ETV Bharat / bharat

MTNL-এর সঙ্গে মিলিয়ে ধুঁকতে থাকা BSNL-কে বাঁচানোর চেষ্টা কেন্দ্রের - রবিশংকর প্রসাদ

আজ মন্ত্রিসভায় বৈঠকের পর কেন্দ্রের সিদ্ধান্তের কথা জানান টেলিকম মন্ত্রী রবিশংকর প্রসাদ ৷ কেন্দ্রীয় মন্ত্রী জানান, BSNL-কে পুনরুজ্জীবিত করতে প্রায় তিরিশ হাজার কোটি টাকার বিশেষ প্যাকেজ বরাদ্দ করা হয়েছে ৷ পাশাপাশি, বন্ডের মাধ্যমে 15000 কোটি টাকা বাজার থেকে তুলবে সরকার । এবং 38000 কোটি টাকার সম্পত্তি বিক্রি করা হবে ৷ একই সঙ্গে, 4জি স্পেকট্রামের সুবিধা দেওয়ার কথাও যে সরকারের ভাবনাচিন্তার মধ্যে রয়েছে, তাও জানান কেন্দ্রীয় মন্ত্রী ৷

ravi sankar
author img

By

Published : Oct 23, 2019, 6:20 PM IST

দিল্লি, 23 অক্টোবর : আর্থিক সংকটের ধাক্কা সামলাতে দেশের বেশ কয়েকটি ব্যাঙ্ককে সংযুক্তির সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার ৷ এবার সেই পথে হেঁটেই ধুঁকতে থাকা BSNL-কে বাঁচাতে সংযুক্তির সিদ্ধান্ত নিল কেন্দ্র ৷ আজ কেন্দ্রীয় মন্ত্রিসভা BSNL এবং MTNL-এর সংযুক্তিকরণের সিদ্ধান্ত ঘোষণা করে ৷ পাশাপাশি, রীতিমতো অস্তিত্ব সংকটে ভুগতে থাকা BSNL-কে বাঁচাতে চার দফা পরিকল্পনার কথাও ঘোষণা করা হয়েছে ৷ এ দিন কেন্দ্রীয় মন্ত্রিসভা স্পষ্ট করেছে, BSNL-এর বিলগ্নীকরণের কোনও পরিকল্পনা সরকারের নেই ৷

আজ মন্ত্রিসভায় বৈঠকের পর কেন্দ্রের সিদ্ধান্তের কথা জানান টেলিকম মন্ত্রী রবিশংকর প্রসাদ ৷ কেন্দ্রীয় মন্ত্রী জানান, BSNL-কে পুনরুজ্জীবিত করতে প্রায় তিরিশ হাজার কোটি টাকার বিশেষ প্যাকেজ বরাদ্দ করা হয়েছে ৷ পাশাপাশি, বন্ডের মাধ্যমে 15000 কোটি টাকা বাজার থেকে তুলবে সরকার । এবং 38000 কোটি টাকার সম্পত্তি বিক্রি করা হবে ৷ একই সঙ্গে, 4জি স্পেকট্রামের সুবিধা দেওয়ার কথাও যে সরকারের ভাবনাচিন্তার মধ্যে রয়েছে, তাও জানান কেন্দ্রীয় মন্ত্রী ৷

মন্ত্রী আরও বলেন, “সরকার, BSNL এবং MTNL বন্ধ করে দিচ্ছে না বা শেয়ার ছেড়ে দিচ্ছে না৷” টেলিকম ক্ষেত্রে তীব্র প্রতিযোগিতায় পিছিয়ে থাকার কারণে চরম আর্থিক সংকটে ভুগছে BSNL এবং MTNL । সে জন্যই এই ঘোষণা কেন্দ্রীয় সরকারের । একই সঙ্গে, রবিশঙ্কর প্রসাদ জানান, দুই সংস্থার কর্মীদের জন্য আকর্ষণীয় স্বেচ্ছাবসর প্রকল্প চালু করা হবে ।

কিছুদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বাধীন মন্ত্রিগোষ্ঠীর সুপারিশের পরেও সংস্থার পুনরুজ্জীবন নিয়ে একগুচ্ছ আপত্তি তুলেছিল অর্থ মন্ত্রক । প্রধানমন্ত্রীর দপ্তরও ভারপ্রাপ্ত উচ্চ পর্যায়ের কমিটির কাছে জানতে চায় আর্থিক সংকটে জর্জরিত BSNL এবং MTNL-কে চাঙ্গা করা আদৌ সম্ভব কি না । আর এ সবের জেরে বাজারে জল্পনা ছড়ায়, কেন্দ্র BSNL বন্ধ করার কথা ভাবছে । তার পরেই কর্মী ও অফিসারদের সংগঠনগুলি বিষয়টি তাঁদের কাছে খোলসা করার দাবি তোলে । BSNL এক বিবৃতিতে জানায়, স্বেচ্ছাবসর প্রকল্প (ভিআরএস), 4জি স্পেকট্রাম দেওয়া, সম্পত্তি বেচে আয় বাড়ানোর অনুমোদন দিয়ে সংস্থাকে পুনরুজ্জীবিত করার কথা বিবেচনা করছে সরকার । তারপর আজ কেন্দ্রীয় মন্ত্রিসভা এ বিষয়ে ছাড়পত্র দিল ৷

