ETV Bharat / bharat

GDP- হার কমে যাওয়াই হল BJP-র আচ্ছে দিন : চিদম্বরম - কেন্দ্রকে সরাসরি আক্রমণ করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম

105 দিন পর জামিনে মুক্তি পেয়েছেন পি চিদম্বরম ৷ এরপরই আজ প্রথম সাংবাদিক বৈঠক করেন তিনি ৷ দেশের অর্থনৈতিক মন্দা নিয়ে একাধিক কথা বললেন সাংবাদিক বৈঠকে ৷ চিদম্বরম বলেন, "সরকার ভুল করছে ৷ আসলে BJP-র কাছে GDP- হার কমে যাওয়াই হল আচ্ছে দিন ৷"

chidambaram
chidambaram
author img

By

Published : Dec 5, 2019, 2:39 PM IST

দিল্লি , 5 ডিসেম্বর : পরিকল্পনা ছাড়াই কাজ করে কেন্দ্রীয় সরকার ৷ তাদের প্রতিটি পদক্ষেপই ভুল ৷ GDP- হার কমে যাওয়াই হল BJP-র কাছে আচ্ছে দিন ৷ দেশের অর্থনৈতিক মন্দা নিয়ে এভাবেই কেন্দ্রীয় সরকারকে সরাসরি আক্রমণ করলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম ৷

105 দিন পর জামিনে মুক্তি পেয়েছেন চিদম্বরম ৷ এরপর আজ সাংবাদিক বৈঠক করেন তিনি ৷ দেশের অর্থনৈতিক মন্দা নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন ৷ বলেন, "সরকার ভুল করছে ৷ আমি আবার বলছি সরকার ভুল করছে ৷ সঠিক পরিকল্পনা ছাড়াই পদক্ষেপ করে বলেই বারবার ভুল করে তারা ৷ যদিও প্রধানমন্ত্রী দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে কোনও বাক্য ব্যয় করেন না ৷ আসলে BJP-র কাছে GDP- হার কমে যাওয়াই হল আচ্ছে দিন ৷" চিদম্বরমের মতে, অর্থনৈতিক মন্দা থেকে দেশকে উদ্ধার করতে পারেনি কেন্দ্রীয় সরকার ৷ তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে ৷

চিদম্বরম আরও বলেন, "আমরা নিজেদের ভাগ্যবান বলে মনে করব, যদি বছরের শেষে আর্থিক বৃদ্ধি 5 শতাংশ স্পর্শ করে ৷ আমার অনুরোধ ড. অরবিন্দ সুব্রমনিয়ানের কথা মনে রাখবেন ৷ এই আর্থিক বৃদ্ধি 5 শতাংশ নাও হতে পারে ৷ তা 1.5 শতাংশেরও কম হতে পারে ৷ "এর আগে সংসদে যান চিদম্বরম ৷ সেখানে তিনি সাংবাদিকদের বলেন , "সংসদে আমার কণ্ঠরোধ করতে পারবে না কেন্দ্রীয় সরকার ৷ "

গতকাল জামিনে ছাড়া পাওয়ার পর কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে যান চিদম্বরম ৷ 105 দিন পর INX মিডিয়া মামলায় 2 লাখ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন তিনি । এই 105 দিন তিনি অধিকাংশ সময় দিল্লির তিহার জেলে কাটিয়েছেন । সুপ্রিম কোর্ট তাঁকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে । জামিন পেলেও বিদেশে যেতে পারবেন না চিদম্বরম ৷ তাঁকে শীর্ষ আদালত সেই অনুমতি দেয়নি । জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে যে কোনও সময় ডাকলে তদন্তকারীদের সামনে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।

দিল্লি , 5 ডিসেম্বর : পরিকল্পনা ছাড়াই কাজ করে কেন্দ্রীয় সরকার ৷ তাদের প্রতিটি পদক্ষেপই ভুল ৷ GDP- হার কমে যাওয়াই হল BJP-র কাছে আচ্ছে দিন ৷ দেশের অর্থনৈতিক মন্দা নিয়ে এভাবেই কেন্দ্রীয় সরকারকে সরাসরি আক্রমণ করলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম ৷

105 দিন পর জামিনে মুক্তি পেয়েছেন চিদম্বরম ৷ এরপর আজ সাংবাদিক বৈঠক করেন তিনি ৷ দেশের অর্থনৈতিক মন্দা নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন ৷ বলেন, "সরকার ভুল করছে ৷ আমি আবার বলছি সরকার ভুল করছে ৷ সঠিক পরিকল্পনা ছাড়াই পদক্ষেপ করে বলেই বারবার ভুল করে তারা ৷ যদিও প্রধানমন্ত্রী দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে কোনও বাক্য ব্যয় করেন না ৷ আসলে BJP-র কাছে GDP- হার কমে যাওয়াই হল আচ্ছে দিন ৷" চিদম্বরমের মতে, অর্থনৈতিক মন্দা থেকে দেশকে উদ্ধার করতে পারেনি কেন্দ্রীয় সরকার ৷ তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে ৷

চিদম্বরম আরও বলেন, "আমরা নিজেদের ভাগ্যবান বলে মনে করব, যদি বছরের শেষে আর্থিক বৃদ্ধি 5 শতাংশ স্পর্শ করে ৷ আমার অনুরোধ ড. অরবিন্দ সুব্রমনিয়ানের কথা মনে রাখবেন ৷ এই আর্থিক বৃদ্ধি 5 শতাংশ নাও হতে পারে ৷ তা 1.5 শতাংশেরও কম হতে পারে ৷ "এর আগে সংসদে যান চিদম্বরম ৷ সেখানে তিনি সাংবাদিকদের বলেন , "সংসদে আমার কণ্ঠরোধ করতে পারবে না কেন্দ্রীয় সরকার ৷ "

গতকাল জামিনে ছাড়া পাওয়ার পর কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে যান চিদম্বরম ৷ 105 দিন পর INX মিডিয়া মামলায় 2 লাখ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন তিনি । এই 105 দিন তিনি অধিকাংশ সময় দিল্লির তিহার জেলে কাটিয়েছেন । সুপ্রিম কোর্ট তাঁকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে । জামিন পেলেও বিদেশে যেতে পারবেন না চিদম্বরম ৷ তাঁকে শীর্ষ আদালত সেই অনুমতি দেয়নি । জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে যে কোনও সময় ডাকলে তদন্তকারীদের সামনে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।

Mumbai, Dec 05 (ANI): Actor Alia Bhatt's sister Shaheen Bhatt penned book called 'I've Never Been(un) Happier' and Bhatt family came together to support her. Alia attended the book launch event in Mumbai. Filmmaker Mahesh Bhatt and actor Soni Razdan also came in to support Shaheen on her big day. Alia and Shaheen's half-sister Pooja Bhatt also marked her presence at the event. Filmmaker Karan Johar was also present.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.