ETV Bharat / bharat

নর্দমায় উদ্ধার দিল্লি সংঘর্ষে মৃত IB অফিসারের দেহ, কাঠগড়ায়  AAP নেতা - দিল্লি হিংসা ২০২০

ইন্টেলিজেন্স বিউরোতে সিকিউরিটি অ্যাসিট্যান্ট হিসেবে কাজ করতেন অঙ্কিত শর্মা । মঙ্গলবার তিনি বাড়ি ফিরছিলেন । সেই সময়ে জাফরাবাদের পরিস্থিতি ভয়াবহ । পুলিশ সূত্রে খবর, চাঁদবাগ ব্রিজে তাঁকে আক্রমণ করে বিক্ষোভকারীরা । মৃত্যুর পর তাঁর দেহ নর্দমায় ছুড়ে ফেলে দেওয়া হয় ।

delhi
delhi
author img

By

Published : Feb 26, 2020, 5:31 PM IST

Updated : Feb 26, 2020, 9:09 PM IST

দিল্লি, 26 ফেব্রুয়ারি : জাফরাবাদে নর্দমা থেকে উদ্ধার হল ইন্টেলিজেন্স বিউরো অফিসারের দেহ । গতকাল থেকে নিখোঁজ ছিলেন অঙ্কিত শর্মা (26) নামের এই অফিসার । পুলিশের প্রাথমিক ধারণা, শেষ নিঃশ্বাস ত্য়াগের মুহূর্ত পর্যন্ত অঙ্কিতকে মারধর করা হয় । এরপর তাঁর মৃতদেহ নর্দমায় ফেলে দিয়ে যায় বিক্ষোভকারীরা । অঙ্কিতের বাবা রবিন্দর শর্মা যদিও ছেলের মৃত্যুর জন্য দায়ি করছেন আম আদমি পার্টির নেতাকে। ইন্টেলিজেন্স বিউরোতেই কর্মরত ছিলেন রবিন্দর শর্মা । পুলিশকে রবিন্দর শর্মা জানান, AAP-র এক নেতা অঙ্কিতকে আক্রমণ করে । সে অঙ্কিতকে খুন করেছে । তাঁকে মারধর করার পর গুলি চালানো হয়েছিল বলে দাবি করেন রবিন্দর ।

উত্তর-পূর্ব দিল্লির পরিস্থিতি এখনও ভয়াবহ । সময়ে বাড়ছে মৃতের সংখ্যা । নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থক এবং বিরোধীদের মধ্যে সংঘর্ষের জেরে এখনও পর্যন্ত 27 জনের মৃত্যু হয়েছে । 180 জনের বেশি মানুষ জখম । ধর্মীয় সংখ্যালঘু মানুষের উপর অত্যাচার চলছে বলে অভিযোগ করছেন বিরোধীরা । পাশাপাশি দিল্লি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে । বিরোধীদের দাবি, সংঘর্ষে মদত দিয়েছে পুলিশ এবং পুলিশ এই পরিস্থিতি নিয়ন্ত্রণে অক্ষম ।

IB
অঙ্কিত শর্মা, মৃত ইন্টালিজেন্স বিউরো অফিসার

ইন্টেলিজেন্স বিউরোতে সিকিউরিটি অ্যাসিট্যান্ট হিসেবে কাজ করতেন অঙ্কিত শর্মা । মঙ্গলবার তিনি বাড়ি ফিরছিলেন । সেই সময়ে জাফরাবাদের পরিস্থিতি ভয়াবহ । পুলিশ সূত্রে খবর, চাঁদবাগ ব্রিজে তাঁকে আক্রমণ করে বিক্ষোভকারীরা । মারতে শুরু করে অঙ্কিত শর্মাকে । মৃত্যুর পর তাঁর দেহ নর্দমায় ছুড়ে ফেলে দেওয়া হয় । গতকাল থেকেই অঙ্কিতের বাড়ি ফেরার অপেক্ষায় ছিল তাঁর পরিবার । তাঁরা জানত অঙ্কিত শর্মা নিখোঁজ । কিন্তু তাঁর মৃত্যু হয়েছে একথা মানতে পারেনি পরিবারের সদস্যরা । মৃত্যুর খবর আসতেই কান্নায় ভেঙে পড়েছেন তাঁরা ।

  • Such a tragic loss of life. The culprits must not be spared. 20 people have already lost their lives. So painful to watch people of Delhi suffering

    Praying that we recover from this tragedy soon n work together to undo damage done to people n communities https://t.co/5iYR5jiNbu

    — Arvind Kejriwal (@ArvindKejriwal) February 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">


দিল্লি হিংসা : অমিত শাহ কোথায় ছিলেন, কী করছিলেন ; প্রশ্ন সোনিয়ার

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছেন । এই প্রসঙ্গে তিনি একটি টুইট করেন । টুইটে তিনি লেখেন, "এই মৃত্যু দুঃখজনক । অপরাধীদের ক্ষমা করা হবে না । ইতিমধ্যেই 20 জনের মৃত্যু হয়েছে । দিল্লির মানুষকে কষ্ট পেতে দেখা খুব যন্ত্রণাদায়ক । প্রার্থনা করি আমরা এই সময়ের থেকে খুব শীঘ্রই বেরিয়ে আসতে পারব । যে ক্ষতি হয়েছে তা ঠিক করার জন্য আমরা একসঙ্গে কাজ করব ।" হাইকোর্টের তরফেও জানানো হয় অঙ্কিত শর্মার মৃত্যু দুর্ভাগ্যজনক ।

