ETV Bharat / bharat

CBI-কেও প্রশাসনিক নিয়ন্ত্রণমুক্ত করা উচিত : প্রধান বিচারপতি

author img

By

Published : Aug 14, 2019, 9:54 AM IST

প্রশাসনিক নিয়ন্ত্রণ থেকে CBI-র মুক্তি পাওয়া উচিত বলে মত প্রকাশ করলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ । বিজ্ঞান ভবনে CBI আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি বলেন, "দেশের মুখ্য তদন্তকারী সংস্থা CBI-কে প্রশাসনিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত করার জন্য আইন এনে বিধিবদ্ধ মর্যাদা দেওয়া উচিত ।" তাঁর প্রশ্ন, "যখন মামলায় কোনও রাজনৈতিক বাধা থাকে না, তখন CBI ভালো কাজ করে কী করে ? " তিনি মনে করেন, কয়েকটি হাই-প্রোফাইল এবং রাজনৈতিকভাবে সংবেদনশীল মামলায় এজেন্সি তদন্তের মান পূরণ করতে পারেনি ।

প্রধান বিচারপতি রঞ্জন গগৈ

দিল্লি, 14 অগাস্ট : CAG-এর মতো CBI-কেও প্রশাসনিক নিয়ন্ত্রণমুক্ত করা উচিত বলে মত প্রকাশ করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ । গতকাল বিজ্ঞান ভবনে CBI আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি বলেন, "দেশের মুখ্য তদন্তকারী সংস্থা CBI-কে প্রশাসনিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত করার জন্য আইন এনে বিধিবদ্ধ মর্যাদা দেওয়া উচিত । ওই বিধিবদ্ধ অবশ্যই CAG (কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনেরাল)-র মতো হতে হবে । যাতে এজেন্সির প্রশাসনিক ও আর্থিক স্বায়ত্তশাসন থাকে ।"

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধান বিচারপতি CBI-র প্রশংসা করেন । তিনি জানান, যে কয়েকটি তদন্তকারী সংস্থা নিজেদের কাজের জন্য বিশেষ ছাপ ফেলতে পেরেছে, তাদের মধ্যে CBI অন্যতম । এরপরই তাঁর প্রশ্ন, "যখন মামলায় কোনও রাজনৈতিক প্রভাব থাকে না, তখন CBI ভালো কাজ করে কী করে ? " তিনি মনে করেন, সবসময় না হলেও অধিকাংশ সময় জনসাধারণের নজর যে কোনও সরকারি প্রতিষ্ঠানের সাফল্যের চেয়ে ব্যর্থতার দিকেই থাকে । প্রধান বিচারপতি বলেন, "এটা সত্যি যে বেশ কয়েকটি হাই-প্রোফাইল এবং রাজনৈতিকভাবে সংবেদনশীল মামলায় CBI আদালতের মানদণ্ডে পৌঁছাতে পারেনি ৷ । একইভাবে এটাও সত্যি যে এই জাতীয় ত্রুটি কদাচিত ঘটেনি । এই ধরনের ত্রুটি প্রাতিষ্ঠানিক আকাঙ্ক্ষা, কর্মসংস্কৃতি এবং সরকারি রাজনীতির মধ্যে গভীর অমিলের ইঙ্গিত দেয় ।"

প্রধান বিচারপতির কথায়, "CBI-কে রাজনৈতিক উপকরণ হিসাবে ব্যবহার করার সম্ভাবনা এখনও বজায় রয়েছে । এটা নিয়ে আমার সন্দেহ নেই যে এই জাতীয় পরিস্থিতি মোকাবেলা করার জন্য সংস্থার মধ্যে পর্যাপ্ত ক্ষমতা ছাড়াও আরও অনেক কিছু আছে ।"

