ETV Bharat / bharat

RBI-এর থেকে 30 হাজার কোটি অন্তর্বর্তীকালীন লভ্যাংশ চাইতে পারে কেন্দ্র : সূত্র

author img

By

Published : Sep 30, 2019, 3:33 AM IST

আর্থিক ঘাটতির লক্ষ্যমাত্রা পূরণে RBI-এর থেকে 30 হাজার কোটি অন্তর্বর্তীকালীন লভ্যাংশ চাইতে পারে কেন্দ্র ৷ সূত্রের খবর ৷

রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

দিল্লি, 30 সেপ্টেম্বর : চলতি অর্থবর্ষে রাজকোষ ঘাটতি 3.3 শতাংশে বেঁধে রাখার লক্ষ্য নিয়েছিল কেন্দ্র ৷ কিন্তু, অর্থনীতিকে চাঙ্গা করতে একাধিক পদক্ষেপ করা হয়েছে ৷ এই পরিস্থিতিতে রাজকোষ ঘাটতির লক্ষ্যমাত্রা পূরণের জন্য রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) থেকে 30 হাজার কোটি টাকার অন্তর্বর্তীকালীন লভ্যাংশ চাইতে পারে কেন্দ্রীয় সরকার ৷ একটি সংবাদসংস্থা সূত্রে খবর ৷

এক সরকারি আধিকারিক বলেন, "প্রয়োজনে চলতি আর্থিক বছরে রিজ়ার্ভ ব্যাঙ্কের থেকে 25-30 হাজার কোটি টাকার অন্তর্বর্তীকালীন লভ্যাংশ চাইতে পারে (কেন্দ্র) সরকার ৷ " আগামী বছরের জানুয়ারিতে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান ওই আধিকারিক ৷ যদিও এবিষয়ে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক বা রিজ়ার্ভ ব্যাঙ্কের তরফে কোনও মন্তব্য করা হয়নি ৷

এই সংক্রান্ত আরও খবর : 6 বছরে সর্বনিম্ন আর্থিক বৃদ্ধির হার, নামল 5 শতাংশে

গত কয়েক বছরে দেশের অর্থনীতির গতি অনেকটা কমে গেছে । দেশের অর্থনীতিকে চাঙ্গা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার ৷ অগাস্টে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সাংবাদিক বৈঠক করে দেশের অর্থনীতির খতিয়ান তুলে ধরেন । অর্থনীতিকে চাঙ্গা করতে একগুচ্ছ পরিকল্পনা ঘোষণা করেন । যদিও দেশের GDP-র অবস্থা খারাপ, তা মানতে রাজি হননি । তাঁর ব্যাখ্যা ছিল, বিশ্বের উন্নত অর্থনীতির দেশগুলিতেও মন্দা চলছে । সেই প্রেক্ষিতে ভারতের বৃদ্ধির হার ভালো । কিন্তু, কয়েকদিন পরেই সামনে আসা মন্দার ছবিটা ৷ চলতি আর্থিক বছরের শুরুতেই দেশের GDP তথা আর্থিক বৃদ্ধির হার কমে দাঁড়ায় 5 শতাংশ ৷ যা গত 6 বছরে সর্বনিম্ন ৷ এরপর সেপ্টেম্বর দেশীয় ও নতুন উৎপাদনকারী সংস্থাগুলির জন্য কর্পোরেট কর কমানোর সিদ্ধান্ত ঘোষণা করেন অর্থমন্ত্রী ৷ সেজন্য চলতি অর্থবর্ষে কেন্দ্রীয় সরকারের ঘাড়ে বাড়তি 145 লাখ কোটি টাকার বোঝা চাপবেও বলে জানান অর্থমন্ত্রী ৷ ফলে রাজকোষ ঘাটতির লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে সংশয় তৈরি হয় ৷

এই সংক্রান্ত আরও খবর : অর্থনীতিকে চাঙ্গা করতে পদক্ষেপ, দেশীয় কম্পানিকে কর ছাড়ের ঘোষণা অর্থমন্ত্রীর

