ETV Bharat / bharat

বাজেট 2020 : আরও ব্যয় করুন, সঠিক ব্যয় করুন

দেশে আর্থিক মন্দা চলাকালীন 1 ফেব্রুয়ারি অর্থমন্ত্রীর বাজেট পেশের দিকে তাকিয়ে রয়েছেন আম জনতা থেকে শুরু করে বড় ব্যবসায়ীরা ৷ আর্থিক বৃদ্ধির হারের পতন আটকাতে সরকারি ব্যয় দরকার বলে মনে করছেন অর্থনীতিবিদ মহেন্দ্র বাবু কুরুবা ৷ জানালেন তার কারণও ৷

নির্মলা সীতারমন
নির্মলা সীতারমন
author img

By

Published : Jan 24, 2020, 9:14 AM IST

হায়দরাবাদ, 24 জানুয়ারি : 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট ৷ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ কী কী থাকতে পারে এই বাজেটে ? কোন জিনিসের দাম বাড়তে পারে, বা কোন জিনিসের দাম কমতে পারে সেদিকে নজর থাকবে আম জনতার ৷

11 বছরে খুবই ধীরগতিতে এগোচ্ছে ভারতের অর্থনীতি ৷ বিগত চার দশকে বেড়েছে বেকারত্বের মাত্রাও ৷ আকাশ ছুঁয়েছে সবজির দামও ৷ বিভিন্ন উৎপাদন ক্ষেত্রে, কৃষিতে বা গ্রামের উন্নয়নের জন্য স্বল্প প্রশিক্ষিত শ্রমিকের পরিমাণ তিন শতাংশেরও কম পরিমাণে অগ্রগতি হয়েছে ৷

সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক, গ্লোবাল সোশাল মোবিলিটি ইন্ডেক্স ও বিশ্ব অর্থনীতি মঞ্চের অক্সফাম রিপোর্ট পরিষ্কারভাবে ইঙ্গিত দিয়েছে, ভারতের সম্পদ তৈরির হার ক্রমশ কমছে ৷ এছাড়া ধনী-দরিদ্রদের মধ্যে বিভাজন কমানোর জন্যও কড়া পদক্ষেপ করা উচিত ৷

এর থেকে বেরোনোর রাস্তা কী ?

বেশি সরকারি ব্যয় এটির একটি সমাধান হতে পারে ৷ এমনকী, যখন বাজারে যথেষ্ট পরিমাণে পণ্য মিললেও মানুষের অপর্যাপ্ত কেনার ক্ষমতার কারণেও অর্থনীতিতে ধীরগতি এসেছে ৷ রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সম্প্রতি প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, গ্রাহকদের আস্থা কমেছে, কারখানাগুলিতে উৎপাদন কমেছে ৷ যার এক কথায় অর্থ, বাজারে চাহিদা কমেছে ৷ অর্থনীতিতে প্রয়োজনীয় উত্তরণেই এর সমাধান সম্ভব ৷

2019 সালে আর্থিক মন্দা কাটাতে রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিজে থেকেই পদক্ষেপ করে ৷ তারা রেপো রেট 135 পয়েন্ট কমিয়ে দেয় ৷ যাতে বাড়ি, গাড়ির ঝণে সুদের হার কমার সম্ভাবনা বাড়ে ৷

আর্থিক মন্দা

সোজা কথায়, একটি আর্থিক বছরে সরকারের মোট ঋণের পরিমাণ এই আর্থিক মন্দাকেই ইঙ্গিত করে ৷ এটি আয় ও ব্যয়ের মধ্যে পার্থক্য ৷ আরও বেশি সরকারি ব্যয় এই আর্থিক মন্দাকে বাড়িয়ে দিতে পারে ৷ এর ফলে মূল্যবৃদ্ধি হতে পারে ৷ অর্থনীতিতে আরও বড় সমস্যা দেখা দিতে পারে ৷

budget
পরিকাঠামো ক্ষেত্রে বরাদ্দ বাড়ালে বাড়বে কর্মসংস্থানের সুযোগ, বলছেন বিশেষজ্ঞরা

