ETV Bharat / bharat

'সন্ত্রাসবাদী' মন্তব্যে অনড় রাহুল, স্বাধিকার ভঙ্গের নোটিশের দাবি BJP-র - Saadhvi Pragya

ক্ষমা চাওয়ার পরেও একজন মহিলা সাংসদ প্রসঙ্গে এই 'অপমানজনক' মন্তব্য করায়, রাহুল গান্ধির বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনার দাবি তুললেন BJP সাংসদ নিশিকান্ত দুবে ৷ এদিকে নিজের মন্তব্যে আজও অনড় রইলেন রাহুল গান্ধি ৷ BJP-র তরফে স্বাধিকার ভঙ্গের অভিযোগ প্রসঙ্গ তুলে তিনি বলেন, "অভিযোগকারীদের তরফে যদি কোনও আইনি ব্যবস্থা নিতে চায়, তবে তা স্বাগত ৷"

rahul gandhi
রাহুল গান্ধি-সাধ্বী প্রজ্ঞা
author img

By

Published : Nov 29, 2019, 11:23 PM IST

দিল্লি, 29 নভেম্বর : সাধ্বী প্রজ্ঞাকে 'সন্ত্রাসবাদী' বলা প্রসঙ্গে রাহুল গান্ধির বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনার দাবি করছে BJP ৷ এদিকে নিজের মন্তব্যে আজও অনড় রইলেন রাহুল গান্ধি ৷ আজ টুইটে এমনই জানালেন তিনি ৷

BJP-র তরফে স্বাধিকার ভঙ্গের অভিযোগ প্রসঙ্গ তুলে তিনি বলেন, "অভিযোগকারীদের তরফে যদি কোনও ব্যবস্থা নিতে চায়, তবে তা স্বাগত ৷" প্রসঙ্গত সম্প্রতি নাথুরাম গডসেকে দেশপ্রেমী বলেছিলেন BJP সাংসদ সাধ্বী প্রজ্ঞা ৷ এরই প্রেক্ষিতে সাধ্বী প্রজ্ঞাকে পালটা সন্ত্রাসবাদী বলেছিলেন রাহুল গান্ধি ৷ সাধ্বী প্রজ্ঞা ইতিমধ্যে লোকসভায় নিজের মন্তব্যের জন্য ক্ষমাও চেয়েছেন ৷

ক্ষমা চাওয়ার পরেও একজন মহিলা সাংসদ প্রসঙ্গে এই 'অপমানজনক' মন্তব্য করায় রাহুল গান্ধির বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনার দাবি তুললেন BJP সাংসদ নিশিকান্ত দুবে ৷ "একজন মহিলাকে সন্ত্রাসবাদী বলাটা মহাত্মা গান্ধির খুনের থেকেও ঘৃণ্য একটি অপরাধ ৷" রাহুল গান্ধির মন্তব্যের জেরে এমনই বললেন নিশিকান্ত দুবে ৷ একইসঙ্গে তিনি আরও বলেন, " পূর্বে শিবসেনার মুখপত্র সামনাতেও নাথুরাম গডসেকে দেশপ্রেমী বলা হয়েছিল ৷ কিন্তু সেই কংগ্রেস আজ তাদের সঙ্গে সরকার গঠন করছে ৷ ক্ষমতার লোভে কংগ্রেস যে কোনও কিছু করতে পারে ৷"

আরও পড়ুন : গডসে-মন্তব্য: শো-কজ BJP-র, চাপে পড়ে ক্ষমা চাইলেন সাধ্বী প্রজ্ঞা

প্রসঙ্গত, 2008 সালের মালেগাঁও বিস্ফোরণে অভিযোগ উঠেছিল BJP-র এই মহিলা সাংসদের বিরুদ্ধেও ৷ সাধ্বী প্রজ্ঞার মন্তব্যের প্রেক্ষিতে রাহুল গান্ধি তোপ দেগেছিলেন BJP ও RSS-কেও ৷ সাধ্বী প্রজ্ঞা BJP ও RSS -এর আসল রূপ প্রকাশ্যে এনে দিয়েছেন বলেও কটাক্ষ করেছিলেন রাহুল গান্ধি ৷ কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং-ও টুইট করেন, 'রাহুল গান্ধির কোনও অধিকার নেই প্রমাণ ছাড়া কোনও সাংসদকে সন্ত্রাসবাদী বলার ৷ অবিলম্বে তাঁর ক্ষমা চাওয়া উচিত ৷'

