ETV Bharat / bharat

আমরা হামলা চালাইনি, পুলিশ পক্ষপাতিত্ব করছে : ঐশী

আজ দিল্লি পুলিশের তরফে বিশ্ববিদ্যালয়ে একাধিক হামলার ঘটনার ফোটোগ্রাফ সামনে আনা হয় ৷ তবে পুলিশ স্বীকার করে নিয়েছে, 5 তারিখের হামলার ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করতে সমস্যা হচ্ছে ৷ কারণ, সেদিনের পর্যাপ্ত CCTV ফুটেজ নেই ৷

aishi
ঐশী
author img

By

Published : Jan 10, 2020, 6:56 PM IST

দিল্লি, 10 জানুয়ারি : পুলিশের অভিযোগ নাকচ করলেন JNU-র ছাত্র সংসদ সভানেত্রী ঐশী ঘোষ ৷ হামলাকারীদের মধ্যে ছিলেন না ৷ সাফ জানিয়ে দিলেন ৷ বরং পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন ঐশী ৷ বললেন, "মুখোশধারীদের মধ্যে আমরা ছিলাম না ৷ বরং আমি আক্রান্ত হয়েছি ৷ সেদিনের রক্তমাখা পোশাক আজও আমার কাছে রয়েছে ৷"

আজ দিল্লি পুলিশের তরফে বিশ্ববিদ্যালয়ে একাধিক হামলার ঘটনার ফোটোগ্রাফ সামনে আনা হয় ৷ তবে পুলিশ স্বীকার করে নিয়েছে, 5 তারিখের হামলার ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করতে সমস্যা হচ্ছে ৷ কারণ, সেদিনের পর্যাপ্ত CCTV ফুটেজ নেই ৷ আজ সাংবাদিকদের সামনে দিল্লি পুলিশের তরফে এও জানানো হয়, সেদিন সন্ধের ঘটনার আগে ক্যাম্পাসে যে হামলা হয় সেখানে মোট 9 জনকে চিহ্নিত করা হয়েছে ৷ যার মধ্যে রয়েছে ঐশী ও ABVP-র দুই সদস্য৷ তাদের নাম যোগেন্দ্র ভরদ্বাজ ও বিকাশ প্যাটেল ৷

পুলিশের এই বয়ানের পর ঐশী বলেন, "আইন-শৃঙ্খলার উপর সম্পূর্ণ আস্থা রয়েছে ৷ আমরা কোনও অন্যায় করিনি ৷ দিল্লি পুলিশ আমাদের ফুটেজ সামনে আনুক ৷ আমরা সন্দেহভাজন প্রমাণিত হব না ৷"

আজই মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের সচিব অমিত খারের সঙ্গে বৈঠক করেন ঐশী ৷ সেই বৈঠক থেকে বেরিয়ে এসে বলেন, " JNU-এর উপাচার্যকে অবিলম্বে অপসারণের দাবি জানাচ্ছি আমরা ৷ আমরা এমন একজন উপাচার্য চাইছি যাতে নতুনভাবে সবকিছু শুরু হতে পারে ৷ ক্যাম্পাসের স্বাভাবিকতা ফিরে আসে ৷" তিনি আরও জানান, গোটা বিষয়টি তিনি মানব সম্পদ উন্নয়ন মন্ত্রককে জানিয়েছেন ৷ ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে তাঁদের ৷

প্রসঙ্গত, 5 জানুয়ারি সন্ধেবেলা দুষ্কৃতী হামলায় আক্রান্ত হন JNU-এর ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ । অধ্যাপকদেরও মারধর করা হয় । পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা । তারপর থেকেই উত্তপ্ত দিল্লির এই বিশ্ববিদ্যালয় ৷ আক্রান্ত ও বামপন্থী ছাত্র সংগঠনগুলির তরফে অভিযোগ করা হয়েছে, ABVP বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উপর এই হামলা চালিয়েছে ৷

দিল্লি, 10 জানুয়ারি : পুলিশের অভিযোগ নাকচ করলেন JNU-র ছাত্র সংসদ সভানেত্রী ঐশী ঘোষ ৷ হামলাকারীদের মধ্যে ছিলেন না ৷ সাফ জানিয়ে দিলেন ৷ বরং পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন ঐশী ৷ বললেন, "মুখোশধারীদের মধ্যে আমরা ছিলাম না ৷ বরং আমি আক্রান্ত হয়েছি ৷ সেদিনের রক্তমাখা পোশাক আজও আমার কাছে রয়েছে ৷"

আজ দিল্লি পুলিশের তরফে বিশ্ববিদ্যালয়ে একাধিক হামলার ঘটনার ফোটোগ্রাফ সামনে আনা হয় ৷ তবে পুলিশ স্বীকার করে নিয়েছে, 5 তারিখের হামলার ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করতে সমস্যা হচ্ছে ৷ কারণ, সেদিনের পর্যাপ্ত CCTV ফুটেজ নেই ৷ আজ সাংবাদিকদের সামনে দিল্লি পুলিশের তরফে এও জানানো হয়, সেদিন সন্ধের ঘটনার আগে ক্যাম্পাসে যে হামলা হয় সেখানে মোট 9 জনকে চিহ্নিত করা হয়েছে ৷ যার মধ্যে রয়েছে ঐশী ও ABVP-র দুই সদস্য৷ তাদের নাম যোগেন্দ্র ভরদ্বাজ ও বিকাশ প্যাটেল ৷

পুলিশের এই বয়ানের পর ঐশী বলেন, "আইন-শৃঙ্খলার উপর সম্পূর্ণ আস্থা রয়েছে ৷ আমরা কোনও অন্যায় করিনি ৷ দিল্লি পুলিশ আমাদের ফুটেজ সামনে আনুক ৷ আমরা সন্দেহভাজন প্রমাণিত হব না ৷"

আজই মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের সচিব অমিত খারের সঙ্গে বৈঠক করেন ঐশী ৷ সেই বৈঠক থেকে বেরিয়ে এসে বলেন, " JNU-এর উপাচার্যকে অবিলম্বে অপসারণের দাবি জানাচ্ছি আমরা ৷ আমরা এমন একজন উপাচার্য চাইছি যাতে নতুনভাবে সবকিছু শুরু হতে পারে ৷ ক্যাম্পাসের স্বাভাবিকতা ফিরে আসে ৷" তিনি আরও জানান, গোটা বিষয়টি তিনি মানব সম্পদ উন্নয়ন মন্ত্রককে জানিয়েছেন ৷ ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে তাঁদের ৷

প্রসঙ্গত, 5 জানুয়ারি সন্ধেবেলা দুষ্কৃতী হামলায় আক্রান্ত হন JNU-এর ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ । অধ্যাপকদেরও মারধর করা হয় । পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা । তারপর থেকেই উত্তপ্ত দিল্লির এই বিশ্ববিদ্যালয় ৷ আক্রান্ত ও বামপন্থী ছাত্র সংগঠনগুলির তরফে অভিযোগ করা হয়েছে, ABVP বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উপর এই হামলা চালিয়েছে ৷

Bhiwandi (Maharashtra), Jan 10 (ANI): Massive fire engulfed cloth godown in Maharashtra's Bhiwandi on January 10. Fire tenders rushed to the spot to douse the flames. No injuries have been reported so far. Further investigation is underway. More details are awaited.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.