দিল্লি, 23 অক্টোবর : আর্থিক সংকটের ধাক্কা সামলাতে দেশের বেশ কয়েকটি ব্যাঙ্ককে সংযুক্তির সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার ৷ এবার সেই পথে হেঁটেই ধুঁকতে থাকা BSNL-কে বাঁচাতে সংযুক্তির সিদ্ধান্ত নিল কেন্দ্র ৷ আজ কেন্দ্রীয় মন্ত্রিসভা BSNL এবং MTNL-এর সংযুক্তিকরণের সিদ্ধান্ত ঘোষণা করে ৷ পাশাপাশি, রীতিমতো অস্তিত্ব সংকটে ভুগতে থাকা BSNL-কে বাঁচাতে চার দফা পরিকল্পনার কথাও ঘোষণা করা হয়েছে ৷ এ দিন কেন্দ্রীয় মন্ত্রিসভা স্পষ্ট করেছে, BSNL-এর বিলগ্নীকরণের কোনও পরিকল্পনা সরকারের নেই ৷

আজ মন্ত্রিসভায় বৈঠকের পর কেন্দ্রের সিদ্ধান্তের কথা জানান টেলিকম মন্ত্রী রবিশংকর প্রসাদ ৷ কেন্দ্রীয় মন্ত্রী জানান, BSNL-কে পুনরুজ্জীবিত করতে প্রায় তিরিশ হাজার কোটি টাকার বিশেষ প্যাকেজ বরাদ্দ করা হয়েছে ৷ পাশাপাশি, বন্ডের মাধ্যমে 15000 কোটি টাকা বাজার থেকে তুলবে সরকার । এবং 38000 কোটি টাকার সম্পত্তি বিক্রি করা হবে ৷ একই সঙ্গে, 4জি স্পেকট্রামের সুবিধা দেওয়ার কথাও যে সরকারের ভাবনাচিন্তার মধ্যে রয়েছে, তাও জানান কেন্দ্রীয় মন্ত্রী ৷

মন্ত্রী আরও বলেন, “সরকার, BSNL এবং MTNL বন্ধ করে দিচ্ছে না বা শেয়ার ছেড়ে দিচ্ছে না৷” টেলিকম ক্ষেত্রে তীব্র প্রতিযোগিতায় পিছিয়ে থাকার কারণে চরম আর্থিক সংকটে ভুগছে BSNL এবং MTNL । সে জন্যই এই ঘোষণা কেন্দ্রীয় সরকারের । একই সঙ্গে, রবিশঙ্কর প্রসাদ জানান, দুই সংস্থার কর্মীদের জন্য আকর্ষণীয় স্বেচ্ছাবসর প্রকল্প চালু করা হবে ।

কিছুদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বাধীন মন্ত্রিগোষ্ঠীর সুপারিশের পরেও সংস্থার পুনরুজ্জীবন নিয়ে একগুচ্ছ আপত্তি তুলেছিল অর্থ মন্ত্রক । প্রধানমন্ত্রীর দপ্তরও ভারপ্রাপ্ত উচ্চ পর্যায়ের কমিটির কাছে জানতে চায় আর্থিক সংকটে জর্জরিত BSNL এবং MTNL-কে চাঙ্গা করা আদৌ সম্ভব কি না । আর এ সবের জেরে বাজারে জল্পনা ছড়ায়, কেন্দ্র BSNL বন্ধ করার কথা ভাবছে । তার পরেই কর্মী ও অফিসারদের সংগঠনগুলি বিষয়টি তাঁদের কাছে খোলসা করার দাবি তোলে । BSNL এক বিবৃতিতে জানায়, স্বেচ্ছাবসর প্রকল্প (ভিআরএস), 4জি স্পেকট্রাম দেওয়া, সম্পত্তি বেচে আয় বাড়ানোর অনুমোদন দিয়ে সংস্থাকে পুনরুজ্জীবিত করার কথা বিবেচনা করছে সরকার । তারপর আজ কেন্দ্রীয় মন্ত্রিসভা এ বিষয়ে ছাড়পত্র দিল ৷

New Delhi, Oct 23 (ANI): While addressing a press conference in the national capital on October 23, the Director General of Indo-Tibetan Border Police (ITBP) SS Deswal said, "In the last five years, we have increased the total number of Border Out Posts (BOPs) by 25. This year we will conduct a survey of the border from the northwest point starting from Karakorum up to Myanmar border to assess how many more BOPs can be setup." "Currently, we have 180 Border Out Posts (BOPs) and soon new BOPs will be added," ITBP DG added.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.