ETV Bharat / bharat

দেশে তিন ও দুই চাকা চালাতে হবে বিদ্যুতে, সময়সীমা 2025

দেশে জ্বালানি তেলে চলা টু-হুইলার ও থ্রি-হুইলারের উৎপাদন পুরোপুরি বন্ধ করে দেওয়ার প্রস্তাব দিয়েছে নীতি আয়োগ । প্রস্তাব অনুসারে জ্বালানি তেলের বদলে বিদ্যুৎ চালিত টু-হুইলার ও থ্রি-হুইলার উৎপাদন করতে হবে ।

দেশে তিন ও দুই চাকা চালাতে হবে বিদ্যুতে, সময়সীমা 2025
author img

By

Published : Jun 22, 2019, 6:07 PM IST

দিল্লি, 22 জুন : দূষণ নিয়ন্ত্রণে বড় সিদ্ধান্ত নিতে চলেছে নীতি আয়োগ । দেশে জ্বালানি তেলে চলা টু-হুইলার ও থ্রি-হুইলারের উৎপাদন পুরোপুরি বন্ধ করে দেওয়ার প্রস্তাব দিয়েছে তারা । প্রস্তাব অনুসারে জ্বালানি তেলের বদলে বিদ্যুৎ চালিত টু-হুইলার ও থ্রি-হুইলার উৎপাদন করতে হবে ।

দেশে তিন ও দুই চাকা চালাতে হবে বিদ্যুতে, সময়সীমা 2025
দেশে তিন ও দুই চাকা চালাতে হবে বিদ্যুতে, সময়সীমা 2025

প্রস্তাব অনুসারে, 2023 সালের মধ্যে জ্বালানি তেলে চলা 3 চাকার গাড়ির উৎপাদন বন্ধ করে বিদ্যুৎ চালিত গাড়ির উৎপাদন করতে হবে । 150 cc-র কম ক্ষমতার টু-হুইলারের ক্ষেত্রে এই সময়সীমা 2025 সাল । এই বিষয়ে গাড়ি সংস্থাগুলিকে দু'সপ্তাহের মধ্যে তাদের পরিকল্পনা জানাতে দির্দেশ দিয়েছে নীতি আয়োগ ।

দূষণ নিয়ন্ত্রণে গাড়ি সংস্থাগুলি পদক্ষেপ না নিলে আইন অনুয়ায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নীতি আয়োগ । এই বিষয়ে এক সরকারি আধিকারিক সংবাদমাধ্যমকে বলেন, "দেশে বিদ্যুতচালিত গাড়ির প্রচলন বাড়াতে গেলে নির্দিষ্ট সরকারি নীতি তৈরি করা প্রয়োজন । দেশের 14-15টি অতি দূষিত শহরে ওই ব্যবস্থা করা না গেলে পরবর্তীতে আদালত ব্যবস্থা নেবে ।"

গতকাল দেশের দু-চাকা ও তিন চাকার গাড়ি উত্পাদনকারী সংস্থাগুলির সঙ্গে বৈঠকে বসেছিল নীতি আয়োগ । বৈঠকে যোগ দেন বাজাজ অটো, TVS মোটর, হন্ডা মোটর সাইকেলস অ্যান্ড স্কুটার ইন্ডিয়ার প্রতিনিধিরা । এছাড়া ছিলেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার ও CEO অমিতাভ কান্ত ।

এদিকে সূত্রের খবর, দেশে বিদ্যুতচালিত গাড়ির উৎপাদন নিয়ে নির্মাতা সংস্থাগুলির মধ্যে মতবিরোধ রয়েছে ।

দিল্লি, 22 জুন : দূষণ নিয়ন্ত্রণে বড় সিদ্ধান্ত নিতে চলেছে নীতি আয়োগ । দেশে জ্বালানি তেলে চলা টু-হুইলার ও থ্রি-হুইলারের উৎপাদন পুরোপুরি বন্ধ করে দেওয়ার প্রস্তাব দিয়েছে তারা । প্রস্তাব অনুসারে জ্বালানি তেলের বদলে বিদ্যুৎ চালিত টু-হুইলার ও থ্রি-হুইলার উৎপাদন করতে হবে ।

দেশে তিন ও দুই চাকা চালাতে হবে বিদ্যুতে, সময়সীমা 2025
দেশে তিন ও দুই চাকা চালাতে হবে বিদ্যুতে, সময়সীমা 2025

প্রস্তাব অনুসারে, 2023 সালের মধ্যে জ্বালানি তেলে চলা 3 চাকার গাড়ির উৎপাদন বন্ধ করে বিদ্যুৎ চালিত গাড়ির উৎপাদন করতে হবে । 150 cc-র কম ক্ষমতার টু-হুইলারের ক্ষেত্রে এই সময়সীমা 2025 সাল । এই বিষয়ে গাড়ি সংস্থাগুলিকে দু'সপ্তাহের মধ্যে তাদের পরিকল্পনা জানাতে দির্দেশ দিয়েছে নীতি আয়োগ ।

দূষণ নিয়ন্ত্রণে গাড়ি সংস্থাগুলি পদক্ষেপ না নিলে আইন অনুয়ায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নীতি আয়োগ । এই বিষয়ে এক সরকারি আধিকারিক সংবাদমাধ্যমকে বলেন, "দেশে বিদ্যুতচালিত গাড়ির প্রচলন বাড়াতে গেলে নির্দিষ্ট সরকারি নীতি তৈরি করা প্রয়োজন । দেশের 14-15টি অতি দূষিত শহরে ওই ব্যবস্থা করা না গেলে পরবর্তীতে আদালত ব্যবস্থা নেবে ।"

গতকাল দেশের দু-চাকা ও তিন চাকার গাড়ি উত্পাদনকারী সংস্থাগুলির সঙ্গে বৈঠকে বসেছিল নীতি আয়োগ । বৈঠকে যোগ দেন বাজাজ অটো, TVS মোটর, হন্ডা মোটর সাইকেলস অ্যান্ড স্কুটার ইন্ডিয়ার প্রতিনিধিরা । এছাড়া ছিলেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার ও CEO অমিতাভ কান্ত ।

এদিকে সূত্রের খবর, দেশে বিদ্যুতচালিত গাড়ির উৎপাদন নিয়ে নির্মাতা সংস্থাগুলির মধ্যে মতবিরোধ রয়েছে ।

New Delhi, June 21 (ANI): Embassy of the United States of America performed yoga on 5th International Yoga Day in Delhi on Friday. They performed various 'asanas' in the event. International Yoga Day is celebrated on June 21, every year.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.