ETV Bharat / bharat

ঋষিকেশে একসঙ্গে 4 সন্তানের জন্ম দিলেন যুবতি

দুই পুত্র ও দুই কন্যাসন্তানের জন্ম দেন ওই যুবতি ৷ চিকিৎসকরা জানিয়েছেন, মা ও শিশুরা সুস্থ রয়েছে ৷

mother gives birth of four children
4 যমজ সন্তানের জন্ম দিলেন যুবতি
author img

By

Published : Feb 9, 2020, 8:34 PM IST

দিল্লি, 9 ফেব্রুয়ারি : উত্তরাখণ্ডের ঋষিকেশে এক যুবতি একসঙ্গে 4 সন্তানের জন্ম দিয়েছেন ৷ ঋষিকেশের AIIMS-এর চিকিৎসকরা জানিয়েছেন, বিরল ঘটনা ৷ প্রতি সাত লাখ প্রসবের ক্ষেত্রে এ ধরনের ঘটনা একটা ঘটে থাকে ৷

ওই যুবতি উত্তরকাশীর বারকোটের বাসিন্দা ৷ AIIMS ঋষিকেশের অ্যাডিশনাল প্রফেসর তথা স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অনুপমা বাহাদুর বলেন, "ওই যুবতি 34 সপ্তাহের গর্ভবতী ছিলেন ৷ দেরাদুনের দুন হাসপাতাল থেকে চিকিৎসকরা তাঁকে এখানে রেফার করেছিলেন ৷ যুবতির রক্তাল্পতাজনিত সমস্যা ছিল ৷ তাঁকে তিন ইউনিট ব্লাড দিতে হয়েছে ৷ "

তিনি আরও জানান, ওই যুবতি এর আগেও গর্ভবতী হয়েছিলেন ৷ কিন্তু কোনও কারণবশত সেসময় গর্ভপাত হয়ে যায় ৷ এবারে গর্ভবতী হওয়ার জন্য ডিম্বাণুর সংখ্যা বাড়াতে এক ধরনের ওষুধ নিতেন বছর চব্বিশের ওই যুবতি ৷ তাঁর আরও সংযোজন, "আমরা যখন তাঁর আল্ট্রাসাউন্ড করি, দেখতে পাই 4টি সন্তান রয়েছে ৷ একবারে 4 সন্তানের জন্ম দেন তিনি ৷ আমরা বিশেষ পরিকল্পনা করি ৷ নবজাতক বিভাগের চিকিৎসকদের সঙ্গেও পরামর্শ করি ৷ সিজ়ারিয়ান ডেলিভারি করা হয় ৷ দুই কন্যাসন্তান ও দুই পুত্রসন্তানের জন্ম দেন ওই যুবতি ৷ প্রথমে এক কন্যাসন্তান, তারপর এক পুত্রসন্তান এবং তারপর যথাক্রমে আরও এক কন্যা ও পুত্রসন্তানের জন্ম দেন তিনি ৷ মা এবং শিশুরা সুস্থ রয়েছে ৷ তাদের স্বাস্থ্যও ভালো রয়েছে ৷ কোনও শারীরিক জটিলতা নেই ৷ "

দিল্লি, 9 ফেব্রুয়ারি : উত্তরাখণ্ডের ঋষিকেশে এক যুবতি একসঙ্গে 4 সন্তানের জন্ম দিয়েছেন ৷ ঋষিকেশের AIIMS-এর চিকিৎসকরা জানিয়েছেন, বিরল ঘটনা ৷ প্রতি সাত লাখ প্রসবের ক্ষেত্রে এ ধরনের ঘটনা একটা ঘটে থাকে ৷

ওই যুবতি উত্তরকাশীর বারকোটের বাসিন্দা ৷ AIIMS ঋষিকেশের অ্যাডিশনাল প্রফেসর তথা স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অনুপমা বাহাদুর বলেন, "ওই যুবতি 34 সপ্তাহের গর্ভবতী ছিলেন ৷ দেরাদুনের দুন হাসপাতাল থেকে চিকিৎসকরা তাঁকে এখানে রেফার করেছিলেন ৷ যুবতির রক্তাল্পতাজনিত সমস্যা ছিল ৷ তাঁকে তিন ইউনিট ব্লাড দিতে হয়েছে ৷ "

তিনি আরও জানান, ওই যুবতি এর আগেও গর্ভবতী হয়েছিলেন ৷ কিন্তু কোনও কারণবশত সেসময় গর্ভপাত হয়ে যায় ৷ এবারে গর্ভবতী হওয়ার জন্য ডিম্বাণুর সংখ্যা বাড়াতে এক ধরনের ওষুধ নিতেন বছর চব্বিশের ওই যুবতি ৷ তাঁর আরও সংযোজন, "আমরা যখন তাঁর আল্ট্রাসাউন্ড করি, দেখতে পাই 4টি সন্তান রয়েছে ৷ একবারে 4 সন্তানের জন্ম দেন তিনি ৷ আমরা বিশেষ পরিকল্পনা করি ৷ নবজাতক বিভাগের চিকিৎসকদের সঙ্গেও পরামর্শ করি ৷ সিজ়ারিয়ান ডেলিভারি করা হয় ৷ দুই কন্যাসন্তান ও দুই পুত্রসন্তানের জন্ম দেন ওই যুবতি ৷ প্রথমে এক কন্যাসন্তান, তারপর এক পুত্রসন্তান এবং তারপর যথাক্রমে আরও এক কন্যা ও পুত্রসন্তানের জন্ম দেন তিনি ৷ মা এবং শিশুরা সুস্থ রয়েছে ৷ তাদের স্বাস্থ্যও ভালো রয়েছে ৷ কোনও শারীরিক জটিলতা নেই ৷ "

New Delhi, Feb 09 (ANI): Local authorities informed that the special administrative regions of Hong Kong and Macao have confirmed 26 and 10 cases of the deadly coronavirus, respectively, while Taiwan has reported 17 cases. 2019-nCoV - a deadly virus that traces its origin in the local seafood market of Wuhan, capital of the Hubei province in central China has killed 811 people, surpassing the death toll from the SARS epidemic of 2002-3. Viral pneumonia caused by the highly contagious and life-threatening virus started in the middle of December and has spread to nearly 23 countries across the globe, including Hong Kong, Singapore, Thailand, Japan, India, and the United States. Meanwhile, 31 provinces in the mainland, including Xinjiang in northwest China have reported 2,656 new cases of viral infections, including 2,147 cases in Hubei province. Around 600 patients were released from hospitals after being cured, the Commission said, adding that 188,183 cases are currently under medical observation. The Chinese government has urged residents to avoid gatherings, open windows to help with ventilation, practice good personal hygiene and regularly disinfect their homes, especially areas like door handles, dinner tables and toilet seats. Many countries have also restricted their citizens from travelling to mainland China and also set up health camps at airports to screen passengers arriving from the East Asian country in the wake of the pneumonia outbreak.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.