চলতি বছরের অগাস্টেই সরকারকে 1.76 লাখ কোটি টাকা হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছিল RBI ৷ এর মধ্যে উদ্বৃত্ত বাবদ 1,23,414 কোটি এবং মূলধন খাত থেকে আরও 52,637 কোটি টাকা সরকারকে দেওয়ার সিদ্ধান্ত নেয় তারা ৷ অর্থনীতিবিদদের বক্তব্য, তারপরও সরকারের গলায় আর্থিক বোঝার ফাঁস ক্রমশ চেপে বসছিল ৷ আর সেজন্যই অন্তবর্তীকালীন লভ্যাংশ চাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ৷

এই সংক্রান্ত আরও খবর : সরকারকে 1.76 লাখ কোটি টাকা হস্তান্তরের সিদ্ধান্ত RBI-র

উল্লেখ্য, অতীতেও আয়-ব্যয়ের ভারসাম্য বজায় রাখতে RBI-এর কাছ থেকে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ গত বছরে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ বাবদ 28 হাজার কোটি টাকা দিয়েছিল RBI ৷ 2017-18 সালে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ বাবদ 10 হাজার কোটি টাকা পেয়েছিল কেন্দ্র ৷ চলতি বছরের ফেব্রুয়ারিতেও অন্তর্বর্তীকালীন লভ্যাংশ বাবদ 28 হাজার কোটি টাকা কেন্দ্রের হাতে তুলে দিয়েছিল RBI ৷

এই সংক্রান্ত আরও খবর : কেন্দ্রকে ২৮ হাজার কোটি টাকা অন্তবর্তীকালীন সাহায্য RBI-র

দিল্লি, 30 সেপ্টেম্বর : চলতি অর্থবর্ষে রাজকোষ ঘাটতি 3.3 শতাংশে বেঁধে রাখার লক্ষ্য নিয়েছিল কেন্দ্র ৷ কিন্তু, অর্থনীতিকে চাঙ্গা করতে একাধিক পদক্ষেপ করা হয়েছে ৷ এই পরিস্থিতিতে রাজকোষ ঘাটতির লক্ষ্যমাত্রা পূরণের জন্য রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) থেকে 30 হাজার কোটি টাকার অন্তর্বর্তীকালীন লভ্যাংশ চাইতে পারে কেন্দ্রীয় সরকার ৷ একটি সংবাদসংস্থা সূত্রে খবর ৷

এক সরকারি আধিকারিক বলেন, "প্রয়োজনে চলতি আর্থিক বছরে রিজ়ার্ভ ব্যাঙ্কের থেকে 25-30 হাজার কোটি টাকার অন্তর্বর্তীকালীন লভ্যাংশ চাইতে পারে (কেন্দ্র) সরকার ৷ " আগামী বছরের জানুয়ারিতে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান ওই আধিকারিক ৷ যদিও এবিষয়ে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক বা রিজ়ার্ভ ব্যাঙ্কের তরফে কোনও মন্তব্য করা হয়নি ৷

