দিল্লি, 24 অগাস্ট : পশ্চিমবঙ্গ বিধাসভা নির্বাচনে BJP কাকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করবে, তা নিয়ে গুঞ্জন চলছে ৷ ইতিমধ্যেই কয়েকজনের নাম শোনা গেছে ৷ এরইমধ্যে BJP-র পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় জানালেন, মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ছাড়াই একুশের নির্বাচনে লড়বে দল ৷ ভোটে জিতে ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ৷
কৈলাস বিজয়বর্গীয় বলেন, ''পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ছাড়াই আমরা নির্বাচনে লড়ব বলে ঠিক করেছি ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আমরা লড়ব ও জিতব ৷ জেতার পর পরিষদীয় দল ও কেন্দ্রীয় নেতৃত্ব মুখ্যমন্ত্রী ঠিক করবে ৷''
মুখ্যমন্ত্রী হিসেবে দলের ভাবনায় কেউ রয়েছে ? এই প্রশ্নের উত্তরে বিজয়বর্গীয় জানান, '' 294-এর মধ্যে 220-230টা আসন জেতাই এখন আমাদের লক্ষ্য ৷ লোকসভার মতো এবারও আমরা লক্ষ্যপূরণ করতে পারব ৷ মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে দল চিন্তিত নয় ৷''
বিজয়বর্গীয় আরও সংযোজন, মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ছাড়া BJP প্রথম লড়ছে এমনটা নয় ৷ হরিয়ানা, মহারাষ্ট্র, মণিপুর, ত্রিপুরা, উত্তরপ্রদেশ ইত্যাদি রাজ্যের বিধানসভা ভোট তার উদাহরণ ৷
তবে রাজ্য BJP সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর পদের জন্য একাধিক নাম দলের অন্দরে ঘোরাফেরা করছে ৷ শীর্ষ নেতৃত্বের প্রথম পছন্দ সম্ভবত দিলীপ ঘোষ ৷ কারণ, তিনি সভাপতি হওয়ার পর পশ্চিমবঙ্গে BJP-র নজরকাড়া উত্থান হয়েছে ৷ লোকসভা ভোটেও ভালো ফল করেছে ৷ পছন্দের তালিকায় রয়েছেন, সাংসদ স্বপন দাশগুপ্ত ৷ শোনা যাচ্ছে, তথাগত রায়ের নামও ৷