ETV Bharat / bharat

INX মামলায় ধাক্কা খেলেও এয়ারসেল-ম্যাক্সিসে স্বস্তি চিদম্বরমের

author img

By

Published : Sep 5, 2019, 2:36 PM IST

এয়ারসেল-ম্যাক্সিস মামলায় চিদম্বরমের আগাম জামিনের আবেদন মঞ্জুর করে নেয় সুপ্রিম কোর্ট । এর আগে আজ সকালে পৃথক একটি আবেদনে INX মিডিয়া মামলায় ED-র গ্রেপ্তারি থেকে আগাম জামিন চাইলেও সেই আবেদন নাকচ করে দিয়েছিল শীর্ষ আদালত ।

INX মামলায় ধাক্কা খেলেও এয়ারসেল-ম্যাক্সিসে স্বস্তি চিদম্বরমের

দিল্লি, 5 সেপ্টেম্বর : INX মামলায় ধাক্কা খেলেও প্রাক্তন অর্থমন্ত্রী চিদম্বরম স্বস্তি পেলেন এয়ারসেল-ম্যাক্সিস মামলায় । সুপ্রিম কোর্টে এই মামলা সংক্রান্ত চিদম্বরমের আগাম জামিনের আবেদন মঞ্জুর করে নেয় সুপ্রিম কোর্ট । চিদম্বরমের পাশাপাশি তাঁর ছেলে কার্তিকেও এই মামলায় আগাম জামিন দেয় আদালত । এর আগে আজ সকালে পৃথক একটি আবেদনে INX মিডিয়া মামলায় ED-র গ্রেপ্তারি থেকে আগাম জামিন চাইলেও সেই আবেদন নাকচ করে দিয়েছিল শীর্ষ আদালত ।

INX মিডিয়া মামলায় গত 15 দিন ধরে CBI হেপাজতে রয়েছেন চিদম্বরম । চিদম্বরমের বিরুদ্ধে এয়ারসেল-ম্যাক্সিস মামলায় আর্থিক অনিয়মের অভিযোগ করে ED ও CBI । এয়ারসেল-ম্যাক্সিসে 2006 সালে 800 মিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগের ছাড়পত্র দেন তৎকালীন অর্থমন্ত্রী চিদম্বরম । প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত কমিটি থেকে এ বিষয়ে অনুমোদনের কথা থাকলেও অর্থমন্ত্রক থেকে অবৈধভাবে অনুমতি দেওয়া হয় বলে দাবি CBI-এর ।

এদিকে আজ সকালে INX মিডিয়া মামলায় চিদম্বরমের আগাম জামিনের আবেদন খারিজ করে শীর্ষ আদালত বলে, "অর্থনৈতিক অপরাধের ক্ষেত্রে আগাম জামিনের বিষয়টি ভেবেচিন্তে প্রয়োগ করা উচিত । ঘটনা ও বর্তমান পরিস্থিতি বিবেচনা করে মনে হচ্ছে এই মামলাটির ক্ষেত্রে আবেদনকারীকে আগাম জামিন দেওয়া উচিত নয় ।"

INX মিডিয়া সংক্রান্ত মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পি চিদম্বরমের বিরুদ্ধে অর্থ তছরুপের অভিযোগ আনে । যার ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত করছে CBI । শীর্ষ আদালত বলে যে, তদন্তকারী সংস্থাকে তদন্ত পরিচালনার জন্য পর্যাপ্ত স্বাধীনতা দিতে হবে । তদন্ত শুরুর এই পর্যায়ে যদি আগাম জামিন দেওয়া হয় তবে তদন্ত প্রভাবিত হতে পারে বা বাধা পেতে পারে । তবে সেই মামলায় আগাম জামিন না পেলেও এয়ারসেল-ম্যাক্সিস মামলায় শার্ষ আদালত স্বস্তি দিল চিদম্বরমকে ।

দিল্লি, 5 সেপ্টেম্বর : INX মামলায় ধাক্কা খেলেও প্রাক্তন অর্থমন্ত্রী চিদম্বরম স্বস্তি পেলেন এয়ারসেল-ম্যাক্সিস মামলায় । সুপ্রিম কোর্টে এই মামলা সংক্রান্ত চিদম্বরমের আগাম জামিনের আবেদন মঞ্জুর করে নেয় সুপ্রিম কোর্ট । চিদম্বরমের পাশাপাশি তাঁর ছেলে কার্তিকেও এই মামলায় আগাম জামিন দেয় আদালত । এর আগে আজ সকালে পৃথক একটি আবেদনে INX মিডিয়া মামলায় ED-র গ্রেপ্তারি থেকে আগাম জামিন চাইলেও সেই আবেদন নাকচ করে দিয়েছিল শীর্ষ আদালত ।

