দিল্লি, 4 অগাস্ট : এই বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ(IPL)-র টাইটেল স্পনসর থেকে চিনা সংস্থা ভিভোর নাম বাদ গেল ৷ 2018 সালে পাঁচ বছরের জন্য চুক্তিতে ভিভো 2,199 কোটি টাকা দিয়েছিল ৷ কিন্তু রবিবার BCCI ঘোষণা করে জানায় সমস্ত স্পনসর অপরিবর্তিত রয়েছে ৷ শুধুমাত্র ভারত-চিন সংঘর্ষের পরিপ্রেক্ষিতে সোশাল মিডিয়ায় সমালোচনার জেরে এই সংস্থাকে বাদ দেওয়া হয়েছে ৷ রবিবার ভারতীয় ক্রিকেট বোর্ড ঘোষণা করে 2020-র IPL খেলা হবে আরব আমিরশাহীতে ৷ চলবে সেপ্টম্বরের 19 থেকে নভেম্বরের 10 পর্যন্ত ৷
লাদাখে ভারত-চিন সংঘর্ষের পর জুন মাসে চিনা সংস্থা ভিভোর সঙ্গে IPL-র চুক্তি বাতিলের আর্জি জানিয়ে BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে চিঠি দেয় চেম্বার অফ ট্রেড ইন্ডাস্ট্রি ৷ চুক্তি বাতিল না করলে IPL-সহ দেশে অনুষ্ঠিত সমস্ত আন্তর্জাতিক ম্যাচ বয়কট করার ও ডাক দেওয়া হয় ৷ চিঠিটি লিখেছিলেন CTI-এর আহ্বায়ক ব্রিজেশ গোয়েল ৷ এরপর থেকেই চিনা সংস্থার সঙ্গে চুক্তি বাতিলের দাবি জানিয়ে সরব হয় নেটিজেনরা ৷ সোশাল মিডিয়ায় আছড়ে পড়েছে ক্রিকেটপ্রেমীদের ক্ষোভ ৷ তাদের মতে, এই সিদ্ধান্তে BCCI-এর লজ্জা হওয়া উচিত ৷ অনেকেই IPL বয়কটের ডাক দিয়েছেন ৷ সোশাল মিডিয়ায় ঝড় ওঠে #BoycottIPL৷ এমনকি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখতে বলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অনুমোদিত স্বদেশী জাগরণ মঞ্চ ৷
এরপরই রবিবার 2020-র IPL-র টাইটেল স্পনসর থেকে চিনা সংস্থা ভিভোর নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় BCCI ৷ রবিবার BCCI ঘোষণা করে জানায় সমস্ত স্পনসর অপরিবর্তিত রয়েছে ৷ শুধুমাত্র ভারত-চিন সংঘর্ষের পরিপ্রেক্ষিতে সোশাল মিডিয়ায় সমালোচনার জেরে ওই সংস্থাকে বাদ দেওয়া হয়েছে ৷