ETV Bharat / bharat

মহারাষ্ট্রে একদিনে 983 পাখির মৃত্য়ুর রিপোর্ট - এইচ5এন1

লাতুরে 253 টি পাখি ছাড়াও, ইয়াভাতমালে 205টি, আহমেদনগরে 151টি, ওয়ারধায় 109টি, নাগপুরে 45টি, গোন্ডিয়ায় 23টি পাখি সহ বাকি কয়েকটি জেলায় আরও বেশকিছু পাখির মৃত্য়ু হয়েছে ৷ থানে জেলার ঘোডবান্দর ও ডাপোলিতে কাক, হেরন এবং মুরামবাতে পোলট্রি খামারের পাখিদের নমুনা পজ়িটিভ এসেছে ৷ এই পাখিগুলির শরীরে এইচ5এন1 ভাইরাস পাওয়া গেছে ৷

bird-flu-983-more-birds-die-in-maharashtra-state-death-toll-soars-to-5151
মহারাষ্ট্রে একদিনে 983 পাখির মৃত্য়ুর রিপোর্ট
author img

By

Published : Jan 17, 2021, 4:45 PM IST

মুম্বই, 17 জানুয়ারি : দেশের বেশকিছু প্রান্তে বার্ড ফ্লু বা অ্য়াভিয়ান ইনফ্লুয়েঞ্জার আতঙ্ক এখনও রয়েছে ৷ এর মাঝেই শনিবার মহারাষ্ট্রে 983টি পাখির মৃত্য়ুর রিপোর্ট জমা পড়েছে ৷ যার ফলে মহারাষ্ট্রে মোট পাখির মৃত্য়ুর সংখ্য়া দাঁড়াল 5,151 ৷ মহারাষ্ট্র সরকারের দেওয়া তথ্য় অনুযায়ী, সবচেয়ে বেশি পাখির মৃত্য়ু হয়েছে লাতুরে ৷ সেখানে 253টি পাখি মারা গিয়েছে ৷ মহারাষ্ট্র পশুপালন দপ্তরের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, ‘‘16 জানুয়ারি মোট 983টি পাখি মারা গিয়েছে ৷ মৃত পাখিদের নমুনা ভোপাল এবং পুনের ন্য়াশনাল ইনস্টিটিউট অফ হাই সিকিউরিটি অ্য়ানিমেল ডিজ়িসে পাঠানো হয়েছে ৷ মোট 5,151টি বিভিন্ন প্রজাতির পাখি গত 8 জানুয়ারি থেকে এখনও পর্যন্ত মারা গিয়েছে ৷

লাতুরে 253 টি পাখি ছাড়াও, ইয়াভাতমালে 205টি, আহমেদনগরে 151টি, ওয়ারধায় 109টি, নাগপুরে 45টি, গোন্ডিয়ায় 23টি পাখি সহ বাকি কয়েকটি জেলায় আরও বেশকিছু পাখির মৃত্য়ু হয়েছে ৷ থানে জেলার ঘোডবান্দর ও ডাপোলিতে কাক, হেরন এবং মুরামবাতে পোলট্রি খামারের পাখিদের নমুনা পজ়িটিভ এসেছে ৷ এই পাখিগুলির শরীরে এইচ5এন1 ভাইরাস পাওয়া গেছে ৷ অন্য়দিকে, বীর জেলা থেকে পাঠানো কাকের শরীরে এইচ5এন8 ভাইরাস পাওয়া গেছে ৷ এইসব জায়গায় সরকারের তরফে ‘সংক্রামক এলাকা’ বলে ঘোষণা করা হয়েছে ৷

আরও পড়ুন : হরিয়ানায় 20 হাজার মৃত মুরগিকে মাটিতে পোতা হল

কেন্দ্র সরকারের তরফে বার্ড ফ্লুর সংক্রমণ রোধ করতে দেশের সব রাজ্য়গুলিতে সতর্কতামূলক নির্দেশকা জারি করেছে ৷ সেইমত রাজ্য় সরকারগুলি তাঁদের নিজ নিজ ক্ষেত্রে জন সচেতনতার জন্য় সংবাদমাধ্য়মে বিজ্ঞাপন দিতে শুরু করেছে ৷ সোশ্য়াল মিডিয়াতেও প্রচার চালানো হচ্ছে ৷ মৎস্য়, পশুপালন এবং দুগ্ধ মন্ত্রকের তরফে এমনটাই জানানো হয়েছে ৷ পাশাপাশি এও জানানো হয়েছে, সম্পূর্ণভাবে রান্না করা মাংস ও সিদ্ধ ডিম মানুষের খাদ্য় হিসেবে সম্পূর্ণ নিরাপদ ৷ তবে, কাঁচা বা অর্ধেক রান্না করা মাংস ও ডিম খেতে নিষেধ করা হয়েছে ৷

