ETV Bharat / bharat

দেশের সঙ্গে গদ্দারি করেছে কেন্দ্রীয় সরকার : গুলাম নবি আজ়াদ

author img

By

Published : Aug 5, 2019, 2:57 PM IST

Updated : Aug 5, 2019, 3:15 PM IST

"ভোটব্যাঙ্কের রাজনীতি করছে BJP ৷ BJP 370, 35(এ) ও (বি) শেষ করে  জম্মু-কাশ্মীরকে ভেঙে দিল ৷ আমরা কোনওদিন ভাবিনি জম্মু-কাশ্মীর এই ভাবে ভাগ হয়ে যাবে ৷ " রাজ্যসভা থেকে বেরিয়ে সংবাদিক বৈঠকে একথা বললেন গুলাম নবি আজ়াদ ৷

গুলাম নবি আজ়াদ

দিল্লি , 5 অগাস্ট : "370 ধারা একসূত্রে বেঁধে রেখেছিল জম্মু ও কাশ্মীরকে ৷ এই ধারা প্রত্যাহার করে জম্মু-কাশ্মীরকে বন্ধনহীন করে দিল কেন্দ্রীয় সরকার৷" রাজ্যসভায় জম্মু-কাশ্মীর সংরক্ষণ (সংশোধনী) বিল পেশ হওয়ার পর সাংবাদিক বৈঠকে একথা বলেন রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবি আজ়াদ ৷ রাজ্যসভায় এই বিল যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পেশ করছিলেন তখনই বিলের বিরোধীতা করেন গুলাম নবি আজ়াদ ৷ তিনি বলেন, "কেন্দ্রীয় সরকার সংবিধানকে খুন করল । একই সঙ্গে ভারতের গণতন্ত্রকেও হত্যা করা হল। "

এই সংক্রান্ত আরও পড়ুন :জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা তুলে নেওয়ার প্রস্তাব কেন্দ্রীয় সরকারের

রাজ্যসভা থেকে বেরিয়ে পি চিদাম্বরমকে সঙ্গে নিয়ে সংবাদিক বৈঠক করেন আজ়াদ ৷ বলেন, "ভোটব্যাঙ্কের রাজনীতি করছে BJP ৷ BJP 370, 35(এ) ও (বি) শেষ করে জম্মু-কাশ্মীরকে ভেঙে দিল ৷ আমরা কোনওদিন ভাবিনি জম্মু-কাশ্মীর এই ভাবে ভাগ হয়ে যাবে ৷ দেশের সঙ্গে গদ্দারি করেছে কেন্দ্রীয় সরকার ৷ সামাজিক, রাজনৈতিকভাবে জম্মু-কাশ্মীরকে শেষ করে দিল ওরা ৷ অস্তিত্বহীন করে দেওয়া হল ৷ জম্মু-কাশ্মীরের মাথা যেন কেটে দিল কেন্দ্র ৷ টুকরো টুকরো করা দেওয়া হল জম্মু-কাশ্মীরকে৷"

এই সংক্রান্ত আরও পড়ুন : সংবিধান ছেঁড়ার চেষ্টা, দুই সাংসদকে রাজ্যসভা থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ চেয়ারম্যানের

BJP-কে হুঁশিয়ারিও দেন এই কংগ্রেস নেতা ৷ বলেন, "সমস্ত সেকুলার দল ও জম্মু-কাশ্মীরের সব ধর্মের মানুষ BJP-র এই বিলের বিরুদ্ধে লড়াই করবে ৷ এর জন্য আমরা সংসদের বাইরেও ধরনায় বসব ৷"

এই সংক্রান্ত আরও পড়ুন : ভারতীয় গণতন্ত্রের কালো দিন, এই সিদ্ধান্ত অসাংবিধানিক ; টুইট মেহবুবার

কংগ্রেস নেতা পি চিদম্বরম বলেন, "এটি সম্পূর্ণ অসাংবিধানিক বিল ৷ আজ ভারতের সংবিধানের ইতিহাসের কালো দিন ৷"