নির্দিষ্ট ক্ষেত্রে ব্যয় প্রয়োজন

আমাদের ব্যয় করা উচিত কি না সে বিষয়ে ধারণা থাকা উচিত ৷ তারপরই প্রশ্ন আসে কোথায় ব্যয় করতে হবে ৷ কৃষি এমন একটি ক্ষেত্র যেখানে সরকার আরও বিনিয়োগ করলে ভালো ফল পাওয়া যেতে পারে ৷ 2012-2018 সালের মধ্যে কৃষি ক্ষেত্র থেকে হওয়া আয়ের GDP-র শতকরা 3.1 শতাংশে নেমে গেছিল যা 2002-2011 সালের মধ্যে 4.4 শতাংশ ছিল ৷ কৃষি ক্ষেত্রে আয়ে এই ধরনের হ্রাস গ্রহণযোগ্যতাকে কমিয়ে দেয় ৷ আয়ের পরিমাণ বাড়িয়ে গ্রাহকদের চাহিদা পূরণ করাই প্রধান কাজ ৷

budget
GDP বৃদ্ধির হার (ত্রৈমাসিক)

গ্রামীণ কাঠামো ও সাপ্লাই চেইনে বিনিয়োগের মাধ্যমে মান বৃদ্ধি হতে পারে ৷ এর ফলে শুধুমাত্র কাঠামোতেই উন্নতি হবে তা নয়, দেশের গ্রামীণ দৃষ্টিভঙ্গিও বদলাবে, যা অর্থনীতিতে সাহায্য করবে ৷ এটিই উপযুক্ত সময় ব্যয় করার ও সঠিক ব্যয় করার ৷

ডঃ মহেন্দ্র বাবু কুরুবা, সহ অধ্যাপক, এইচ এন বি গারওয়াল সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়, উত্তরাখণ্ড

হায়দরাবাদ, 24 জানুয়ারি : 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট ৷ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ কী কী থাকতে পারে এই বাজেটে ? কোন জিনিসের দাম বাড়তে পারে, বা কোন জিনিসের দাম কমতে পারে সেদিকে নজর থাকবে আম জনতার ৷

11 বছরে খুবই ধীরগতিতে এগোচ্ছে ভারতের অর্থনীতি ৷ বিগত চার দশকে বেড়েছে বেকারত্বের মাত্রাও ৷ আকাশ ছুঁয়েছে সবজির দামও ৷ বিভিন্ন উৎপাদন ক্ষেত্রে, কৃষিতে বা গ্রামের উন্নয়নের জন্য স্বল্প প্রশিক্ষিত শ্রমিকের পরিমাণ তিন শতাংশেরও কম পরিমাণে অগ্রগতি হয়েছে ৷

সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক, গ্লোবাল সোশাল মোবিলিটি ইন্ডেক্স ও বিশ্ব অর্থনীতি মঞ্চের অক্সফাম রিপোর্ট পরিষ্কারভাবে ইঙ্গিত দিয়েছে, ভারতের সম্পদ তৈরির হার ক্রমশ কমছে ৷ এছাড়া ধনী-দরিদ্রদের মধ্যে বিভাজন কমানোর জন্যও কড়া পদক্ষেপ করা উচিত ৷

এর থেকে বেরোনোর রাস্তা কী ?