দিল্লি, 26 ফেব্রুয়ারি : জাফরাবাদে নর্দমা থেকে উদ্ধার হল ইন্টেলিজেন্স বিউরো অফিসারের দেহ । গতকাল থেকে নিখোঁজ ছিলেন অঙ্কিত শর্মা (26) নামের এই অফিসার । পুলিশের প্রাথমিক ধারণা, শেষ নিঃশ্বাস ত্য়াগের মুহূর্ত পর্যন্ত অঙ্কিতকে মারধর করা হয় । এরপর তাঁর মৃতদেহ নর্দমায় ফেলে দিয়ে যায় বিক্ষোভকারীরা । অঙ্কিতের বাবা রবিন্দর শর্মা যদিও ছেলের মৃত্যুর জন্য দায়ি করছেন আম আদমি পার্টির নেতাকে। ইন্টেলিজেন্স বিউরোতেই কর্মরত ছিলেন রবিন্দর শর্মা । পুলিশকে রবিন্দর শর্মা জানান, AAP-র এক নেতা অঙ্কিতকে আক্রমণ করে । সে অঙ্কিতকে খুন করেছে । তাঁকে মারধর করার পর গুলি চালানো হয়েছিল বলে দাবি করেন রবিন্দর ।

উত্তর-পূর্ব দিল্লির পরিস্থিতি এখনও ভয়াবহ । সময়ে বাড়ছে মৃতের সংখ্যা । নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থক এবং বিরোধীদের মধ্যে সংঘর্ষের জেরে এখনও পর্যন্ত 27 জনের মৃত্যু হয়েছে । 180 জনের বেশি মানুষ জখম । ধর্মীয় সংখ্যালঘু মানুষের উপর অত্যাচার চলছে বলে অভিযোগ করছেন বিরোধীরা । পাশাপাশি দিল্লি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে । বিরোধীদের দাবি, সংঘর্ষে মদত দিয়েছে পুলিশ এবং পুলিশ এই পরিস্থিতি নিয়ন্ত্রণে অক্ষম ।

IB
অঙ্কিত শর্মা, মৃত ইন্টালিজেন্স বিউরো অফিসার

ইন্টেলিজেন্স বিউরোতে সিকিউরিটি অ্যাসিট্যান্ট হিসেবে কাজ করতেন অঙ্কিত শর্মা । মঙ্গলবার তিনি বাড়ি ফিরছিলেন । সেই সময়ে জাফরাবাদের পরিস্থিতি ভয়াবহ । পুলিশ সূত্রে খবর, চাঁদবাগ ব্রিজে তাঁকে আক্রমণ করে বিক্ষোভকারীরা । মারতে শুরু করে অঙ্কিত শর্মাকে । মৃত্যুর পর তাঁর দেহ নর্দমায় ছুড়ে ফেলে দেওয়া হয় । গতকাল থেকেই অঙ্কিতের বাড়ি ফেরার অপেক্ষায় ছিল তাঁর পরিবার । তাঁরা জানত অঙ্কিত শর্মা নিখোঁজ । কিন্তু তাঁর মৃত্যু হয়েছে একথা মানতে পারেনি পরিবারের সদস্যরা । মৃত্যুর খবর আসতেই কান্নায় ভেঙে পড়েছেন তাঁরা ।

  • Such a tragic loss of life. The culprits must not be spared. 20 people have already lost their lives. So painful to watch people of Delhi suffering

    Praying that we recover from this tragedy soon n work together to undo damage done to people n communities https://t.co/5iYR5jiNbu

    — Arvind Kejriwal (@ArvindKejriwal) February 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">


দিল্লি হিংসা : অমিত শাহ কোথায় ছিলেন, কী করছিলেন ; প্রশ্ন সোনিয়ার

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছেন । এই প্রসঙ্গে তিনি একটি টুইট করেন । টুইটে তিনি লেখেন, "এই মৃত্যু দুঃখজনক । অপরাধীদের ক্ষমা করা হবে না । ইতিমধ্যেই 20 জনের মৃত্যু হয়েছে । দিল্লির মানুষকে কষ্ট পেতে দেখা খুব যন্ত্রণাদায়ক । প্রার্থনা করি আমরা এই সময়ের থেকে খুব শীঘ্রই বেরিয়ে আসতে পারব । যে ক্ষতি হয়েছে তা ঠিক করার জন্য আমরা একসঙ্গে কাজ করব ।" হাইকোর্টের তরফেও জানানো হয় অঙ্কিত শর্মার মৃত্যু দুর্ভাগ্যজনক ।

Last Updated : Feb 26, 2020, 9:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.