আগ্রা, 19 অগাস্ট : খোঁজ পাওয়া গেল আগ্রা হাইজ্যাক হওয়া বাসটির ৷ ঝাঁসি পৌঁছানোর পরই 34 জন যাত্রীকে ছেড়ে দেওয়া হয় ৷ সকলেই সুরক্ষিত রয়েছেন ৷ এরপর ইটাবায় বাসটির খোঁজ পায় পুলিশ ৷
একেবারে সিনেমার কায়দায় তাজমহলের শহর আগ্রা থেকে দিনে দুপুরে যাত্রীবাহী বাস হাইজ্যাক ! 34 জন যাত্রী নিয়ে বাসটি গুরুগ্রাম থেকে মধ্যপ্রদেশের গোয়ালিয়রের দিকে যাচ্ছিল ৷ জানা গেছে, নিউ সাউদার্ন বাইপাসের কাছে একটি একটি জাইলো গাড়ি বাসটিকে দাঁড় করায় ৷ গাড়ির আরোহীরা বাসে উঠে নিজেদের ফাইনান্স কম্পানির কর্মী বলে পরিচয় দেয় ৷ এরপর ড্রাইভার ও খালাসিকে নামিয়ে বাসটিকে নিয়ে চলে যায় ৷ ঘটনায় হইচই পড়ে যায় আগ্রায় ৷
এই বিষয়ে আজ সকালে গোয়ালিয়র থানায় অভিযোগ জানান বাসের ড্রাইভার ও কনডাক্টর ৷ তাঁরা পুলিশকে জানান, চারজন লোক বাস থামিয়ে নিজেদের ফাইনান্স কম্পানির কর্মী বলে পরিচয় দেয় ৷ এরপর ড্রাইভার ও খালাসিকে নামিয়ে বাসটি নিয়ে চলে যায় ৷ ঘটনাস্থানে পৌঁছে আগ্রা পুলিশের অ্যাসিস্টেন্ট সুপারিটেনডেন্ট বাবলু কুমার জানান, "আজ সকালে ড্রাইভার ও খালাসি সহ তিনজন এই ঘটনায় গোয়ালিয়র থানায় অভিযোগ দায়ের করেছে ৷ গুরগাঁও থেকে পান্নাগামী বেসরকারি বাসটি ফাইনান্স কম্পানির কর্মীরা বাজেয়াপ্ত করে ৷ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে ৷ আমরা বিষয়টির তদন্ত করছি ৷"
জানা গেছে, UP-75M-3516 নম্বর যুক্ত ওই বাসটির মালিক গতকালই মারা গিয়েছেন ৷ এরপর আজ সকালে শ্রীরাম ফাইনান্স কম্পানির কর্মীরা বাসটিকে মাঝপথেই তুলে নিয়ে যায় ৷ পরে কম্পানির তরফে জানানো হয় যে বাসটি ঝাঁসিতে রয়েছে ৷ এই বিষয়ে উত্তরপ্রদেশ সরকার বিবৃতি দিয়ে জানিয়েছে, ওই ফাইনান্স কম্পানি অবৈধভাবে বাস তুলে নিয়ে গেছে ৷