ETV Bharat / bharat

CBSE-তে SC, ST পরীক্ষার্থীদের ফি বাড়ল 24 গুণ - CBSE hikes exam fees

CBSE-র পরীক্ষার ফি বাবদ তপশিলি জাতি ও উপজাতির (SC,ST) অন্তর্গত পরীক্ষার্থীদের এবার থেকে 50 টাকার পরিবর্তে 1200 টাকা ফি দিতে হবে ।

CBSE-তে SC, ST পরীক্ষার্থীদের ফি বাড়ল 24 গুণ
author img

By

Published : Aug 12, 2019, 8:38 AM IST

দিল্লি, 12 অগাস্ট : একধাক্কায় অনেকটাই বাড়ল CBSE-র পরীক্ষার ফি । কোনও কোনও ক্ষেত্রে সেই ফি 24 গুণ বাড়িয়েছে CBSE । ক্লাস টেন ও টুয়েলভের বোর্ডের পরীক্ষার জন্য এই বর্ধিত ফি ধার্য করা হয়েছে । বর্ধিত ফি কাঠামোয় তপশিলি জাতি ও উপজাতির (SC,ST) অন্তর্গত পরীক্ষার্থীদের এবার থেকে 50 টাকার পরিবর্তে 1200 টাকা ফি দিতে হবে । যা 24 গুণ । জেনেরাল শিক্ষার্থীদের দিতে হবে 750-র বদলে 1500 টাকা । যা দ্বিগুণ ।

পরিবর্তিত ফি কাঠামোর নোটিশ ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে সমস্ত CBSE অনুমোদিত স্কুলে । ঘটনায় বিপাকে পড়েছে স্কুলগুলি । কারণ টেন ও টুয়েলভের রেজিস্ট্রেশন প্রক্রিয়া ইতিমধ্যেই বহু স্কুলে হয়ে গেছে । নেওয়া হয়ে গেছে ফিও । পুনরায় নোটিশ জারি করে বর্ধিত ফি আদায়ে নানা পরিকাঠামোগত সমস্যা হতে পারে বলে আশঙ্কা স্কুলগুলির ।

ক্লাস টুয়েলভে ঐচ্ছিক বিষয়ের জন্য আগে কোনও ফি দিতে হত না তপশিলি জাতি ও উপজাতির ছাত্রছাত্রীদের । এবার 300 টাকা করে দিতে হবে সেখানেও । জেনেরাল শ্রেণিভুক্ত শিক্ষার্থীদের আগে 150 টাকা করে দিতে হত । পাশাপাশি প্রতিটি বিষয়ের প্র্যাক্টিকাল পরীক্ষার ফি বেড়েছে 80 টাকা করে ।

দিল্লি, 12 অগাস্ট : একধাক্কায় অনেকটাই বাড়ল CBSE-র পরীক্ষার ফি । কোনও কোনও ক্ষেত্রে সেই ফি 24 গুণ বাড়িয়েছে CBSE । ক্লাস টেন ও টুয়েলভের বোর্ডের পরীক্ষার জন্য এই বর্ধিত ফি ধার্য করা হয়েছে । বর্ধিত ফি কাঠামোয় তপশিলি জাতি ও উপজাতির (SC,ST) অন্তর্গত পরীক্ষার্থীদের এবার থেকে 50 টাকার পরিবর্তে 1200 টাকা ফি দিতে হবে । যা 24 গুণ । জেনেরাল শিক্ষার্থীদের দিতে হবে 750-র বদলে 1500 টাকা । যা দ্বিগুণ ।

পরিবর্তিত ফি কাঠামোর নোটিশ ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে সমস্ত CBSE অনুমোদিত স্কুলে । ঘটনায় বিপাকে পড়েছে স্কুলগুলি । কারণ টেন ও টুয়েলভের রেজিস্ট্রেশন প্রক্রিয়া ইতিমধ্যেই বহু স্কুলে হয়ে গেছে । নেওয়া হয়ে গেছে ফিও । পুনরায় নোটিশ জারি করে বর্ধিত ফি আদায়ে নানা পরিকাঠামোগত সমস্যা হতে পারে বলে আশঙ্কা স্কুলগুলির ।

ক্লাস টুয়েলভে ঐচ্ছিক বিষয়ের জন্য আগে কোনও ফি দিতে হত না তপশিলি জাতি ও উপজাতির ছাত্রছাত্রীদের । এবার 300 টাকা করে দিতে হবে সেখানেও । জেনেরাল শ্রেণিভুক্ত শিক্ষার্থীদের আগে 150 টাকা করে দিতে হত । পাশাপাশি প্রতিটি বিষয়ের প্র্যাক্টিকাল পরীক্ষার ফি বেড়েছে 80 টাকা করে ।

Port of Spain (Trinidad and Tobago), Aug 12 (ANI): India defeated West Indies in the second ODI by 59 runs owing to Duckworth-Lewis method at Queen's Park Oval on Monday. While addressing the press conference, West Indies coach Floyd Reifer said, "Bowlers bowled really well, on the pitch to restrict India 270 or 279 was very good efforts from the bowler. Bowling unit did really well today." India will play against Windies in the third ODI at Queen's Park Oval on August 14.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.