ETV Bharat / bharat

এবার বিহার, ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে যুবতিকে পুড়িয়ে মারার চেষ্টা - বিহারে এক মহিলাকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ

পুলিশের তরফে জানা গেছে, শনিবার মুজ়ফ্ফরপুরের আহিয়াপুর থানা এলাকার ওই যুবতিকে ধর্ষণের চেষ্টা করে এক রাজা রায় নামের এক দুষ্কৃতী ৷ বাড়িতে একাই ছিলেন যুবতি ৷ সেই সুযোগে রাজা রায় বাড়িতে ঢুকে ধর্ষণের চেষ্টা করে ৷ যুবতি তাতে বাধা দেন ৷

Woman burnt after failed rape
মহিলাকে পুড়িয়ে মারার চেষ্টা
author img

By

Published : Dec 9, 2019, 3:03 PM IST

মুজফরবাদ, 9 ডিসেম্বর : বিহারে এক যুবতিকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হওয়ায় তাঁকে পুড়িয়ে মারার চেষ্টা করা হল । ওই যুবতির শরীরের প্রায় 80 শতাংশ পুড়ে গেছে ৷ তাঁকে বিহারের মুজফ্ফরবাদের শ্রীকৃষ্ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে । বিহার পুলিশ ঘটনার তদন্ত করছে ।

পুলিশের তরফে জানা গেছে, শনিবার মুজ়ফ্ফরপুরের আহিয়াপুর থানা এলাকার ওই যুবতিকে ধর্ষণের চেষ্টা করে এক রাজা রায় নামের এক দুষ্কৃতী ৷ বাড়িতে একাই ছিলেন যুবতি ৷ সেই সুযোগে রাজা রায় বাড়িতে ঢুকে ধর্ষণের চেষ্টা করে ৷ যুবতি তাতে বাধা দেন ৷ তখনই তাকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করে রাজা ৷ হাসপাতাল সূত্রে খবর, ওই যুবতির শরীরের 80 শতাংশ পুড়ে গেছে ৷ পুলিশ জানিয়েছে, ঘটনায় মূল অভিযুক্ত রাজা রায়কে গ্রেপ্তার করা হয়েছে ৷

দেশজুড়ে নারী নির্যাতনের ঘটনা ক্রমশ বেড়ে চলেছে । হায়দরাবাদের স্মৃতি থিতু হওয়ার আগেই উন্নাওয়ের নির্যাতিতার মৃত্যু হয়েছে । যা নিয়ে তোলপাড় গোটা দেশ ৷ এরই মধ্যে সামনে এল বিহারের ঘটনা ৷ কয়েকদিন আগে হায়দরাবাদের এক 26 বছর বয়সি চিকিৎসককে ধর্ষণ করে হত্যা করা হয় । অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করার পর ঘটনার পুনর্নিমাণের জন্য গত শুক্রবার তাদের ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় । পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনাস্থল থেকে দুষ্কৃতীরা পালাতে গেলে পুলিশ তাদের এনকাউন্টার করে ৷ এই ঘটনার পরপরই উন্নাওকাণ্ডের নির্যাতিতাকে পাঁচ ব্যক্তি পুড়িয়ে মারার চেষ্টা করে । গত শুক্রবার নির্যাতিতা মারা যান ৷

মুজফরবাদ, 9 ডিসেম্বর : বিহারে এক যুবতিকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হওয়ায় তাঁকে পুড়িয়ে মারার চেষ্টা করা হল । ওই যুবতির শরীরের প্রায় 80 শতাংশ পুড়ে গেছে ৷ তাঁকে বিহারের মুজফ্ফরবাদের শ্রীকৃষ্ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে । বিহার পুলিশ ঘটনার তদন্ত করছে ।

পুলিশের তরফে জানা গেছে, শনিবার মুজ়ফ্ফরপুরের আহিয়াপুর থানা এলাকার ওই যুবতিকে ধর্ষণের চেষ্টা করে এক রাজা রায় নামের এক দুষ্কৃতী ৷ বাড়িতে একাই ছিলেন যুবতি ৷ সেই সুযোগে রাজা রায় বাড়িতে ঢুকে ধর্ষণের চেষ্টা করে ৷ যুবতি তাতে বাধা দেন ৷ তখনই তাকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করে রাজা ৷ হাসপাতাল সূত্রে খবর, ওই যুবতির শরীরের 80 শতাংশ পুড়ে গেছে ৷ পুলিশ জানিয়েছে, ঘটনায় মূল অভিযুক্ত রাজা রায়কে গ্রেপ্তার করা হয়েছে ৷

দেশজুড়ে নারী নির্যাতনের ঘটনা ক্রমশ বেড়ে চলেছে । হায়দরাবাদের স্মৃতি থিতু হওয়ার আগেই উন্নাওয়ের নির্যাতিতার মৃত্যু হয়েছে । যা নিয়ে তোলপাড় গোটা দেশ ৷ এরই মধ্যে সামনে এল বিহারের ঘটনা ৷ কয়েকদিন আগে হায়দরাবাদের এক 26 বছর বয়সি চিকিৎসককে ধর্ষণ করে হত্যা করা হয় । অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করার পর ঘটনার পুনর্নিমাণের জন্য গত শুক্রবার তাদের ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় । পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনাস্থল থেকে দুষ্কৃতীরা পালাতে গেলে পুলিশ তাদের এনকাউন্টার করে ৷ এই ঘটনার পরপরই উন্নাওকাণ্ডের নির্যাতিতাকে পাঁচ ব্যক্তি পুড়িয়ে মারার চেষ্টা করে । গত শুক্রবার নির্যাতিতা মারা যান ৷

New Delhi, Dec 08 (ANI): Speaking on the Citizenship (Amendment) Bill (CAB), Congress leader Adhir Ranjan Chowdhury said, "We will oppose the Citizenship Amendment Bill (CAB) tooth and nail because it is in violation of our Constitution, secular ethos, tradition, culture and civilization. BJP's motive is clear and that is to polarize India. Communal polarization is their motive. We will not let citizen of India be the victim of communal polarization. And, hence we will put our arguments to oppose it because we believe in a secular India." CAB seeks to grant citizenship to Hindus, Sikhs, Buddhists, Jains, Parsis and Christians, who have fled Afghanistan, Bangladesh and Pakistan following religious persecution there, after six years of residence in India.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.