দিল্লি, 29 নভেম্বর : সাধ্বী প্রজ্ঞাকে 'সন্ত্রাসবাদী' বলা প্রসঙ্গে রাহুল গান্ধির বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনার দাবি করছে BJP ৷ এদিকে নিজের মন্তব্যে আজও অনড় রইলেন রাহুল গান্ধি ৷ আজ টুইটে এমনই জানালেন তিনি ৷
BJP-র তরফে স্বাধিকার ভঙ্গের অভিযোগ প্রসঙ্গ তুলে তিনি বলেন, "অভিযোগকারীদের তরফে যদি কোনও ব্যবস্থা নিতে চায়, তবে তা স্বাগত ৷" প্রসঙ্গত সম্প্রতি নাথুরাম গডসেকে দেশপ্রেমী বলেছিলেন BJP সাংসদ সাধ্বী প্রজ্ঞা ৷ এরই প্রেক্ষিতে সাধ্বী প্রজ্ঞাকে পালটা সন্ত্রাসবাদী বলেছিলেন রাহুল গান্ধি ৷ সাধ্বী প্রজ্ঞা ইতিমধ্যে লোকসভায় নিজের মন্তব্যের জন্য ক্ষমাও চেয়েছেন ৷
ক্ষমা চাওয়ার পরেও একজন মহিলা সাংসদ প্রসঙ্গে এই 'অপমানজনক' মন্তব্য করায় রাহুল গান্ধির বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনার দাবি তুললেন BJP সাংসদ নিশিকান্ত দুবে ৷ "একজন মহিলাকে সন্ত্রাসবাদী বলাটা মহাত্মা গান্ধির খুনের থেকেও ঘৃণ্য একটি অপরাধ ৷" রাহুল গান্ধির মন্তব্যের জেরে এমনই বললেন নিশিকান্ত দুবে ৷ একইসঙ্গে তিনি আরও বলেন, " পূর্বে শিবসেনার মুখপত্র সামনাতেও নাথুরাম গডসেকে দেশপ্রেমী বলা হয়েছিল ৷ কিন্তু সেই কংগ্রেস আজ তাদের সঙ্গে সরকার গঠন করছে ৷ ক্ষমতার লোভে কংগ্রেস যে কোনও কিছু করতে পারে ৷"
আরও পড়ুন : গডসে-মন্তব্য: শো-কজ BJP-র, চাপে পড়ে ক্ষমা চাইলেন সাধ্বী প্রজ্ঞা
প্রসঙ্গত, 2008 সালের মালেগাঁও বিস্ফোরণে অভিযোগ উঠেছিল BJP-র এই মহিলা সাংসদের বিরুদ্ধেও ৷ সাধ্বী প্রজ্ঞার মন্তব্যের প্রেক্ষিতে রাহুল গান্ধি তোপ দেগেছিলেন BJP ও RSS-কেও ৷ সাধ্বী প্রজ্ঞা BJP ও RSS -এর আসল রূপ প্রকাশ্যে এনে দিয়েছেন বলেও কটাক্ষ করেছিলেন রাহুল গান্ধি ৷ কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং-ও টুইট করেন, 'রাহুল গান্ধির কোনও অধিকার নেই প্রমাণ ছাড়া কোনও সাংসদকে সন্ত্রাসবাদী বলার ৷ অবিলম্বে তাঁর ক্ষমা চাওয়া উচিত ৷'