দিল্লি, 22 জুন : দূষণ নিয়ন্ত্রণে বড় সিদ্ধান্ত নিতে চলেছে নীতি আয়োগ । দেশে জ্বালানি তেলে চলা টু-হুইলার ও থ্রি-হুইলারের উৎপাদন পুরোপুরি বন্ধ করে দেওয়ার প্রস্তাব দিয়েছে তারা । প্রস্তাব অনুসারে জ্বালানি তেলের বদলে বিদ্যুৎ চালিত টু-হুইলার ও থ্রি-হুইলার উৎপাদন করতে হবে ।
প্রস্তাব অনুসারে, 2023 সালের মধ্যে জ্বালানি তেলে চলা 3 চাকার গাড়ির উৎপাদন বন্ধ করে বিদ্যুৎ চালিত গাড়ির উৎপাদন করতে হবে । 150 cc-র কম ক্ষমতার টু-হুইলারের ক্ষেত্রে এই সময়সীমা 2025 সাল । এই বিষয়ে গাড়ি সংস্থাগুলিকে দু'সপ্তাহের মধ্যে তাদের পরিকল্পনা জানাতে দির্দেশ দিয়েছে নীতি আয়োগ ।
দূষণ নিয়ন্ত্রণে গাড়ি সংস্থাগুলি পদক্ষেপ না নিলে আইন অনুয়ায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নীতি আয়োগ । এই বিষয়ে এক সরকারি আধিকারিক সংবাদমাধ্যমকে বলেন, "দেশে বিদ্যুতচালিত গাড়ির প্রচলন বাড়াতে গেলে নির্দিষ্ট সরকারি নীতি তৈরি করা প্রয়োজন । দেশের 14-15টি অতি দূষিত শহরে ওই ব্যবস্থা করা না গেলে পরবর্তীতে আদালত ব্যবস্থা নেবে ।"
গতকাল দেশের দু-চাকা ও তিন চাকার গাড়ি উত্পাদনকারী সংস্থাগুলির সঙ্গে বৈঠকে বসেছিল নীতি আয়োগ । বৈঠকে যোগ দেন বাজাজ অটো, TVS মোটর, হন্ডা মোটর সাইকেলস অ্যান্ড স্কুটার ইন্ডিয়ার প্রতিনিধিরা । এছাড়া ছিলেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার ও CEO অমিতাভ কান্ত ।
এদিকে সূত্রের খবর, দেশে বিদ্যুতচালিত গাড়ির উৎপাদন নিয়ে নির্মাতা সংস্থাগুলির মধ্যে মতবিরোধ রয়েছে ।