দিল্লি, 13 জুলাই : সাড়ে ছয় হাজার বছর পর ফের পৃথিবীর কাছাকাছি ধুমকেতু নিওওয়াইজ় ৷ কলকাতা-সহ গোটা ভারত থেকে খালি চোখেই দেখা যাবে এই ধূমকেতুটিকে ৷ বিরল মহাজাগতিক এই ধূমকেতুর পোশাকি নাম নিওওয়াইজ় ৷ বৈজ্ঞানিক নাম C/2020-F-3 ৷ এই নতুন আগন্তুক প্রথম 27 মার্চ ধরা পড়ে নাসার টেলিস্কোপে ৷
মহাকাশ বিজ্ঞানীরা জানাচ্ছেন, 14 জুলাই থেকে টানা 18 দিন সূর্যাস্তের পর দেখা যাবে সূর্যমণ্ডলের এই নতুন অতিথিকে ৷ তবে সবথেকে উজ্জ্বল দেখা যাবে 14 থেকে 22 জুলাই । 22 জুলাই পৃথিবীর সবথেকে কাছে চলে আসবে নিওওয়াইজ় ৷ সেদিন পৃথিবী থেকে এর দূরত্ব হবে মাত্র 10 কোটি 30 লাখ কিলোমিটার ৷ উত্তর-পূর্ব আকাশে দেখা যাবে নিওওয়াইজ়কে ৷ এই শতাব্দীতে আর কোনও ধূমকেতুকে এত উজ্জ্বলভাবে দেখা যায়নি ৷
30 জুলাই সবথেকে বেশিক্ষণ ধরে দেখা যাবে নিওওয়াইজ়কে ৷ ওই দিন সপ্তর্ষি মণ্ডলের নীচেই অবস্থান করবে এই ধূমকেতু ৷ তবে তখন তাকে খালি চোখে দেখা যাবে না ৷ দেখতে হলে দূরবীনে চোখ রাখতেই হবে ৷ এইভাবে অগাস্ট মাস পর্যন্ত দেখা যাবে এই অতিথিকে ৷
নাসা জানাচ্ছে সৌরমণ্ডলের একেবারে শেষ প্রান্তে থাকা ওয়াটার ক্লাউড থেকে নিওওয়াজ়ের উৎপত্তি ৷ কক্ষপথে প্রবেশের পর সূর্যের তেজে ঝড়ে পড়তে থাকে এর বরফ ৷ ধূমকেতু যত এগোতে থাকে, ততই পিছনে ঝড়ে পড়তে থাকে সেই বরফগুলি ৷ সেইগুলিকে আমরা ধূমকেতুর লেজ হিসেবে দেখি ৷
তবে এবারই প্রথম নয় ৷ এর আগেও অনেক ধূমকেতু সূর্য প্রদক্ষিণে এসেছে ৷ কাউকে আমরা খালি চোখে দেখতে পেয়েছি, কেউ শুধু টেলিস্কোপেই ধরা দিয়েছে ৷ 1965 সালে দেখা গিয়েছিল ‘ ইকেয়া সাকি ’ ৷ 1986 সালে ‘হ্যালির’ ধূমকেতু ৷ 1996 সালে টেলিস্কোপে ধরা পড়েছিল ‘হায়াকাতু’ ৷ 1997 সালে খালি চোখেই দেখা গিয়েছিল ‘হেল বপ’কে ৷ 2013 সালে দেখা গিয়েছিল ধূমকেতু ‘প্যান স্টার’কে ৷
অন্য গ্রহের মাধ্যাকর্ষণ টানের ফলে মাঝে মাঝেই এই ধূমকেতুগুলি সূর্য বা অন্য গ্রহের কাছে চলে আসে ৷ কিছু কিছু ধূমকেতু ফিরে আসতে সময় লাগে প্রায় 200 বছর ৷ এই ধূমকেতুটি আমাদের কাছাকাছি আসছে প্রায় সাড়ে ছয় হাজার বছর পর ।