ETV Bharat / bharat

দুস্থদের দেশে ফেরাতে ICWF-এর অর্থ ব্যবহার করুক কেন্দ্র, আবেদন সুপ্রিম কোর্টে - দুস্থদের দেশে ফেরাতে ICWF-এর অর্থ ব্যবহার হোক

আজ থেকে ভিনদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানো শুরু করল কেন্দ্র। তবে, জাহাজ বা বিমানের ভাড়া যাত্রীকেই দিতে হবে। এরই বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করল NGO প্রবাসী সেল।

Center should use ICWF funds
সুপ্রিম কোর্টে
author img

By

Published : May 8, 2020, 12:31 AM IST

দিল্লি, 7 মে: লকডাউনে ভিনদেশে আটকে পড়া দুস্থ ভারতীয়দের ফেরাতে ইন্ডিয়ান কমিউনিটি ওয়েলফেয়ার ফান্ডের ব্যবহার করুক কেন্দ্র । আজ এই মর্মে একটি আবেদন জমা পড়ল সুপ্রিম কোর্টে।

কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে, বিশ্বব্যাপী লকডাউনে আটকে ভারতীয়দের পর্যায়ক্রমে দেশে ফেরানো হবে। তবে সেক্ষেত্রে বিমান অথবা জাহাজের ভাড়া দিতে হবে প্রবাসে আটকে পড়া ভারতীয়দেরই । এরই বিরুদ্ধে একটি আবেদন জমা পড়েছে দেশের শীর্ষ আদালতে। পিটিশন ফাইল করেছে NGO প্রবাসী সেল। তাদের দাবি, এমন অসংখ্য ভারতীয় বিদেশে আটকে রয়েছেন যাঁরা সাধারণ শ্রমিক শ্রেণির মানুষ। এই মূহুর্তে তাঁরা কর্মহীন, ফলে প্রতিদিনের নিত্যপ্রয়োজনীয় পণ্যটুকু কিনতে পারছেন না। এই অবস্থায় তাঁদের পক্ষে দেশে ফেরার জাহাজ বা বিমান ভাড়া দেওয়া কার্যত অসম্ভব।

NGO প্রবাসী সেলের আইনজীবী জোস আব্রাহাম বলেন, দুস্থ প্রবাসীদের কাছে দেশে ফেরার জন্য এই ভাড়া চাওয়া আসলে তাঁদেরকে আরও বিড়ম্বনায় ফেলে দেওয়া । এই মুহূর্তে তাঁদের হাতে কাজ নেই । অস্থায়ী ঠিকানায় কোনওরকমে দিন গুজরান করছেন।

আবেদনে বলা হয়েছে, দুস্থ পরিযায়ী শ্রমিকদের ফেরাতে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রক ICWF তহবিলকে ব্যবহার করুক। প্রবাসী ভারতীয়দের সুরক্ষায় 2009 সালে এই তহবিল গঠন করা হয়। যার উদ্দেশ্যই ছিল প্রবাসে গিয়ে কোনও কারণে বিপন্ন হয়ে পড়া ভারতীয়কে সাহায্য করা। প্রকৃতপক্ষে ICWF গঠন করা হয়েছিল প্রবাসী ভারতীয়দের আপৎকালীন সুরক্ষার প্রয়োজনেই।

এদিকে, আজ থেকেই ভিনদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানোর কাজ শুরু করেছে কেন্দ্র। যে মিশনের নাম দেওয়া হয়েছে ''বন্দে ভারত মিশন''।

দিল্লি, 7 মে: লকডাউনে ভিনদেশে আটকে পড়া দুস্থ ভারতীয়দের ফেরাতে ইন্ডিয়ান কমিউনিটি ওয়েলফেয়ার ফান্ডের ব্যবহার করুক কেন্দ্র । আজ এই মর্মে একটি আবেদন জমা পড়ল সুপ্রিম কোর্টে।

কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে, বিশ্বব্যাপী লকডাউনে আটকে ভারতীয়দের পর্যায়ক্রমে দেশে ফেরানো হবে। তবে সেক্ষেত্রে বিমান অথবা জাহাজের ভাড়া দিতে হবে প্রবাসে আটকে পড়া ভারতীয়দেরই । এরই বিরুদ্ধে একটি আবেদন জমা পড়েছে দেশের শীর্ষ আদালতে। পিটিশন ফাইল করেছে NGO প্রবাসী সেল। তাদের দাবি, এমন অসংখ্য ভারতীয় বিদেশে আটকে রয়েছেন যাঁরা সাধারণ শ্রমিক শ্রেণির মানুষ। এই মূহুর্তে তাঁরা কর্মহীন, ফলে প্রতিদিনের নিত্যপ্রয়োজনীয় পণ্যটুকু কিনতে পারছেন না। এই অবস্থায় তাঁদের পক্ষে দেশে ফেরার জাহাজ বা বিমান ভাড়া দেওয়া কার্যত অসম্ভব।

NGO প্রবাসী সেলের আইনজীবী জোস আব্রাহাম বলেন, দুস্থ প্রবাসীদের কাছে দেশে ফেরার জন্য এই ভাড়া চাওয়া আসলে তাঁদেরকে আরও বিড়ম্বনায় ফেলে দেওয়া । এই মুহূর্তে তাঁদের হাতে কাজ নেই । অস্থায়ী ঠিকানায় কোনওরকমে দিন গুজরান করছেন।

আবেদনে বলা হয়েছে, দুস্থ পরিযায়ী শ্রমিকদের ফেরাতে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রক ICWF তহবিলকে ব্যবহার করুক। প্রবাসী ভারতীয়দের সুরক্ষায় 2009 সালে এই তহবিল গঠন করা হয়। যার উদ্দেশ্যই ছিল প্রবাসে গিয়ে কোনও কারণে বিপন্ন হয়ে পড়া ভারতীয়কে সাহায্য করা। প্রকৃতপক্ষে ICWF গঠন করা হয়েছিল প্রবাসী ভারতীয়দের আপৎকালীন সুরক্ষার প্রয়োজনেই।

এদিকে, আজ থেকেই ভিনদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানোর কাজ শুরু করেছে কেন্দ্র। যে মিশনের নাম দেওয়া হয়েছে ''বন্দে ভারত মিশন''।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.