ETV Bharat / bharat

আনন্দ মাহিন্দ্রার থেকে ট্রাক্টর উপহার পেলেন লাউঙ্গি - গয়ার খবর

আনন্দ মাহিন্দ্রা লাউঙ্গি ভুঁইঞাকে নিয়ে একটি টুইট দেখেছিলেন । আর তখনই তিনি ঠিক করে নেন লাউঙ্গিকে একটি ট্রাক্টর উপহার দেওয়ার কথা । এরপর স্থানীয় অফিসে তাঁকে ট্রাক্টর উপহার দেওয়ার বিষয়ে একটি ই-মেইলও আসে ।

লাউঙ্গি ভূঁইঞা
author img

By

Published : Sep 20, 2020, 10:52 PM IST

গয়া, 20 সেপ্টেম্বর : চাষের জমিতে জলের সমস্যা । তাই নিজেই তিন কিলোমিটার লম্বা একটি খাল কেটে ফেলেছেন বিহারের লাউঙ্গি ভুঁইঞা । একা একা একটা গোটা খাল কাটা মুখের কথা নয় । রোজ একটু একটু করে কাটতেন । তিরিশ বছর ধরে এভাবে একটু একটু করে মাটি কাটতে কাটতে তৈরি করে ফেলেছেন তিন কিলোমিটার দীর্ঘ খাল । আর এই অসামান্য কাজের জন্য লাউঙ্গিকে একটি ট্রাক্টর উপহার দিলেন শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা ।

স্থানীয় এক গাড়ি বিক্রেতা সিদ্ধিনাথ বিশ্বকর্মা জানিয়েছেন, “আনন্দ মাহিন্দ্রা লাউঙ্গি ভুঁইঞাকে নিয়ে একটি টুইট দেখেছিলেন । আর তখনই তিনি ঠিক করে নেন লাউঙ্গিকে একটি ট্রাক্টর উপহার দেওয়ার কথা । এরপর স্থানীয় অফিসে তাঁকে ট্রাক্টর উপহার দেওয়ার বিষয়ে একটি ই-মেইলও আসে ।”

  • उनको ट्रैक्टर देना मेरा सौभाग्य होगा। As you know, I had tweeted that I think his canal is as impressive a monument as the Taj or the Pyramids. We at @MahindraRise would consider it an honour to have him use our tractor. How can our team reach him @rohinverma2410 ? https://t.co/tnGC5c4j8b

    — anand mahindra (@anandmahindra) September 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ওই গাড়িবিক্রেতা আরও বলেন, "আমি এই মুহূর্তের সাক্ষী থাকতে পারায় নিজেকে ভাগ্যবান মনে করছি । আমি গর্বিত যে আমি গয়ার বাসিন্দা, যেখানে লাউঙ্গির মতো লোকেরা থাকেন ।"

এদিকে ট্রাক্টর উপহার পেয়ে স্বাভাবিকভাবেই খুশি লাউঙ্গি । তিনি বলেন, “আমি কোনওদিন ভাবিনি এরকম কোনও উপহার পাব ।”

  • You & your team are simply the best ⁦⁦@hsikka1⁩ Can’t believe I proposed gifting Laungi Bhuiyan—Bihar’s ‘CanalMan”—a tractor only yesterday morning & by late yesterday evening you had delivered it to him! Well done, & my gratitude to our dealer partner as well. pic.twitter.com/EFCBsrgPq2

    — anand mahindra (@anandmahindra) September 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : আর এক মাঁঝি! তিরিশ বছর ধরে খাল কেটে গ্রামে আনলেন জল

লাউঙ্গি ছোটোবেলা থেকে দেখে আসছেন, গ্রামের কৃষকরা চাষ করার সময় ঠিকঠাক জল পান না । চরম সমস্যার মধ্যে দিন কাটছিল কৃষকদের । আর সেই দেখে লাউঙ্গি নিজেই নেমে পড়েছিলেন এর সমাধান খোঁজার জন্য । মনে মনে প্রতিজ্ঞা করে নেন । যেভাবেই হোক, গ্রামে জলের ব্যবস্থা করতেই হবে ।