INX মিডিয়া মামলায় গত 15 দিন ধরে CBI হেপাজতে রয়েছেন চিদম্বরম । চিদম্বরমের বিরুদ্ধে এয়ারসেল-ম্যাক্সিস মামলায় আর্থিক অনিয়মের অভিযোগ করে ED ও CBI । এয়ারসেল-ম্যাক্সিসে 2006 সালে 800 মিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগের ছাড়পত্র দেন তৎকালীন অর্থমন্ত্রী চিদম্বরম । প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত কমিটি থেকে এ বিষয়ে অনুমোদনের কথা থাকলেও অর্থমন্ত্রক থেকে অবৈধভাবে অনুমতি দেওয়া হয় বলে দাবি CBI-এর ।

এদিকে আজ সকালে INX মিডিয়া মামলায় চিদম্বরমের আগাম জামিনের আবেদন খারিজ করে শীর্ষ আদালত বলে, "অর্থনৈতিক অপরাধের ক্ষেত্রে আগাম জামিনের বিষয়টি ভেবেচিন্তে প্রয়োগ করা উচিত । ঘটনা ও বর্তমান পরিস্থিতি বিবেচনা করে মনে হচ্ছে এই মামলাটির ক্ষেত্রে আবেদনকারীকে আগাম জামিন দেওয়া উচিত নয় ।"

INX মিডিয়া সংক্রান্ত মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পি চিদম্বরমের বিরুদ্ধে অর্থ তছরুপের অভিযোগ আনে । যার ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত করছে CBI । শীর্ষ আদালত বলে যে, তদন্তকারী সংস্থাকে তদন্ত পরিচালনার জন্য পর্যাপ্ত স্বাধীনতা দিতে হবে । তদন্ত শুরুর এই পর্যায়ে যদি আগাম জামিন দেওয়া হয় তবে তদন্ত প্রভাবিত হতে পারে বা বাধা পেতে পারে । তবে সেই মামলায় আগাম জামিন না পেলেও এয়ারসেল-ম্যাক্সিস মামলায় শার্ষ আদালত স্বস্তি দিল চিদম্বরমকে ।

RESTRICTION SUMMARY: AP CLIENTS ONLY
SHOTLIST:
GOVERNMENT PRESS OFFICE HANDOUT - AP CLIENTS ONLY
Ben Gurion airport, central Israel - 5 September 2019
1. SOUNDBITE (Hebrew) Benjamin Netanyahu, Israeli Prime Minister:
"This morning we learned of another violation, more defiance, by Iran, this time in the field, of its goal of nuclear arms. This is in addition to Iran's aggressive actions against international shipping, against regional countries, and also its attempts to carry out murderous attacks against Israel, attempts that have not stopped. This is not the time to hold talks with Iran, this is the time to step up pressure on Iran. During my short visit I will discuss these and other subjects with the Prime Minister of Britain Boris Johnson and with the American Defence Minister Mark Esper. These are things that are important to Israel at any time and especially this time."
2. Various of Netanyahu and his wife Sara walking up stairs to board plane ++MUTE AT SOURCE++
STORYLINE:
Israeli Prime Minister Benjamin Netanyahu left the country on Thursday morning to travel to London to meet British Prime Minister Boris Johnson and US Defence Secretary Mark Esper.
Before boarding the plane, Netanyahu said now was not the time to hold talks with Iran, rather it was time to ratchet up pressure, as the Islamic republic appears poised to move further away from commitments to a deal reining in its nuclear program.
Netanyahu says Iran's continued violations as well as its "aggressive actions" on international shipping and its attempts to stage "murderous attacks" on Israel are the impetus for more sanctions.
Tehran is expected to take additional steps away from the 2015 nuclear accord on Friday and accelerate nuclear activities if Europe fails to provide a solution for Iran to sell its oil abroad following escalated U.S. sanctions.
President Donald Trump suggested a day earlier he was open to negotiations with Iran.
===========================================================
Clients are reminded:
(i) to check the terms of their licence agreements for use of content outside news programming and that further advice and assistance can be obtained from the AP Archive on: Tel +44 (0) 20 7482 7482 Email: info@aparchive.com
(ii) they should check with the applicable collecting society in their Territory regarding the clearance of any sound recording or performance included within the AP Television News service
(iii) they have editorial responsibility for the use of all and any content included within the AP Television News service and for libel, privacy, compliance and third party rights applicable to their Territory.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.