দিল্লি, 12 অগাস্ট : একধাক্কায় অনেকটাই বাড়ল CBSE-র পরীক্ষার ফি । কোনও কোনও ক্ষেত্রে সেই ফি 24 গুণ বাড়িয়েছে CBSE । ক্লাস টেন ও টুয়েলভের বোর্ডের পরীক্ষার জন্য এই বর্ধিত ফি ধার্য করা হয়েছে । বর্ধিত ফি কাঠামোয় তপশিলি জাতি ও উপজাতির (SC,ST) অন্তর্গত পরীক্ষার্থীদের এবার থেকে 50 টাকার পরিবর্তে 1200 টাকা ফি দিতে হবে । যা 24 গুণ । জেনেরাল শিক্ষার্থীদের দিতে হবে 750-র বদলে 1500 টাকা । যা দ্বিগুণ ।
পরিবর্তিত ফি কাঠামোর নোটিশ ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে সমস্ত CBSE অনুমোদিত স্কুলে । ঘটনায় বিপাকে পড়েছে স্কুলগুলি । কারণ টেন ও টুয়েলভের রেজিস্ট্রেশন প্রক্রিয়া ইতিমধ্যেই বহু স্কুলে হয়ে গেছে । নেওয়া হয়ে গেছে ফিও । পুনরায় নোটিশ জারি করে বর্ধিত ফি আদায়ে নানা পরিকাঠামোগত সমস্যা হতে পারে বলে আশঙ্কা স্কুলগুলির ।
ক্লাস টুয়েলভে ঐচ্ছিক বিষয়ের জন্য আগে কোনও ফি দিতে হত না তপশিলি জাতি ও উপজাতির ছাত্রছাত্রীদের । এবার 300 টাকা করে দিতে হবে সেখানেও । জেনেরাল শ্রেণিভুক্ত শিক্ষার্থীদের আগে 150 টাকা করে দিতে হত । পাশাপাশি প্রতিটি বিষয়ের প্র্যাক্টিকাল পরীক্ষার ফি বেড়েছে 80 টাকা করে ।