দিল্লি, 19 জুলাই : কোরোনা সংক্রমণ ও তার জেরে মৃত্যু সংক্রান্ত তথ্য, GDP-র পরিসংখ্যান এমনকী চিন সীমান্তে সাম্প্রতিক সমস্যা নিয়েও বিভ্রান্তিমূলক এবং ভুল তথ্য দিয়েছে BJP । পুরো দলটাই মিথ্যা বলছে । অভিযোগ করলেন রাহুল গান্ধি ।
BJP-কে আক্রমণ করে টুইটারে আজ রাহুল গান্ধি লেখেন, "মিথ্যাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে BJP" ।
1. পর্যাপ্ত পরিমাণ কোরোনা পরীক্ষায় বাধা এবং মৃত্যুর রিপোর্ট লোকানো হচ্ছে ।
2. GDP-র ক্ষেত্রে নতুন গণনা পদ্ধতি আনা হয়েছে ।
3. চিনা আগ্রাসন নিয়ে তথ্য ধামাচাপা দিতে মিডিয়াকে ভয় দেখানো হচ্ছে ।
শীঘ্রই এই ভ্রম কেটে যাবে এবং গোটা দেশকে এর মূল্য দিতে হবে ।
শুক্রবার কয়েক মিনিটের একটি ভিডিয়োয় ভারত-চিন অবস্থান নিয়ে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে রাহুল গান্ধি বলেন, “2014 সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটার পর একটা ভুল ও অবিবেচনা দেশকে মৌলিকভাবে দুর্বল করেছে ।” প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহ করেই COVID-19, লাদাখ পরিস্থিতি, পরিযায়ী শ্রমিক এবং অর্থনীতি সহ একাধিক ইশুতে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে চলেছেন এই কংগ্রেস নেতা ।
কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি সোনিয়া গান্ধিও গালওয়ান উপত্যকায় সংঘর্ষের বিষয়ে কেন্দ্রীয় সরকারকে একাধিক প্রশ্ন করেন এবং সংঘর্ষ কোথায় হয়েছে তা উল্লেখ করার দাবি জানান । এছাড়াও কোরোনা পরিস্থিতিতে অর্থনীতি ও বেকারত্ব নিয়ে সরকারকে আক্রমণ করে তারা ।