দিল্লি, 28 ডিসেম্বর : বিহার বিধানসভা নির্বাচন, কয়েকটি রাজ্যের উপনির্বাচন এবং স্থানীয় ভোটে বিজেপির ব্যাপক সাফল্য, কৃষি বিলে রাষ্ট্রপতির সম্মতি প্রমাণ করে নরেন্দ্র মোদির উপর গ্রাম্য মানুষের পূর্ণ আস্থা রয়েছে । মনে করছেন কেন্দ্রীয়মন্ত্রী ও বিজেপি নেত্রী স্মৃতি ইরানি ।
দলীয় কার্যালয়ে সংবাদ বৈঠকে তিনি দাবি করেন, কংগ্রেস এমন ধারণা তৈরি করার চেষ্টা করছে যে দেশের গ্রামাঞ্চলের মানুষ বিজেপির বিরুদ্ধে রয়েছে । কিন্তু সাধারণ মানুষ নির্বাচনে তাদের যোগ্য জবাব দিয়েছে । তিনি আরও বলেন, 27 সেপ্টেম্বরের মধ্যে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কৃষি বিলে সম্মতি জানান । 22 ডিসেম্বর বিজেপি বিহারের বিধানসভা নির্বাচনে জয়লাভ করে । 11টি রাজ্যে উপনির্বাচনে এবং আটটি রাজ্যে স্থানীয় সংস্থা নির্বাচনে ভালো আসন পেয়েছে ।
22 ডিসেম্বর অরুণাচল প্রদেশের স্থানীয় সংস্থা নির্বাচনে বিজেপি 242টি পঞ্চায়েত আসনের মধ্যে 187টিতে জিতেছিল । পসিঘাট পৌরসভা নির্বাচনে জয় পেয়েছে । যেখানে কংগ্রেস কেবল দুটি আসন পেয়েছে । স্মৃতি ইরানি বলেছেন, "গ্রামীণ ভারতের লোকেরা ক্ষমতাসীন বিজেপিকে সমর্থন করে না বলে ভুল তথ্য ছড়াচ্ছিল কংগ্রেস । কংগ্রেস শাসিত রাজস্থানের স্থানীয় নির্বাচনে বিজেপিকে উচ্চ আসন দিয়ে গ্রাম্য অঞ্চলের মানুষরা আশীর্বাদ করেছে ।" তিনি আরও বলেন, "তাদের মন্তব্য ছিল গ্রাম্য এলাকায় বিজেপির তেমন রিচ নেই । কাশ্মীর, অরুণাচল প্রদেশ এবং হায়দরাবাদ স্থানীয় নির্বাচনে জনগণ এর প্রতিক্রিয়া দিয়েছে । যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে জনগণের আস্থা প্রমাণ করে ।"