দিল্লি, 26 ফেব্রুয়ারি : জাফরাবাদে নর্দমা থেকে উদ্ধার হল ইন্টেলিজেন্স বিউরো অফিসারের দেহ । গতকাল থেকে নিখোঁজ ছিলেন অঙ্কিত শর্মা (26) নামের এই অফিসার । পুলিশের প্রাথমিক ধারণা, শেষ নিঃশ্বাস ত্য়াগের মুহূর্ত পর্যন্ত অঙ্কিতকে মারধর করা হয় । এরপর তাঁর মৃতদেহ নর্দমায় ফেলে দিয়ে যায় বিক্ষোভকারীরা । অঙ্কিতের বাবা রবিন্দর শর্মা যদিও ছেলের মৃত্যুর জন্য দায়ি করছেন আম আদমি পার্টির নেতাকে। ইন্টেলিজেন্স বিউরোতেই কর্মরত ছিলেন রবিন্দর শর্মা । পুলিশকে রবিন্দর শর্মা জানান, AAP-র এক নেতা অঙ্কিতকে আক্রমণ করে । সে অঙ্কিতকে খুন করেছে । তাঁকে মারধর করার পর গুলি চালানো হয়েছিল বলে দাবি করেন রবিন্দর ।
উত্তর-পূর্ব দিল্লির পরিস্থিতি এখনও ভয়াবহ । সময়ে বাড়ছে মৃতের সংখ্যা । নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থক এবং বিরোধীদের মধ্যে সংঘর্ষের জেরে এখনও পর্যন্ত 27 জনের মৃত্যু হয়েছে । 180 জনের বেশি মানুষ জখম । ধর্মীয় সংখ্যালঘু মানুষের উপর অত্যাচার চলছে বলে অভিযোগ করছেন বিরোধীরা । পাশাপাশি দিল্লি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে । বিরোধীদের দাবি, সংঘর্ষে মদত দিয়েছে পুলিশ এবং পুলিশ এই পরিস্থিতি নিয়ন্ত্রণে অক্ষম ।
ইন্টেলিজেন্স বিউরোতে সিকিউরিটি অ্যাসিট্যান্ট হিসেবে কাজ করতেন অঙ্কিত শর্মা । মঙ্গলবার তিনি বাড়ি ফিরছিলেন । সেই সময়ে জাফরাবাদের পরিস্থিতি ভয়াবহ । পুলিশ সূত্রে খবর, চাঁদবাগ ব্রিজে তাঁকে আক্রমণ করে বিক্ষোভকারীরা । মারতে শুরু করে অঙ্কিত শর্মাকে । মৃত্যুর পর তাঁর দেহ নর্দমায় ছুড়ে ফেলে দেওয়া হয় । গতকাল থেকেই অঙ্কিতের বাড়ি ফেরার অপেক্ষায় ছিল তাঁর পরিবার । তাঁরা জানত অঙ্কিত শর্মা নিখোঁজ । কিন্তু তাঁর মৃত্যু হয়েছে একথা মানতে পারেনি পরিবারের সদস্যরা । মৃত্যুর খবর আসতেই কান্নায় ভেঙে পড়েছেন তাঁরা ।
-
Such a tragic loss of life. The culprits must not be spared. 20 people have already lost their lives. So painful to watch people of Delhi suffering
— Arvind Kejriwal (@ArvindKejriwal) February 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Praying that we recover from this tragedy soon n work together to undo damage done to people n communities https://t.co/5iYR5jiNbu
">Such a tragic loss of life. The culprits must not be spared. 20 people have already lost their lives. So painful to watch people of Delhi suffering
— Arvind Kejriwal (@ArvindKejriwal) February 26, 2020
Praying that we recover from this tragedy soon n work together to undo damage done to people n communities https://t.co/5iYR5jiNbuSuch a tragic loss of life. The culprits must not be spared. 20 people have already lost their lives. So painful to watch people of Delhi suffering
— Arvind Kejriwal (@ArvindKejriwal) February 26, 2020
Praying that we recover from this tragedy soon n work together to undo damage done to people n communities https://t.co/5iYR5jiNbu
দিল্লি হিংসা : অমিত শাহ কোথায় ছিলেন, কী করছিলেন ; প্রশ্ন সোনিয়ার
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছেন । এই প্রসঙ্গে তিনি একটি টুইট করেন । টুইটে তিনি লেখেন, "এই মৃত্যু দুঃখজনক । অপরাধীদের ক্ষমা করা হবে না । ইতিমধ্যেই 20 জনের মৃত্যু হয়েছে । দিল্লির মানুষকে কষ্ট পেতে দেখা খুব যন্ত্রণাদায়ক । প্রার্থনা করি আমরা এই সময়ের থেকে খুব শীঘ্রই বেরিয়ে আসতে পারব । যে ক্ষতি হয়েছে তা ঠিক করার জন্য আমরা একসঙ্গে কাজ করব ।" হাইকোর্টের তরফেও জানানো হয় অঙ্কিত শর্মার মৃত্যু দুর্ভাগ্যজনক ।