গ্রামের থেকে কিছু দূরে একটি উচুঁ পাহাড়ি টিলা রয়েছে । বর্ষার জল সেই টিলার ঢাল বেয়ে নিচে গড়িয়ে নামে । নদীতে গিয়ে মেশে । সেই জল কি নদীতে মেশার আগে কোনওভাবে গ্রামে নিয়ে আসা যায় ? ভাবতে শুরু করেন তিনি । ব্যাস । যেমন ভাবা, তেমনি কাজ । ঠিক করে ফেলেন, পাহাড়ের ওই জল খাল কেটে গ্রামে নিয়ে আসবেন । কোদাল কাঁধে নেমে পড়েন খাল কাটার কাজে ।

গয়া, 20 সেপ্টেম্বর : চাষের জমিতে জলের সমস্যা । তাই নিজেই তিন কিলোমিটার লম্বা একটি খাল কেটে ফেলেছেন বিহারের লাউঙ্গি ভুঁইঞা । একা একা একটা গোটা খাল কাটা মুখের কথা নয় । রোজ একটু একটু করে কাটতেন । তিরিশ বছর ধরে এভাবে একটু একটু করে মাটি কাটতে কাটতে তৈরি করে ফেলেছেন তিন কিলোমিটার দীর্ঘ খাল । আর এই অসামান্য কাজের জন্য লাউঙ্গিকে একটি ট্রাক্টর উপহার দিলেন শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা ।

স্থানীয় এক গাড়ি বিক্রেতা সিদ্ধিনাথ বিশ্বকর্মা জানিয়েছেন, “আনন্দ মাহিন্দ্রা লাউঙ্গি ভুঁইঞাকে নিয়ে একটি টুইট দেখেছিলেন । আর তখনই তিনি ঠিক করে নেন লাউঙ্গিকে একটি ট্রাক্টর উপহার দেওয়ার কথা । এরপর স্থানীয় অফিসে তাঁকে ট্রাক্টর উপহার দেওয়ার বিষয়ে একটি ই-মেইলও আসে ।”

  • उनको ट्रैक्टर देना मेरा सौभाग्य होगा। As you know, I had tweeted that I think his canal is as impressive a monument as the Taj or the Pyramids. We at @MahindraRise would consider it an honour to have him use our tractor. How can our team reach him @rohinverma2410 ? https://t.co/tnGC5c4j8b

    — anand mahindra (@anandmahindra) September 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ওই গাড়িবিক্রেতা আরও বলেন, "আমি এই মুহূর্তের সাক্ষী থাকতে পারায় নিজেকে ভাগ্যবান মনে করছি । আমি গর্বিত যে আমি গয়ার বাসিন্দা, যেখানে লাউঙ্গির মতো লোকেরা থাকেন ।"

এদিকে ট্রাক্টর উপহার পেয়ে স্বাভাবিকভাবেই খুশি লাউঙ্গি । তিনি বলেন, “আমি কোনওদিন ভাবিনি এরকম কোনও উপহার পাব ।”

  • You & your team are simply the best ⁦⁦@hsikka1⁩ Can’t believe I proposed gifting Laungi Bhuiyan—Bihar’s ‘CanalMan”—a tractor only yesterday morning & by late yesterday evening you had delivered it to him! Well done, & my gratitude to our dealer partner as well. pic.twitter.com/EFCBsrgPq2

    — anand mahindra (@anandmahindra) September 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : আর এক মাঁঝি! তিরিশ বছর ধরে খাল কেটে গ্রামে আনলেন জল

লাউঙ্গি ছোটোবেলা থেকে দেখে আসছেন, গ্রামের কৃষকরা চাষ করার সময় ঠিকঠাক জল পান না । চরম সমস্যার মধ্যে দিন কাটছিল কৃষকদের । আর সেই দেখে লাউঙ্গি নিজেই নেমে পড়েছিলেন এর সমাধান খোঁজার জন্য । মনে মনে প্রতিজ্ঞা করে নেন । যেভাবেই হোক, গ্রামে জলের ব্যবস্থা করতেই হবে ।

গ্রামের থেকে কিছু দূরে একটি উচুঁ পাহাড়ি টিলা রয়েছে । বর্ষার জল সেই টিলার ঢাল বেয়ে নিচে গড়িয়ে নামে । নদীতে গিয়ে মেশে । সেই জল কি নদীতে মেশার আগে কোনওভাবে গ্রামে নিয়ে আসা যায় ? ভাবতে শুরু করেন তিনি । ব্যাস । যেমন ভাবা, তেমনি কাজ । ঠিক করে ফেলেন, পাহাড়ের ওই জল খাল কেটে গ্রামে নিয়ে আসবেন । কোদাল কাঁধে নেমে পড়েন খাল কাটার কাজে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.