এই সংক্রান্ত আরও খবর : 6 বছরে সর্বনিম্ন আর্থিক বৃদ্ধির হার, নামল 5 শতাংশে

গত কয়েক বছরে দেশের অর্থনীতির গতি অনেকটা কমে গেছে । দেশের অর্থনীতিকে চাঙ্গা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার ৷ অগাস্টে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সাংবাদিক বৈঠক করে দেশের অর্থনীতির খতিয়ান তুলে ধরেন । অর্থনীতিকে চাঙ্গা করতে একগুচ্ছ পরিকল্পনা ঘোষণা করেন । যদিও দেশের GDP-র অবস্থা খারাপ, তা মানতে রাজি হননি । তাঁর ব্যাখ্যা ছিল, বিশ্বের উন্নত অর্থনীতির দেশগুলিতেও মন্দা চলছে । সেই প্রেক্ষিতে ভারতের বৃদ্ধির হার ভালো । কিন্তু, কয়েকদিন পরেই সামনে আসা মন্দার ছবিটা ৷ চলতি আর্থিক বছরের শুরুতেই দেশের GDP তথা আর্থিক বৃদ্ধির হার কমে দাঁড়ায় 5 শতাংশ ৷ যা গত 6 বছরে সর্বনিম্ন ৷ এরপর সেপ্টেম্বর দেশীয় ও নতুন উৎপাদনকারী সংস্থাগুলির জন্য কর্পোরেট কর কমানোর সিদ্ধান্ত ঘোষণা করেন অর্থমন্ত্রী ৷ সেজন্য চলতি অর্থবর্ষে কেন্দ্রীয় সরকারের ঘাড়ে বাড়তি 145 লাখ কোটি টাকার বোঝা চাপবেও বলে জানান অর্থমন্ত্রী ৷ ফলে রাজকোষ ঘাটতির লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে সংশয় তৈরি হয় ৷

এই সংক্রান্ত আরও খবর : অর্থনীতিকে চাঙ্গা করতে পদক্ষেপ, দেশীয় কম্পানিকে কর ছাড়ের ঘোষণা অর্থমন্ত্রীর

চলতি বছরের অগাস্টেই সরকারকে 1.76 লাখ কোটি টাকা হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছিল RBI ৷ এর মধ্যে উদ্বৃত্ত বাবদ 1,23,414 কোটি এবং মূলধন খাত থেকে আরও 52,637 কোটি টাকা সরকারকে দেওয়ার সিদ্ধান্ত নেয় তারা ৷ অর্থনীতিবিদদের বক্তব্য, তারপরও সরকারের গলায় আর্থিক বোঝার ফাঁস ক্রমশ চেপে বসছিল ৷ আর সেজন্যই অন্তবর্তীকালীন লভ্যাংশ চাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ৷

এই সংক্রান্ত আরও খবর : সরকারকে 1.76 লাখ কোটি টাকা হস্তান্তরের সিদ্ধান্ত RBI-র

উল্লেখ্য, অতীতেও আয়-ব্যয়ের ভারসাম্য বজায় রাখতে RBI-এর কাছ থেকে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ গত বছরে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ বাবদ 28 হাজার কোটি টাকা দিয়েছিল RBI ৷ 2017-18 সালে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ বাবদ 10 হাজার কোটি টাকা পেয়েছিল কেন্দ্র ৷ চলতি বছরের ফেব্রুয়ারিতেও অন্তর্বর্তীকালীন লভ্যাংশ বাবদ 28 হাজার কোটি টাকা কেন্দ্রের হাতে তুলে দিয়েছিল RBI ৷

এই সংক্রান্ত আরও খবর : কেন্দ্রকে ২৮ হাজার কোটি টাকা অন্তবর্তীকালীন সাহায্য RBI-র

AP Video Delivery Log - 2000 GMT News
Sunday, 29 September, 2019
Here is a roundup of Associated Press video content which has been sent to customers in the last hour. These items are available to access now on Media Port and Video Hub. Please note, customers will receive stories only if subscribed to the relevant product.
AP-APTN-1949: US MT Snow MANDATORY ON-SCREEN CREDIT 'KRTV,' NO ACCESS GREAT FALLS, NO ACCESS US NETWORKS 4232376
Early storm dumps record snowfall on Montana
AP-APTN-1837: STILLS France Chirac AP Clients Only 4232374
Chirac's daughter among the mourners in Paris
AP-APTN-1833: Austria Kurz 2 AP Clients Only 4232372
Kurz thanks voters for 'amazing result' in Austria
AP-APTN-1813: UK Sheep AP Clients Only 4232370
Sheep driven across London in 800-yr-old tradition
AP-APTN-1808: Austria Kurz AP Clients Only 4232369
Kurz tops exit polls in Austria snap poll
To opt-in to receive AP’s video updates (content alerts, outlooks, etc) via email, please register via http://discover.ap.org/Signup-for-APvideoalert
If you have a video coverage enquiry, please contact the Customer Desk (available 24/7) – customerdesk@ap.org
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.