দিল্লি, 9 ফেব্রুয়ারি : উত্তরাখণ্ডের ঋষিকেশে এক যুবতি একসঙ্গে 4 সন্তানের জন্ম দিয়েছেন ৷ ঋষিকেশের AIIMS-এর চিকিৎসকরা জানিয়েছেন, বিরল ঘটনা ৷ প্রতি সাত লাখ প্রসবের ক্ষেত্রে এ ধরনের ঘটনা একটা ঘটে থাকে ৷
ওই যুবতি উত্তরকাশীর বারকোটের বাসিন্দা ৷ AIIMS ঋষিকেশের অ্যাডিশনাল প্রফেসর তথা স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অনুপমা বাহাদুর বলেন, "ওই যুবতি 34 সপ্তাহের গর্ভবতী ছিলেন ৷ দেরাদুনের দুন হাসপাতাল থেকে চিকিৎসকরা তাঁকে এখানে রেফার করেছিলেন ৷ যুবতির রক্তাল্পতাজনিত সমস্যা ছিল ৷ তাঁকে তিন ইউনিট ব্লাড দিতে হয়েছে ৷ "
তিনি আরও জানান, ওই যুবতি এর আগেও গর্ভবতী হয়েছিলেন ৷ কিন্তু কোনও কারণবশত সেসময় গর্ভপাত হয়ে যায় ৷ এবারে গর্ভবতী হওয়ার জন্য ডিম্বাণুর সংখ্যা বাড়াতে এক ধরনের ওষুধ নিতেন বছর চব্বিশের ওই যুবতি ৷ তাঁর আরও সংযোজন, "আমরা যখন তাঁর আল্ট্রাসাউন্ড করি, দেখতে পাই 4টি সন্তান রয়েছে ৷ একবারে 4 সন্তানের জন্ম দেন তিনি ৷ আমরা বিশেষ পরিকল্পনা করি ৷ নবজাতক বিভাগের চিকিৎসকদের সঙ্গেও পরামর্শ করি ৷ সিজ়ারিয়ান ডেলিভারি করা হয় ৷ দুই কন্যাসন্তান ও দুই পুত্রসন্তানের জন্ম দেন ওই যুবতি ৷ প্রথমে এক কন্যাসন্তান, তারপর এক পুত্রসন্তান এবং তারপর যথাক্রমে আরও এক কন্যা ও পুত্রসন্তানের জন্ম দেন তিনি ৷ মা এবং শিশুরা সুস্থ রয়েছে ৷ তাদের স্বাস্থ্যও ভালো রয়েছে ৷ কোনও শারীরিক জটিলতা নেই ৷ "