বসটন, 11 জুন : বস্টনে খ্রিস্টোফার কলম্বাসের মূর্তির মাথা ভাঙল প্রতিবাদকারীরা ৷ বর্ণবিদ্বেষের জেরে অ্যামেরিকায় বিক্ষোভ আন্দোলনে থাকা প্রতিবাদকারীরা এই ঘটনা ঘটায় ৷ পুলিশ জানিয়েছে, মায়ামি ও ভার্জিনিয়ার রিচমন্ডেও কলম্বাসের মূর্তি নষ্ট করা হয় ৷
গত মাসে অ্যামেরিকার মিনিয়াপলিসে এক শেতাঙ্গ পুলিশ আধিকারিকের এক কৃষ্ণাঙ্গকে খুনের ঘটনায় বিক্ষোভ শুরু হয় । বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে ৷
সংবাদমাধ্যম সূত্রে খবর, গতকাল বসটনে কলম্বাসের মূর্তিটি ভাঙার কিছুক্ষণ পরেই খবর পায় পুলিশ ৷ এরপর ঘটনাস্থানে পুলিশ পৌঁছায় ৷ এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি ৷ ঘটনার তদন্ত করছে পুলিশ ৷ বস্টনে কলম্বাসের ওই মূর্তিটি এর আগেও বহু বিতর্কে জড়িয়েছিল ৷ শহরের একেবারে মাঝামাঝি অবস্থিত মূর্তিটিতে এর আগেও বহুবার ভাঙচুরের ঘটনা ঘটেছে ৷ ঘটনাস্থানে থাকা এক মহিলা সংবাদমাধ্যমকে বলেন, এদেশের কৃষ্ণাঙ্গদের উপর অবিচার করা হয়েছে । আমি মনে করি এই আন্দোলনটি বেশ শক্তিশালী ও অত্যন্ত প্রতীকী ৷ সংবাদমাধ্যম সূত্রে খবর, বস্টনের মেয়র মারটি ওয়ালস জানায়, তিনি এই মূর্তি ভাঙচুরের ঘটনায় অত্যন্ত দুঃখিত ৷ ওই মূর্তিটি সরিয়ে ফেলার নির্দেশ দেন তিনি ৷
মায়ামিতে ওয়াটারফ্রন্ট পার্কে কলম্বাসের মূর্তিটিও নষ্ট করেছে আন্দোলনকারীরা ৷ সেখানের মূর্তিটি লাল স্প্রে রং করে লিখে দেয় ব্ল্যাক লাইফ ম্যাটারস , আওয়ার স্ট্রিট, জর্জ ফ্লয়েড ৷ ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ অন্যদিকে, ভার্জিনিয়াতেও 8 ফুটের কলম্বাসের মূর্তিটি দড়ি দিয়ে বেঁধে কাছের একটি পার্কে ফেলে দেয় প্রতিবাদকারীরা ৷