ETV Bharat / bharat

রাজ্য়সভার দলীয় সাংসদদের জন্য হুইপ জারি বিজেপির

author img

By

Published : Feb 5, 2021, 12:19 PM IST

রাজ্যসভার বিজেপি সাংসদদের জন্য হুইপ জারি করল দল৷ 8 থেকে 12 ফেব্রুয়ারি তাঁদের সকলকেই সংসদে হাজির থাকার নির্দেশ দিল দল৷ ওই পাঁচদিন একাধিক ‘‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’’ বিষয় নিয়ে আলোচনা ও বিল পাস হবে৷ তাই এই পদক্ষেপ৷

https://aninews.in/news/national/general-news/bjp-issues-whip-to-rs-mps-to-be-present-in-house-from-feb-8-1220210205095031/
রাজ্য়সভার দলীয় সাংসদদের জন্য হুইপ জারি বিজেপির

দিল্লি, 5 ফেব্রুয়ারি: 8 থেকে 12 ফেব্রুয়ারি৷ চলতি বাজেট অধিবেশনে এই পাঁচটা দিন দলের রাজ্যসভার প্রত্য়েক সাংদকেই সংসদে উপস্থিত থাকতে হবে৷ বিজেপির তরফে এই মর্মে জারি হয়েছে হুইপ৷ তাতে জানানো হয়েছে, চলতি অধিবেশনে একাধিক ‘‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’’ ইশুতে আলোচনা করা হবে৷ পাস করাতে হবে সংশ্লিষ্ট বিভিন্ন বিল৷ সেই কারণেই দলীয় সাংসদদের উদ্দেশে জারি হয়েছে এই হুইপ৷

বিজেপির জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী সোমবার থেকেই রাজ্য়সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুরু হবে৷ পাস করা হবে বিভিন্ন বিল৷ 8 থেকে 12 ফেব্রুয়ারি এই প্রক্রিয়া চলবে৷ তাই দলের রাজ্যসভার প্রত্য়েক সাংসদকে অনুরোধ করা হচ্ছে, তাঁরা যেন ওই পাঁচদিনের অধিবেশনে অবশ্যই উপস্থিত থাকেন৷ সরকারের অবস্থানকে সমর্থন জানাতেই তাঁদের উপস্থিত থাকতে হবে৷

আরও পড়ুন: মোদির চেয়ে মমতা দক্ষ প্রশাসক, রাজ্যসভায় পরিসংখ্যান দিয়ে বোঝালেন ডেরেক

প্রসঙ্গত, কোরোনা পরিস্থিতিতে এখন প্রতিদিন মাত্র 5 ঘণ্টা করে বসছে রাজ্যসভার অধিবেশন৷

দিল্লি, 5 ফেব্রুয়ারি: 8 থেকে 12 ফেব্রুয়ারি৷ চলতি বাজেট অধিবেশনে এই পাঁচটা দিন দলের রাজ্যসভার প্রত্য়েক সাংদকেই সংসদে উপস্থিত থাকতে হবে৷ বিজেপির তরফে এই মর্মে জারি হয়েছে হুইপ৷ তাতে জানানো হয়েছে, চলতি অধিবেশনে একাধিক ‘‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’’ ইশুতে আলোচনা করা হবে৷ পাস করাতে হবে সংশ্লিষ্ট বিভিন্ন বিল৷ সেই কারণেই দলীয় সাংসদদের উদ্দেশে জারি হয়েছে এই হুইপ৷

বিজেপির জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী সোমবার থেকেই রাজ্য়সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুরু হবে৷ পাস করা হবে বিভিন্ন বিল৷ 8 থেকে 12 ফেব্রুয়ারি এই প্রক্রিয়া চলবে৷ তাই দলের রাজ্যসভার প্রত্য়েক সাংসদকে অনুরোধ করা হচ্ছে, তাঁরা যেন ওই পাঁচদিনের অধিবেশনে অবশ্যই উপস্থিত থাকেন৷ সরকারের অবস্থানকে সমর্থন জানাতেই তাঁদের উপস্থিত থাকতে হবে৷

আরও পড়ুন: মোদির চেয়ে মমতা দক্ষ প্রশাসক, রাজ্যসভায় পরিসংখ্যান দিয়ে বোঝালেন ডেরেক

প্রসঙ্গত, কোরোনা পরিস্থিতিতে এখন প্রতিদিন মাত্র 5 ঘণ্টা করে বসছে রাজ্যসভার অধিবেশন৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.