ETV Bharat / bharat

ব্রহ্মোসের সফল পরীক্ষা, অভিনন্দন রাজনাথের

ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ় মিজ়াইলের পরীক্ষামূলক সফল উৎক্ষেপণ৷ টুইটে জানাল DRDO৷ প্রাইম স্ট্রাইক উইপন হিসেবে অপরিহার্য এই মিজ়াইলগুলি অনেক দূরের কোনও কিছুতেও আঘাত হানতে পারে৷

author img

By

Published : Oct 18, 2020, 6:51 PM IST

brahmos_supersonic_cruise_missile_successfully_test_fired
ব্রহ্মোসের সফল উৎক্ষেপণে আরও সমৃদ্ধ ভারতীয় নৌবাহিনী

দিল্লি, 18 অক্টোবর : ব্রহ্মোস (BRAHMOS) সুপারসনিক ক্রুজ় মিজ়াইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ আজ সফলভাবেই করল ডিফেন্স রিসার্চ অ্যাান্ড ডেভেলপমেন্ট অরগানাইজ়েশন (DRDO)৷ এক টুইটে DRDO জানিয়েছে, এদিন আরব সাগরে লক্ষ্য স্থির করে সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে নির্মিত স্টিল্থ ডেস্ট্রয়ার INS চেন্নাই থেকে মিজ়াইলটি ছোড়া হয়৷ অনেক উচ্চ পর্যায়ের এবং জটিল মহড়ার পর মিজ়াইলটি নিখুঁতভাবে লক্ষ্যভেদ করে৷

প্রাইম স্ট্রাইক হিসেবে অপরিহার্য এই মিজ়াইলগুলি অনেক দূরের কোনও কিছুতেও আঘাত হানতে পারে৷ ফলে মিজ়াইলগুলি নিঃসন্দেহে ভারতীয় নৌবাহিনীকে আরও আক্রমণাত্মক ও ক্ষমতাশালী করে তুলতে সক্ষম৷

  • BRAHMOS, the supersonic cruise missile was successfully test fired today on 18th October 2020 from Indian Navy’s indigenously-built stealth destroyer
    INS Chennai, hitting a target in the Arabian Sea. The missile hit the target successfully with pin-point accuracy.

    — DRDO (@DRDO_India) October 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ব্রহ্মোসের সফল উৎক্ষেপণের জন্য DRDO-কে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । এই উৎক্ষেপণে জড়িত বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন DRDO-র চেয়ারম্যান জি সতীশ রেড্ডি ।

দিল্লি, 18 অক্টোবর : ব্রহ্মোস (BRAHMOS) সুপারসনিক ক্রুজ় মিজ়াইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ আজ সফলভাবেই করল ডিফেন্স রিসার্চ অ্যাান্ড ডেভেলপমেন্ট অরগানাইজ়েশন (DRDO)৷ এক টুইটে DRDO জানিয়েছে, এদিন আরব সাগরে লক্ষ্য স্থির করে সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে নির্মিত স্টিল্থ ডেস্ট্রয়ার INS চেন্নাই থেকে মিজ়াইলটি ছোড়া হয়৷ অনেক উচ্চ পর্যায়ের এবং জটিল মহড়ার পর মিজ়াইলটি নিখুঁতভাবে লক্ষ্যভেদ করে৷

প্রাইম স্ট্রাইক হিসেবে অপরিহার্য এই মিজ়াইলগুলি অনেক দূরের কোনও কিছুতেও আঘাত হানতে পারে৷ ফলে মিজ়াইলগুলি নিঃসন্দেহে ভারতীয় নৌবাহিনীকে আরও আক্রমণাত্মক ও ক্ষমতাশালী করে তুলতে সক্ষম৷

  • BRAHMOS, the supersonic cruise missile was successfully test fired today on 18th October 2020 from Indian Navy’s indigenously-built stealth destroyer
    INS Chennai, hitting a target in the Arabian Sea. The missile hit the target successfully with pin-point accuracy.

    — DRDO (@DRDO_India) October 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ব্রহ্মোসের সফল উৎক্ষেপণের জন্য DRDO-কে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । এই উৎক্ষেপণে জড়িত বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন DRDO-র চেয়ারম্যান জি সতীশ রেড্ডি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.