মেঙ্গালুরু, 17জুন : শারজাহ থেকে ম্যাঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাল বিশেষ বিমান । 168 জন যাত্রী এবং ছয়জন শিশুকে নিয়ে আজ ভারতে পৌঁছায় বিমানটি ।
এয়ার আরবিয়ার বিশেষ বিমানটির শারজাহ থেকে উড়ান শুরু হয় গত রাত 9টা 45 মিনিটে (আরবের সময়) । ম্যাঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বুধবার ভোররাত 2টো 50 মিনিটে । ব্যবসায়ী প্রবীণ শেট্টির উদ্যোগে এই বিমানের ব্যবস্থা করা হয়েছিল ।
কর্নাটক নন-রেসিডেন্ট ইন্ডিয়ান ফোরাম(KNRI)-র প্রেসিডেন্ট ছিলেন প্রবীণ । এর আগে 1 জুন তিনি বিশেষ বিমানে 181 জন যাত্রীকে ভারতে ফিরিয়েছিলেন । আরব থেকে ম্যাঙ্গালুরু ফিরেছিলেন তাঁরা ।
কর্নাটকের যারা চাকরি হারিয়ে কিংবা শারীরিক অসুস্থতা নিয়ে আরবে আটকে পড়েছিলেন, তাঁদের ফেরানোর উদ্যোগ নিয়েছেন প্রবীণ ।