ETV Bharat / bharat

পঞ্জাবে বিষ মদের বলি 38, উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ - 21 Suspected Spurious liquor death in Punjab

পঞ্জাবের অমৃতসর, বাটালা ও তরন তারন জেলা মিলিয়ে এখনও পর্যন্ত 38 জনের মৃত্যু হয়েছে । ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং ।

SPURIOUS LIQUOR
প্রতীকি ছবি
author img

By

Published : Jul 31, 2020, 5:48 PM IST

Updated : Jul 31, 2020, 10:37 PM IST

চন্ডীগড়, 31 জুলাই : বিষমদ খেয়ে পঞ্জাবে বুধবার থকে এখনও পর্যন্ত 38 জনের মৃত্যু হয়েছে । অমৃতসর, বাটালা ও তরন তারন জেলা থেকে মৃত্যুর খবর সামনে এসেছে ।

প্রাথমিকভাবে পাঁচজনের মৃত্যুর খবর জানা গেছিল । পুলিশ জানিয়েছে, 29 জুলাই অমৃতসরের তারসিক্কার মুচ্ছল ও টাঙ্গরা গ্রাম থেকে প্রথম ওই পাঁচজনের মৃত্যুর খবর এসেছিল । এরপর মৃত্যুর সংখ্যা বাড়তে বাড়তে সরকারি হিসেব অনুযায়ী, বুধবার রাত থেকে এখনও পর্যন্ত কমপক্ষে 38 জনের মৃত্যু হয়েছে । এদের মধ্যে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক ।

এদিকে ঘটনার জেরে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং । জলন্ধরের ডিভিশনাল কমিশনারের নেতৃত্বে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি । টুইটে তিনি জানিয়েছেন, "অমৃতসর, গুরদাসপুর ও তরন তারনে বিষমদ খেয়ে মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছি । জলন্ধর ডিভিশনের কমিশনারকে এই তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে । তিনিই সংশ্লিষ্ট SSP ও অন্যান্য দপ্তরগুলির সঙ্গে যোগাযোগ করবেন । দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে ।"

  • I have ordered a magisterial enquiry into suspected spurious liquor deaths in Amritsar, Gurdaspur and Tarn Taran. Commissioner, Jalandhar Division will conduct the enquiry and coordinate with concerned SSPs and other officers. Anyone found guilty will not be spared.

    — Capt.Amarinder Singh (@capt_amarinder) July 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ঘটনায় এখনও পর্যন্ত মুচ্ছল থেকে বলবিন্দর কউর নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 304 ধারা ও রাজস্ব আইনের 61/1/14 ধারায় মামলা রুজু করা হয়েছে । তদন্তের জন্য ইতিমধ্যেই অমৃতসর গ্রামীণ SSP থেকে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে । এখান থেকেই প্রথম খবর সামনে এসেছিল । ঠিক কী কারণে ওই মৃত্যু হয়েছে তা জানতে আজই জশবিন্দর সিং, কাশ্মীর সিং, কিরপাল সিং ও যশবন্ত সিংয়ের দেহ ময়নাতদন্ত করা হবে ।

প্রথম মৃত্যুর খবর সামনে এসেছিল অমৃতসর গ্রামীণের তারসিক্কা থানা এলাকার টাঙ্গরা ও মুচ্ছল এলাকা থেকে । পাঁচজনের মৃত্যুর খবর জানা গেছিল প্রাথমিকভাবে ।

এরপর 30 জুলাই মুচ্ছল থেকে আরও দু'জনের মৃত্যুর খবর সামনে আসে । অন্য একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয় । পরে মুচ্ছল ও বাটালা থেকে আরও দু'জন করে ব্যক্তির মৃত্যুর খবর সামনে আসে । প্রতিটিই বিষমদ খেয়ে মৃত্যুর ঘটনা ।

