ETV Bharat / bharat

একাধিক সম্পর্কের জের? যুবতি, শিশুকন্যা, ব্যক্তির আধপোড়া দেহ উদ্ধারে বাড়ছে রহস্য - Burnt Bodies Of Man, Woman, Mouths Taped, Found In Chhattisgarh

যুবতি ও শিশুকন্যার আধপোড়া দেহ উদ্ধার ৷ বাড়ছে রহস্য ৷ উঠে আসছে একাধিক প্রণয়ঘটিত সম্পর্কের কথা ৷

Burnt Bodies Of Man, Woman, Found In Chhattisgarh
মহিলার সহ তিনজনের দেহ উদ্ধার
author img

By

Published : Jan 22, 2020, 9:46 AM IST

দুর্গ, ২২ জানুয়ারি : এক যুবতি, তাঁর দু মাসের শিশুকন্যা এবং অজ্ঞাতপরিচয় ব্যক্তির আধপোড়া দেহ উদ্ধার। গতকাল সকালে ছত্তিশগড়ের দুর্গ জেলায় তিনটি দেহ উদ্ধার করে পুলিশ। জানা গিয়েছে মৃত ওই যুবতির নাম মঞ্জু সূর্যবংশী ৷ বয়স ২৫ বছর। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, মঞ্জু নামের ওই যুবতির একাধিক প্রণয়ঘটিত সম্পর্কে লিপ্ত ছিল। মৃত ওই যুবতির ফ্ল্যাটের দেওয়ালেও এ জাতীয় কথা লেখা ছিল বলেও জানান পুলিশ আধিকারিকরা।

ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। মৃত মঞ্জু সূর্যবংশী ও অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির মুখও আটকানো ছিল টেপ দিয়ে। মঞ্জু নামে ওই যুবতির হাত ও পা দড়ি দিয়ে বাঁধা ছিল বলেও জানা গিয়েছে।

ঘটনায় আরও একটি দিকও উঠে এসেছে পুলিশি তদন্তে ৷ এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি মঞ্জুর মাকে ফোন করে ওই যুবতির ফোন থেকেই । বলা হয়, তাঁর মেয়ে আগুনে পুড়ে যাচ্ছে। কিন্তু সেই কণ্ঠ শনাক্ত করা যায়নি এখনও ৷

ঘটনার পর ওই যুবতির স্বামী রবি শর্মাকে জিজ্ঞাসাবাদের জন্য ওড়িশার রাউলকেল্লা থেকে আটক করা হয়েছে ৷ বেশ কিছু বছর আগে মঞ্জুর সঙ্গে তাঁর প্রথম স্বামীর বিবাহবিচ্ছেদ হয়েছে। এরপর রবির সঙ্গে বিয়ে হয় তাঁর।

দুর্গ, ২২ জানুয়ারি : এক যুবতি, তাঁর দু মাসের শিশুকন্যা এবং অজ্ঞাতপরিচয় ব্যক্তির আধপোড়া দেহ উদ্ধার। গতকাল সকালে ছত্তিশগড়ের দুর্গ জেলায় তিনটি দেহ উদ্ধার করে পুলিশ। জানা গিয়েছে মৃত ওই যুবতির নাম মঞ্জু সূর্যবংশী ৷ বয়স ২৫ বছর। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, মঞ্জু নামের ওই যুবতির একাধিক প্রণয়ঘটিত সম্পর্কে লিপ্ত ছিল। মৃত ওই যুবতির ফ্ল্যাটের দেওয়ালেও এ জাতীয় কথা লেখা ছিল বলেও জানান পুলিশ আধিকারিকরা।

ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। মৃত মঞ্জু সূর্যবংশী ও অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির মুখও আটকানো ছিল টেপ দিয়ে। মঞ্জু নামে ওই যুবতির হাত ও পা দড়ি দিয়ে বাঁধা ছিল বলেও জানা গিয়েছে।

ঘটনায় আরও একটি দিকও উঠে এসেছে পুলিশি তদন্তে ৷ এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি মঞ্জুর মাকে ফোন করে ওই যুবতির ফোন থেকেই । বলা হয়, তাঁর মেয়ে আগুনে পুড়ে যাচ্ছে। কিন্তু সেই কণ্ঠ শনাক্ত করা যায়নি এখনও ৷

ঘটনার পর ওই যুবতির স্বামী রবি শর্মাকে জিজ্ঞাসাবাদের জন্য ওড়িশার রাউলকেল্লা থেকে আটক করা হয়েছে ৷ বেশ কিছু বছর আগে মঞ্জুর সঙ্গে তাঁর প্রথম স্বামীর বিবাহবিচ্ছেদ হয়েছে। এরপর রবির সঙ্গে বিয়ে হয় তাঁর।

Dharamshala (Himachal Pradesh), Jan 22 (ANI): Himachal Pradesh's Dharamshala received fresh spell of snow. The city looked beautiful as covered with white blanket of snow. Tourists visited Dharamshala to enjoy the snowfall. The overall beauty of the city got increased due to snow at lakeside, on hills, on houses and also over the vehicles. The minimum temperature of Dharamshala is recorded at 4digree C.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.