দিল্লি, 29 নভেম্বর : সাধ্বী প্রজ্ঞাকে 'সন্ত্রাসবাদী' বলা প্রসঙ্গে রাহুল গান্ধির বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনার দাবি করছে BJP ৷ এদিকে নিজের মন্তব্যে আজও অনড় রইলেন রাহুল গান্ধি ৷ আজ টুইটে এমনই জানালেন তিনি ৷

BJP-র তরফে স্বাধিকার ভঙ্গের অভিযোগ প্রসঙ্গ তুলে তিনি বলেন, "অভিযোগকারীদের তরফে যদি কোনও ব্যবস্থা নিতে চায়, তবে তা স্বাগত ৷" প্রসঙ্গত সম্প্রতি নাথুরাম গডসেকে দেশপ্রেমী বলেছিলেন BJP সাংসদ সাধ্বী প্রজ্ঞা ৷ এরই প্রেক্ষিতে সাধ্বী প্রজ্ঞাকে পালটা সন্ত্রাসবাদী বলেছিলেন রাহুল গান্ধি ৷ সাধ্বী প্রজ্ঞা ইতিমধ্যে লোকসভায় নিজের মন্তব্যের জন্য ক্ষমাও চেয়েছেন ৷

ক্ষমা চাওয়ার পরেও একজন মহিলা সাংসদ প্রসঙ্গে এই 'অপমানজনক' মন্তব্য করায় রাহুল গান্ধির বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনার দাবি তুললেন BJP সাংসদ নিশিকান্ত দুবে ৷ "একজন মহিলাকে সন্ত্রাসবাদী বলাটা মহাত্মা গান্ধির খুনের থেকেও ঘৃণ্য একটি অপরাধ ৷" রাহুল গান্ধির মন্তব্যের জেরে এমনই বললেন নিশিকান্ত দুবে ৷ একইসঙ্গে তিনি আরও বলেন, " পূর্বে শিবসেনার মুখপত্র সামনাতেও নাথুরাম গডসেকে দেশপ্রেমী বলা হয়েছিল ৷ কিন্তু সেই কংগ্রেস আজ তাদের সঙ্গে সরকার গঠন করছে ৷ ক্ষমতার লোভে কংগ্রেস যে কোনও কিছু করতে পারে ৷"

আরও পড়ুন : গডসে-মন্তব্য: শো-কজ BJP-র, চাপে পড়ে ক্ষমা চাইলেন সাধ্বী প্রজ্ঞা

প্রসঙ্গত, 2008 সালের মালেগাঁও বিস্ফোরণে অভিযোগ উঠেছিল BJP-র এই মহিলা সাংসদের বিরুদ্ধেও ৷ সাধ্বী প্রজ্ঞার মন্তব্যের প্রেক্ষিতে রাহুল গান্ধি তোপ দেগেছিলেন BJP ও RSS-কেও ৷ সাধ্বী প্রজ্ঞা BJP ও RSS -এর আসল রূপ প্রকাশ্যে এনে দিয়েছেন বলেও কটাক্ষ করেছিলেন রাহুল গান্ধি ৷ কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং-ও টুইট করেন, 'রাহুল গান্ধির কোনও অধিকার নেই প্রমাণ ছাড়া কোনও সাংসদকে সন্ত্রাসবাদী বলার ৷ অবিলম্বে তাঁর ক্ষমা চাওয়া উচিত ৷'

Mumbai, Nov 29 (ANI): While talking about the floor test in Maharashtra Assembly, Shiv Sena leader Abdul Sattar said, "Floor test might take place tomorrow. We're ready. Earlier we had 162 MLAs, now we're 170, number will go up. But there is no doubt that this govt has the majority, the 3 parties will perform well for these 5 years and be back for the next 10".
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.