ETV Bharat / bharat

আধার-প্যান সংযুক্তিকরণের সময়সীমা বেড়ে 31 ডিসেম্বর - প্যান কার্ড

যদিও 1 এপ্রিল থেকে আয়কর রিটার্ন ফাইল করার ক্ষেত্রে আধার লিঙ্ক বাধ্যতামূলক । আয়করদাতাদের ক্ষেত্রে আধার বা প্যান যে কোনও একটি থাকলেই হবে, জানিয়েছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন নিজেই ৷

যদিও 1 এপ্রিল থেকে আয়কর রিটার্ন ফাইল করার ক্ষেত্রে আধার লিঙ্ক বাধ্যতামূলক । আয়করদাতাদের ক্ষেত্রে আধার বা প্যান যে কোনও একটি থাকলেই হবে, জানিয়েছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন নিজেই ৷
author img

By

Published : Sep 28, 2019, 8:43 PM IST

দিল্লি, 28 সেপ্টেম্বর : আধার-প্যান সংযুক্তিকরণের সময়সীমা বাড়ল আরও কিছুদিন ৷ এবার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের সংযুক্তিকরণের সময়সীমা 31 ডিসেম্বর পর্যন্ত বাড়াল কেন্দ্র ৷

এর আগে 31 সেপ্টেম্বর পর্যন্ত প্যান-আধার সংযোগের শেষ দিন ছিল ৷ এবার 31 ডিসেম্বরের মধ্যে প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক করা না হলে প্যান কার্ড বাতিল হয়ে যাবে ৷ গত বছর জুনে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল, 2019 সালের 31 মার্চের মধ্যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাতে হবে । সেই মতো 31 সেপ্টেম্বর শেষদিন ছিল । তবে আজই ফের সময়সীমা বাড়ানো হল ।

প্রথমে আয়কর দপ্তরের ই-ফাইলিং পোর্টাল https://incometaxindiaefiling.gov.in/e-FillingGS/services/AadharPreLoginstatus.html-এ লগ ইন করতে হবে । হোম পেজেই সবার উপরে আধার নম্বর লিঙ্ক করার অপশনটি দেখতে পাওয়া যাবে ৷ যদিও 1 এপ্রিল থেকে আয়কর রিটার্ন ফাইল করার ক্ষেত্রে আধার লিঙ্ক বাধ্যতামূলক । আয়করদাতাদের ক্ষেত্রে আধার বা প্যান যে কোনও একটি থাকলেই হবে, জানিয়েছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন নিজেই ৷

দিল্লি, 28 সেপ্টেম্বর : আধার-প্যান সংযুক্তিকরণের সময়সীমা বাড়ল আরও কিছুদিন ৷ এবার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের সংযুক্তিকরণের সময়সীমা 31 ডিসেম্বর পর্যন্ত বাড়াল কেন্দ্র ৷

এর আগে 31 সেপ্টেম্বর পর্যন্ত প্যান-আধার সংযোগের শেষ দিন ছিল ৷ এবার 31 ডিসেম্বরের মধ্যে প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক করা না হলে প্যান কার্ড বাতিল হয়ে যাবে ৷ গত বছর জুনে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল, 2019 সালের 31 মার্চের মধ্যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাতে হবে । সেই মতো 31 সেপ্টেম্বর শেষদিন ছিল । তবে আজই ফের সময়সীমা বাড়ানো হল ।

প্রথমে আয়কর দপ্তরের ই-ফাইলিং পোর্টাল https://incometaxindiaefiling.gov.in/e-FillingGS/services/AadharPreLoginstatus.html-এ লগ ইন করতে হবে । হোম পেজেই সবার উপরে আধার নম্বর লিঙ্ক করার অপশনটি দেখতে পাওয়া যাবে ৷ যদিও 1 এপ্রিল থেকে আয়কর রিটার্ন ফাইল করার ক্ষেত্রে আধার লিঙ্ক বাধ্যতামূলক । আয়করদাতাদের ক্ষেত্রে আধার বা প্যান যে কোনও একটি থাকলেই হবে, জানিয়েছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন নিজেই ৷

Mumbai, Sep 28 (ANI): Bollywood actress Neha Dhupia and Soha Ali Khan were spotted outside a restaurant in Mumbai on September 27. Director Abhishek Kapoor's wife Pragya Yadav also accompanied the two actresses. They were spotted in Worli Village area of Mumbai. Soha Ali Khan was looking elegant in black top paired up with check mid-length pencil skirt. Neha Dhupia was seen wearing black and white attire.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.