনুষ্ঠান আয়োজিত হয়েছিল । গতকাল সেখানে 333 জন ভারতীয় ও 90 জন সাধারণ ক্যাডারদের চূড়ান্ত প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয় । তবে স্বাস্থ্য বিধি মেনেই এই অনুষ্ঠান আয়োজিত হয়েছিল ।
ভারতীয় সামরিক অ্যাকাডেমি তাদের এক বিবৃতিতে জানিয়েছে, IMA কমান্ড লেফটেন্যান্ট JS নেগি , পরম বিশিষ্ট সেবা পদক, অতি বিশিষ্ট সেবা পদক, যুদ্ধ সেবা পদক দিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেককে সম্মান প্রদর্শন করা হয়েছে । এই বিষয়ে অনুষ্ঠানে এক কমান্ড বলেন, " আপনি যদি আপনার দক্ষতা দেখান , আপনার মানুষরা আপনাকে শ্রদ্ধা করবে । কিন্তু আপনি যদি তাঁদের প্রতি আপনার উদ্বেগ , ভালোবাসা দেখান তাহলে তাঁরা বিশ্বাসের সঙ্গে আপনার জন্য গুলিবিদ্ধ হতেও রাজি থাকবে ।" এর পাশাপাশি বিদেশ থেকে আসা যে সমস্ত কমান্ড ছিলেন তাঁদের দুর্দান্ত প্রদর্শনের প্রশংসাও করেন তিনি । এর পরবর্তী কুচকাওয়াজটি 13 জুন অনুষ্ঠিত হবে । সাংবাদিকদের ওই কমান্ড অফিসার জানান, " আমরা সমস্ত রকম স্বাস্থ্য বিধি মেনেই অনুষ্ঠানের আয়োজন করেছি । 13ই জুন আরও একটি অনুষ্ঠান হবে । তবে কোরোনা পরিস্থিতিতে কমান্ডদের বাড়ির সদস্যরা এই অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না ।"
উল্লেখ্য, প্রতি ছয় মাস অন্তর IMA বিদেশী ক্যাডেটরা নিজ নিজ দেশের সেনাবাহিনীতে যোগদানের সময় ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন অস্ত্র ও পরিষেবায় যোগদানকারী ক্যাডেটদের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করে থাকেন।