ETV Bharat / bharat

কলকাতা পোর্ট ট্রাস্টের নতুন নাম শ্যামাপ্রসাদ মুখার্জি ট্রাস্ট, অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার

কলকাতা বন্দরের নতুন নাম শ্যামাপ্রসাদ মুখার্জি । চলতি বছরের জানুয়ারিতে সেকথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী । আজ তাতে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা ।

Prakash Javdekar
প্রকাশ জাভড়েকর
author img

By

Published : Jun 3, 2020, 6:32 PM IST

দিল্লি, 3 জুন : চলতি বছরের জানুয়ারিতে রাজ্যে এসে কলকাতা বন্দরের নাম পরিবর্তনের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । জানিয়েছিলেন, নতুন নাম হবে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট । আজ তাতে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা ।

সাংবাদিক বৈঠক করে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের বিষয়টি ঘোষণা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর । তিনি বলেন, "শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কেন্দ্রের মন্ত্রী ছিলেন । কাশ্মীরে তিনি শহিদ হন । কলকাতা বন্দরের নাম পরিবর্তনের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তাই আজ আমরা বন্দরের নাম পরিবর্তন করলাম । "

12 জানুয়ারি কলকাতা পোর্ট ট্রাস্টের 150 বছর উপলক্ষ্যে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদি । নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বক্তৃতা দেওয়ার সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানের কথা উল্লেখ করেন । তারপরই তিনি বলেন, "কলকাতা বন্দরের নাম পরিবর্তন করে রাখা হল শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট"

দিল্লি, 3 জুন : চলতি বছরের জানুয়ারিতে রাজ্যে এসে কলকাতা বন্দরের নাম পরিবর্তনের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । জানিয়েছিলেন, নতুন নাম হবে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট । আজ তাতে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা ।

সাংবাদিক বৈঠক করে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের বিষয়টি ঘোষণা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর । তিনি বলেন, "শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কেন্দ্রের মন্ত্রী ছিলেন । কাশ্মীরে তিনি শহিদ হন । কলকাতা বন্দরের নাম পরিবর্তনের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তাই আজ আমরা বন্দরের নাম পরিবর্তন করলাম । "

12 জানুয়ারি কলকাতা পোর্ট ট্রাস্টের 150 বছর উপলক্ষ্যে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদি । নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বক্তৃতা দেওয়ার সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানের কথা উল্লেখ করেন । তারপরই তিনি বলেন, "কলকাতা বন্দরের নাম পরিবর্তন করে রাখা হল শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.