ETV Bharat / bharat

বাড়িতে আগুন লেগে ওড়িশায় মৃত BJD নেতা-সহ 2 - BJD leader Alekh Choudhury dies

বাড়িতে আগুন লাগার কারণে দমবন্ধ হয়ে মৃত্যু হল BJD নেতা আলেখ চৌধুরিসহ আরও দু'জনের। ওড়িশার গঞ্জাম জেলার ঘটনা। ভোরের দিকে ঘুমানোর সময় বাড়ির একটি শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রে আগুন লাগে বলে অনুমান। দ্রুত ছড়িয়ে পড়ে আগুন।

BJP
BJP
author img

By

Published : May 29, 2020, 3:12 PM IST

বেরহামপুর, 29 মে: ওড়িশার গঞ্জাম জেলায় এক BJD নেতার বাড়িতে ভোরের দিকে আগুন লাগে আজ। ঘটনায় মৃত্যু হয়েছে ওই BJD নেতাসহ আরও দুইজনের। আগুন লাগার সময় তাঁরা বাড়িতে ঘুমাচ্ছিলেন। তখনই সম্ভবত দমবন্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়েছে বলে অনুমান।

মৃত BJD নেতার নাম আলেখ চৌধুরি (69)। অপর দুই মৃতের নাম ভগবান পাত্র (85) ও সুনীল বেহরা (19)। ভগবান সম্পর্কে আলেখ চৌধুরির শ্যালক ও সুনীল বাড়ির কেয়ারটেকার। আলেখবাবু বেরহামপুর সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের প্রাক্তন চেয়ারম্যান।

আজ ভোরে গোসানিনুয়াগাঁওয়ের বাড়িতে দুর্ঘটনার সময় তাঁরা তিনজনই ঘুমাচ্ছিলেন। তখনই সম্ভবত শর্টসার্কিটের কারণে বাড়িতে থাকা একটি শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রে আগুন লাগে। দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। ঘর ধোঁয়ায় ভরে যায়। ঘুমিয়ে থাকার কারণে আগুন লাগার ঘটনা দ্রুত টেরও পাননি তাঁরা। তখনই সম্ভবত দমবন্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়। ঘটনা নজরে আসতেই তিনজনকে উদ্ধার করে MKCG হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসারা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক অনুমান দমবন্ধ হয়েই মৃত্যু হয়েছে প্রত্যেকের। আগুন লাগার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না তা তদন্তের পরই জানা যাবে বলে জানানো হয়েছে দমকলের তরফে।

আলেখ চৌধুরি গঞ্জম জেলার কংগ্রেস কমিটির প্রাক্তন চেয়ারম্যান। বেরহামপুর ও আসকা থেকে তিনবার রাজ্য বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি । তবে তিনবারই হেরে যান। 2014-র নির্বাচনের আগে তিনি BJD -তে যোগদান করেন।

বেরহামপুর, 29 মে: ওড়িশার গঞ্জাম জেলায় এক BJD নেতার বাড়িতে ভোরের দিকে আগুন লাগে আজ। ঘটনায় মৃত্যু হয়েছে ওই BJD নেতাসহ আরও দুইজনের। আগুন লাগার সময় তাঁরা বাড়িতে ঘুমাচ্ছিলেন। তখনই সম্ভবত দমবন্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়েছে বলে অনুমান।

মৃত BJD নেতার নাম আলেখ চৌধুরি (69)। অপর দুই মৃতের নাম ভগবান পাত্র (85) ও সুনীল বেহরা (19)। ভগবান সম্পর্কে আলেখ চৌধুরির শ্যালক ও সুনীল বাড়ির কেয়ারটেকার। আলেখবাবু বেরহামপুর সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের প্রাক্তন চেয়ারম্যান।

আজ ভোরে গোসানিনুয়াগাঁওয়ের বাড়িতে দুর্ঘটনার সময় তাঁরা তিনজনই ঘুমাচ্ছিলেন। তখনই সম্ভবত শর্টসার্কিটের কারণে বাড়িতে থাকা একটি শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রে আগুন লাগে। দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। ঘর ধোঁয়ায় ভরে যায়। ঘুমিয়ে থাকার কারণে আগুন লাগার ঘটনা দ্রুত টেরও পাননি তাঁরা। তখনই সম্ভবত দমবন্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়। ঘটনা নজরে আসতেই তিনজনকে উদ্ধার করে MKCG হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসারা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক অনুমান দমবন্ধ হয়েই মৃত্যু হয়েছে প্রত্যেকের। আগুন লাগার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না তা তদন্তের পরই জানা যাবে বলে জানানো হয়েছে দমকলের তরফে।

আলেখ চৌধুরি গঞ্জম জেলার কংগ্রেস কমিটির প্রাক্তন চেয়ারম্যান। বেরহামপুর ও আসকা থেকে তিনবার রাজ্য বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি । তবে তিনবারই হেরে যান। 2014-র নির্বাচনের আগে তিনি BJD -তে যোগদান করেন।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.