দিল্লি , 5 অগাস্ট : "370 ধারা একসূত্রে বেঁধে রেখেছিল জম্মু ও কাশ্মীরকে ৷ এই ধারা প্রত্যাহার করে জম্মু-কাশ্মীরকে বন্ধনহীন করে দিল কেন্দ্রীয় সরকার৷" রাজ্যসভায় জম্মু-কাশ্মীর সংরক্ষণ (সংশোধনী) বিল পেশ হওয়ার পর সাংবাদিক বৈঠকে একথা বলেন রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবি আজ়াদ ৷ রাজ্যসভায় এই বিল যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পেশ করছিলেন তখনই বিলের বিরোধীতা করেন গুলাম নবি আজ়াদ ৷ তিনি বলেন, "কেন্দ্রীয় সরকার সংবিধানকে খুন করল । একই সঙ্গে ভারতের গণতন্ত্রকেও হত্যা করা হল। "

এই সংক্রান্ত আরও পড়ুন :জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা তুলে নেওয়ার প্রস্তাব কেন্দ্রীয় সরকারের

রাজ্যসভা থেকে বেরিয়ে পি চিদাম্বরমকে সঙ্গে নিয়ে সংবাদিক বৈঠক করেন আজ়াদ ৷ বলেন, "ভোটব্যাঙ্কের রাজনীতি করছে BJP ৷ BJP 370, 35(এ) ও (বি) শেষ করে জম্মু-কাশ্মীরকে ভেঙে দিল ৷ আমরা কোনওদিন ভাবিনি জম্মু-কাশ্মীর এই ভাবে ভাগ হয়ে যাবে ৷ দেশের সঙ্গে গদ্দারি করেছে কেন্দ্রীয় সরকার ৷ সামাজিক, রাজনৈতিকভাবে জম্মু-কাশ্মীরকে শেষ করে দিল ওরা ৷ অস্তিত্বহীন করে দেওয়া হল ৷ জম্মু-কাশ্মীরের মাথা যেন কেটে দিল কেন্দ্র ৷ টুকরো টুকরো করা দেওয়া হল জম্মু-কাশ্মীরকে৷"

এই সংক্রান্ত আরও পড়ুন : সংবিধান ছেঁড়ার চেষ্টা, দুই সাংসদকে রাজ্যসভা থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ চেয়ারম্যানের

BJP-কে হুঁশিয়ারিও দেন এই কংগ্রেস নেতা ৷ বলেন, "সমস্ত সেকুলার দল ও জম্মু-কাশ্মীরের সব ধর্মের মানুষ BJP-র এই বিলের বিরুদ্ধে লড়াই করবে ৷ এর জন্য আমরা সংসদের বাইরেও ধরনায় বসব ৷"

এই সংক্রান্ত আরও পড়ুন : ভারতীয় গণতন্ত্রের কালো দিন, এই সিদ্ধান্ত অসাংবিধানিক ; টুইট মেহবুবার

কংগ্রেস নেতা পি চিদম্বরম বলেন, "এটি সম্পূর্ণ অসাংবিধানিক বিল ৷ আজ ভারতের সংবিধানের ইতিহাসের কালো দিন ৷"

New Delhi, Aug 05 (ANI): Researchers have developed a technique that allows them to remotely control the movement of robots, lock them into position for as long as needed and reconfigure them later into new shapes, with the help of light and magnetic fields. Researchers used robots made of a polymer embedded with magnetic iron microparticles. Under normal conditions, the material is relatively stiff and holds its shape but heating up the material using light from a light-emitting diode (LED), makes the polymer pliable. Once pliable, researchers demonstrated that they could control the shape of the robot remotely by applying a magnetic field. After forming the desired shape, researchers could remove the LED light, allowing the robot to resume its original stiffness effectively locking the shape in place. By applying the light a second time and removing the magnetic field, the researchers could get the soft robots to return to their original shapes or move the robots or get them to assume new shapes. In experimental testing, the researchers demonstrated that these soft robots could be used to form "grabbers" for lifting and transporting objects. The soft robots could also be used as cantilevers or folded into "flowers" with petals that bend in different directions. The model allows them to finetune a robot's shape, polymer thickness, the abundance of iron microparticles in the polymer, and the size and direction of the required magnetic field before constructing a prototype to accomplish a specific task.
Last Updated : Aug 5, 2019, 3:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.