এরপর আজ বাটালায় আরও পাঁচজন মারা যায় । এই নিয়ে সেখানে মোট সাতজনের মৃত্যু হয় বিষমদ খেয়ে । একজনকে আশঙ্কাজনক অবস্থায় বাটালায় সিভিক হাসপাতালে ভরতি করা হয়েছে । পাশাপাশি তরন তারন থেকে আজ আরও চারজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে ।

চন্ডীগড়, 31 জুলাই : বিষমদ খেয়ে পঞ্জাবে বুধবার থকে এখনও পর্যন্ত 38 জনের মৃত্যু হয়েছে । অমৃতসর, বাটালা ও তরন তারন জেলা থেকে মৃত্যুর খবর সামনে এসেছে ।

প্রাথমিকভাবে পাঁচজনের মৃত্যুর খবর জানা গেছিল । পুলিশ জানিয়েছে, 29 জুলাই অমৃতসরের তারসিক্কার মুচ্ছল ও টাঙ্গরা গ্রাম থেকে প্রথম ওই পাঁচজনের মৃত্যুর খবর এসেছিল । এরপর মৃত্যুর সংখ্যা বাড়তে বাড়তে সরকারি হিসেব অনুযায়ী, বুধবার রাত থেকে এখনও পর্যন্ত কমপক্ষে 38 জনের মৃত্যু হয়েছে । এদের মধ্যে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক ।

এদিকে ঘটনার জেরে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং । জলন্ধরের ডিভিশনাল কমিশনারের নেতৃত্বে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি । টুইটে তিনি জানিয়েছেন, "অমৃতসর, গুরদাসপুর ও তরন তারনে বিষমদ খেয়ে মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছি । জলন্ধর ডিভিশনের কমিশনারকে এই তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে । তিনিই সংশ্লিষ্ট SSP ও অন্যান্য দপ্তরগুলির সঙ্গে যোগাযোগ করবেন । দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে ।"

  • I have ordered a magisterial enquiry into suspected spurious liquor deaths in Amritsar, Gurdaspur and Tarn Taran. Commissioner, Jalandhar Division will conduct the enquiry and coordinate with concerned SSPs and other officers. Anyone found guilty will not be spared.

    — Capt.Amarinder Singh (@capt_amarinder) July 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ঘটনায় এখনও পর্যন্ত মুচ্ছল থেকে বলবিন্দর কউর নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 304 ধারা ও রাজস্ব আইনের 61/1/14 ধারায় মামলা রুজু করা হয়েছে । তদন্তের জন্য ইতিমধ্যেই অমৃতসর গ্রামীণ SSP থেকে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে । এখান থেকেই প্রথম খবর সামনে এসেছিল । ঠিক কী কারণে ওই মৃত্যু হয়েছে তা জানতে আজই জশবিন্দর সিং, কাশ্মীর সিং, কিরপাল সিং ও যশবন্ত সিংয়ের দেহ ময়নাতদন্ত করা হবে ।

প্রথম মৃত্যুর খবর সামনে এসেছিল অমৃতসর গ্রামীণের তারসিক্কা থানা এলাকার টাঙ্গরা ও মুচ্ছল এলাকা থেকে । পাঁচজনের মৃত্যুর খবর জানা গেছিল প্রাথমিকভাবে ।

এরপর 30 জুলাই মুচ্ছল থেকে আরও দু'জনের মৃত্যুর খবর সামনে আসে । অন্য একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয় । পরে মুচ্ছল ও বাটালা থেকে আরও দু'জন করে ব্যক্তির মৃত্যুর খবর সামনে আসে । প্রতিটিই বিষমদ খেয়ে মৃত্যুর ঘটনা ।

এরপর আজ বাটালায় আরও পাঁচজন মারা যায় । এই নিয়ে সেখানে মোট সাতজনের মৃত্যু হয় বিষমদ খেয়ে । একজনকে আশঙ্কাজনক অবস্থায় বাটালায় সিভিক হাসপাতালে ভরতি করা হয়েছে । পাশাপাশি তরন তারন থেকে আজ আরও চারজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে ।

Last Updated : Jul 31, 2020, 10:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.