ETV Bharat / bharat

BJP শাসিত MCD পড়ুয়াদের ভুল মানচিত্রের সঙ্গে পরিচিতি করাচ্ছে : AAP নেতা

মঙ্গলবার আম আদমি পার্টির নেতা অজয় শর্মা অভিযোগ করেন, BJP শাসিত মিউনিসিপাল কর্পোরেশন অফ দিল্লি (MCD) ক্লাস ফোর-এর পড়ুয়াদের অনলাইন ক্লাসে ত্রুটিযুক্ত ভারতের মানচিত্রের সঙ্গে পরিচয় করাচ্ছে। বিষয়টি নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

author img

By

Published : Sep 17, 2020, 3:30 PM IST

ম্যাপ
ম্যাপ

দিল্লি, 17 সেপ্টেম্বর : BJP শাসিত MCD ত্রুটিযুক্ত ভারতের মানচিত্রের সঙ্গে পড়ুয়াদের পরিচিতি করাচ্ছে । অভিযোগ তুললেন আম আদমি পার্টির নেতা অজয় শর্মা ।

কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে তিনি বলেন, "যে দল সারাক্ষণ জাতীয়তাবাদ নিয়ে কথা বলে তারাই ক্লাস ফোর-এর পড়ুয়াদের ভারতের ভুল মানচিত্রের সঙ্গে পরিচিতি করাচ্ছে। আর অনলাইন ক্লাসের মাধ্যমে তা পড়ুয়াদের শিখতে বাধ্য করা হচ্ছে ।" তাঁর অভিযোগ, BJP শিশুদের বর্তমান ও ভবিষ্যৎ নষ্ট করছে । বিষয়টি নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন অজয় শর্মা ।

অজয় শর্মার কথায়, "BJP শাসিত MCD-তে পড়ুয়াদের ভুল ভারতের মানচিত্র দেখানো হচ্ছে। বিষয়টি খুবই লজ্জার।" মানচিত্রের ভুল সম্বন্ধে তাঁর ব্যাখ্যা, "এই মানচিত্রে কাশ্মীরের জায়গায় স্থান পেয়েছে পাকিস্তানের একটি মানচিত্র, যা এখন পাকিস্তান অধিকৃত কাশ্মীর (PoK) হিসেবে পরিচিত । বিষয়টিতে আমরা আরও উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ দাবি করছি ।"

অন্যদিকে, মঙ্গলবার মস্কোয় SCO-র বৈঠকে বিভিন্ন দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিল ভারত ও পাকিস্তান ৷ সেখানে পাকিস্তান একটি নতুন মানচিত্র প্রদর্শন করে ৷ যেখানে দেখা যায়, পাকিস্তানের অংশ হিসাবে রয়েছে লাদাখ , জম্মু ও কাশ্মীর , গুজরাতের স্যার ক্রিক ৷

সরকারি তরফে জানা গেছে, পাকিস্তানের এই পদক্ষেপ SCO সনদের নিয়ামবলী স্পষ্টভাবে লঙ্ঘন করেছে । এছাড়াও SCO সদস্য দেশগুলির জন্য প্রতিষ্ঠিত সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার শর্তাবলী ভঙ্গ করেছে।

দিল্লি, 17 সেপ্টেম্বর : BJP শাসিত MCD ত্রুটিযুক্ত ভারতের মানচিত্রের সঙ্গে পড়ুয়াদের পরিচিতি করাচ্ছে । অভিযোগ তুললেন আম আদমি পার্টির নেতা অজয় শর্মা ।

কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে তিনি বলেন, "যে দল সারাক্ষণ জাতীয়তাবাদ নিয়ে কথা বলে তারাই ক্লাস ফোর-এর পড়ুয়াদের ভারতের ভুল মানচিত্রের সঙ্গে পরিচিতি করাচ্ছে। আর অনলাইন ক্লাসের মাধ্যমে তা পড়ুয়াদের শিখতে বাধ্য করা হচ্ছে ।" তাঁর অভিযোগ, BJP শিশুদের বর্তমান ও ভবিষ্যৎ নষ্ট করছে । বিষয়টি নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন অজয় শর্মা ।

অজয় শর্মার কথায়, "BJP শাসিত MCD-তে পড়ুয়াদের ভুল ভারতের মানচিত্র দেখানো হচ্ছে। বিষয়টি খুবই লজ্জার।" মানচিত্রের ভুল সম্বন্ধে তাঁর ব্যাখ্যা, "এই মানচিত্রে কাশ্মীরের জায়গায় স্থান পেয়েছে পাকিস্তানের একটি মানচিত্র, যা এখন পাকিস্তান অধিকৃত কাশ্মীর (PoK) হিসেবে পরিচিত । বিষয়টিতে আমরা আরও উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ দাবি করছি ।"

অন্যদিকে, মঙ্গলবার মস্কোয় SCO-র বৈঠকে বিভিন্ন দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিল ভারত ও পাকিস্তান ৷ সেখানে পাকিস্তান একটি নতুন মানচিত্র প্রদর্শন করে ৷ যেখানে দেখা যায়, পাকিস্তানের অংশ হিসাবে রয়েছে লাদাখ , জম্মু ও কাশ্মীর , গুজরাতের স্যার ক্রিক ৷

সরকারি তরফে জানা গেছে, পাকিস্তানের এই পদক্ষেপ SCO সনদের নিয়ামবলী স্পষ্টভাবে লঙ্ঘন করেছে । এছাড়াও SCO সদস্য দেশগুলির জন্য প্রতিষ্ঠিত সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার শর্তাবলী ভঙ্গ করেছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.