মুম্বই, 17 জানুয়ারি : দেশের বেশকিছু প্রান্তে বার্ড ফ্লু বা অ্য়াভিয়ান ইনফ্লুয়েঞ্জার আতঙ্ক এখনও রয়েছে ৷ এর মাঝেই শনিবার মহারাষ্ট্রে 983টি পাখির মৃত্য়ুর রিপোর্ট জমা পড়েছে ৷ যার ফলে মহারাষ্ট্রে মোট পাখির মৃত্য়ুর সংখ্য়া দাঁড়াল 5,151 ৷ মহারাষ্ট্র সরকারের দেওয়া তথ্য় অনুযায়ী, সবচেয়ে বেশি পাখির মৃত্য়ু হয়েছে লাতুরে ৷ সেখানে 253টি পাখি মারা গিয়েছে ৷ মহারাষ্ট্র পশুপালন দপ্তরের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, ‘‘16 জানুয়ারি মোট 983টি পাখি মারা গিয়েছে ৷ মৃত পাখিদের নমুনা ভোপাল এবং পুনের ন্য়াশনাল ইনস্টিটিউট অফ হাই সিকিউরিটি অ্য়ানিমেল ডিজ়িসে পাঠানো হয়েছে ৷ মোট 5,151টি বিভিন্ন প্রজাতির পাখি গত 8 জানুয়ারি থেকে এখনও পর্যন্ত মারা গিয়েছে ৷

লাতুরে 253 টি পাখি ছাড়াও, ইয়াভাতমালে 205টি, আহমেদনগরে 151টি, ওয়ারধায় 109টি, নাগপুরে 45টি, গোন্ডিয়ায় 23টি পাখি সহ বাকি কয়েকটি জেলায় আরও বেশকিছু পাখির মৃত্য়ু হয়েছে ৷ থানে জেলার ঘোডবান্দর ও ডাপোলিতে কাক, হেরন এবং মুরামবাতে পোলট্রি খামারের পাখিদের নমুনা পজ়িটিভ এসেছে ৷ এই পাখিগুলির শরীরে এইচ5এন1 ভাইরাস পাওয়া গেছে ৷ অন্য়দিকে, বীর জেলা থেকে পাঠানো কাকের শরীরে এইচ5এন8 ভাইরাস পাওয়া গেছে ৷ এইসব জায়গায় সরকারের তরফে ‘সংক্রামক এলাকা’ বলে ঘোষণা করা হয়েছে ৷

আরও পড়ুন : হরিয়ানায় 20 হাজার মৃত মুরগিকে মাটিতে পোতা হল

কেন্দ্র সরকারের তরফে বার্ড ফ্লুর সংক্রমণ রোধ করতে দেশের সব রাজ্য়গুলিতে সতর্কতামূলক নির্দেশকা জারি করেছে ৷ সেইমত রাজ্য় সরকারগুলি তাঁদের নিজ নিজ ক্ষেত্রে জন সচেতনতার জন্য় সংবাদমাধ্য়মে বিজ্ঞাপন দিতে শুরু করেছে ৷ সোশ্য়াল মিডিয়াতেও প্রচার চালানো হচ্ছে ৷ মৎস্য়, পশুপালন এবং দুগ্ধ মন্ত্রকের তরফে এমনটাই জানানো হয়েছে ৷ পাশাপাশি এও জানানো হয়েছে, সম্পূর্ণভাবে রান্না করা মাংস ও সিদ্ধ ডিম মানুষের খাদ্য় হিসেবে সম্পূর্ণ নিরাপদ ৷ তবে, কাঁচা বা অর্ধেক রান্না করা মাংস ও ডিম খেতে নিষেধ করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.