প্রধান বিচারপতি বলেন, "সরকারি নিয়ন্ত্রণ থেকে CBI-র গুরুত্বপূর্ণ দিকগুলি বাদ রাখার চেষ্টা করতে হবে । CBI-কে CAG-র সমতুল মর্যাদা দিতে হবে । CBI-র সাংগঠনিক কাঠামো, কার্যাবলী, ক্ষমতার সীমা, তত্ত্বাবধান এবং মামলার তদারকি সম্পর্কিত ঘাটতিগুলি সমাধান করার জন্য আইন আনতে হবে ।"

দিল্লি, 14 অগাস্ট : CAG-এর মতো CBI-কেও প্রশাসনিক নিয়ন্ত্রণমুক্ত করা উচিত বলে মত প্রকাশ করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ । গতকাল বিজ্ঞান ভবনে CBI আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি বলেন, "দেশের মুখ্য তদন্তকারী সংস্থা CBI-কে প্রশাসনিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত করার জন্য আইন এনে বিধিবদ্ধ মর্যাদা দেওয়া উচিত । ওই বিধিবদ্ধ অবশ্যই CAG (কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনেরাল)-র মতো হতে হবে । যাতে এজেন্সির প্রশাসনিক ও আর্থিক স্বায়ত্তশাসন থাকে ।"

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধান বিচারপতি CBI-র প্রশংসা করেন । তিনি জানান, যে কয়েকটি তদন্তকারী সংস্থা নিজেদের কাজের জন্য বিশেষ ছাপ ফেলতে পেরেছে, তাদের মধ্যে CBI অন্যতম । এরপরই তাঁর প্রশ্ন, "যখন মামলায় কোনও রাজনৈতিক প্রভাব থাকে না, তখন CBI ভালো কাজ করে কী করে ? " তিনি মনে করেন, সবসময় না হলেও অধিকাংশ সময় জনসাধারণের নজর যে কোনও সরকারি প্রতিষ্ঠানের সাফল্যের চেয়ে ব্যর্থতার দিকেই থাকে । প্রধান বিচারপতি বলেন, "এটা সত্যি যে বেশ কয়েকটি হাই-প্রোফাইল এবং রাজনৈতিকভাবে সংবেদনশীল মামলায় CBI আদালতের মানদণ্ডে পৌঁছাতে পারেনি ৷ । একইভাবে এটাও সত্যি যে এই জাতীয় ত্রুটি কদাচিত ঘটেনি । এই ধরনের ত্রুটি প্রাতিষ্ঠানিক আকাঙ্ক্ষা, কর্মসংস্কৃতি এবং সরকারি রাজনীতির মধ্যে গভীর অমিলের ইঙ্গিত দেয় ।"

প্রধান বিচারপতির কথায়, "CBI-কে রাজনৈতিক উপকরণ হিসাবে ব্যবহার করার সম্ভাবনা এখনও বজায় রয়েছে । এটা নিয়ে আমার সন্দেহ নেই যে এই জাতীয় পরিস্থিতি মোকাবেলা করার জন্য সংস্থার মধ্যে পর্যাপ্ত ক্ষমতা ছাড়াও আরও অনেক কিছু আছে ।"

প্রধান বিচারপতি বলেন, "সরকারি নিয়ন্ত্রণ থেকে CBI-র গুরুত্বপূর্ণ দিকগুলি বাদ রাখার চেষ্টা করতে হবে । CBI-কে CAG-র সমতুল মর্যাদা দিতে হবে । CBI-র সাংগঠনিক কাঠামো, কার্যাবলী, ক্ষমতার সীমা, তত্ত্বাবধান এবং মামলার তদারকি সম্পর্কিত ঘাটতিগুলি সমাধান করার জন্য আইন আনতে হবে ।"

New Delhi, Aug 10 (ANI): Senior Congress leader Adhir Ranjan Chowdhury, who took part in the meeting of Congress Working Committee (CWC) on August 10, said the CWC will meet again at 8:30 pm, and before the day ends, a new party chief could be expected to take on the reins of the grand old party. UPA Chairperson Sonia Gandhi earlier said she and Rahul Gandhi have excused themselves from taking part in the consultations to decide on next Congress chief.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.