বেশি সরকারি ব্যয় এটির একটি সমাধান হতে পারে ৷ এমনকী, যখন বাজারে যথেষ্ট পরিমাণে পণ্য মিললেও মানুষের অপর্যাপ্ত কেনার ক্ষমতার কারণেও অর্থনীতিতে ধীরগতি এসেছে ৷ রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সম্প্রতি প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, গ্রাহকদের আস্থা কমেছে, কারখানাগুলিতে উৎপাদন কমেছে ৷ যার এক কথায় অর্থ, বাজারে চাহিদা কমেছে ৷ অর্থনীতিতে প্রয়োজনীয় উত্তরণেই এর সমাধান সম্ভব ৷

2019 সালে আর্থিক মন্দা কাটাতে রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিজে থেকেই পদক্ষেপ করে ৷ তারা রেপো রেট 135 পয়েন্ট কমিয়ে দেয় ৷ যাতে বাড়ি, গাড়ির ঝণে সুদের হার কমার সম্ভাবনা বাড়ে ৷

আর্থিক মন্দা

সোজা কথায়, একটি আর্থিক বছরে সরকারের মোট ঋণের পরিমাণ এই আর্থিক মন্দাকেই ইঙ্গিত করে ৷ এটি আয় ও ব্যয়ের মধ্যে পার্থক্য ৷ আরও বেশি সরকারি ব্যয় এই আর্থিক মন্দাকে বাড়িয়ে দিতে পারে ৷ এর ফলে মূল্যবৃদ্ধি হতে পারে ৷ অর্থনীতিতে আরও বড় সমস্যা দেখা দিতে পারে ৷

budget
পরিকাঠামো ক্ষেত্রে বরাদ্দ বাড়ালে বাড়বে কর্মসংস্থানের সুযোগ, বলছেন বিশেষজ্ঞরা

নির্দিষ্ট ক্ষেত্রে ব্যয় প্রয়োজন

আমাদের ব্যয় করা উচিত কি না সে বিষয়ে ধারণা থাকা উচিত ৷ তারপরই প্রশ্ন আসে কোথায় ব্যয় করতে হবে ৷ কৃষি এমন একটি ক্ষেত্র যেখানে সরকার আরও বিনিয়োগ করলে ভালো ফল পাওয়া যেতে পারে ৷ 2012-2018 সালের মধ্যে কৃষি ক্ষেত্র থেকে হওয়া আয়ের GDP-র শতকরা 3.1 শতাংশে নেমে গেছিল যা 2002-2011 সালের মধ্যে 4.4 শতাংশ ছিল ৷ কৃষি ক্ষেত্রে আয়ে এই ধরনের হ্রাস গ্রহণযোগ্যতাকে কমিয়ে দেয় ৷ আয়ের পরিমাণ বাড়িয়ে গ্রাহকদের চাহিদা পূরণ করাই প্রধান কাজ ৷

budget
GDP বৃদ্ধির হার (ত্রৈমাসিক)

গ্রামীণ কাঠামো ও সাপ্লাই চেইনে বিনিয়োগের মাধ্যমে মান বৃদ্ধি হতে পারে ৷ এর ফলে শুধুমাত্র কাঠামোতেই উন্নতি হবে তা নয়, দেশের গ্রামীণ দৃষ্টিভঙ্গিও বদলাবে, যা অর্থনীতিতে সাহায্য করবে ৷ এটিই উপযুক্ত সময় ব্যয় করার ও সঠিক ব্যয় করার ৷

ডঃ মহেন্দ্র বাবু কুরুবা, সহ অধ্যাপক, এইচ এন বি গারওয়াল সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়, উত্তরাখণ্ড

Anaheim (United States), Jan 23 (ANI): Forty Years ago, the first musical electronic keyboard - the Casio tone CT-201 - was introduced to the world with the goal of bringing enjoyment of music to more people. Casio is celebrating this important occasion at its booth in the NAMM show, held in Anaheim, California. This is the largest gathering of its kind with participation of more than 2,000 musical instrument companies from all over the world. Casio's invention brought the charm of music to the people regardless of their skill level in playing musical instruments. Many music lovers are visiting Casio's booth to celebrate its instrument's 40th anniversary. Some are checking its latest product and new trend of music while others are having hands on experience. These new products are attracting attention with the concept of connecting music and lifestyle. Casio electronic musical instruments have been sold over 90 million units. This success reflects the commitment of Japanese company to further advance that bring more people the joy of playing musical instrument.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.