ETV Bharat / bharat

টানা বৃষ্টিতে উত্তরপ্রদেশে মৃত 73, বিহারে 20

অতিবৃষ্টিতে উত্তরপ্রদেশে মৃত বেড়ে 73 । বিহারে 20 । তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি ।

প্লাবিত বিহারের একাধিক এলাকা
author img

By

Published : Sep 29, 2019, 1:39 PM IST

Updated : Sep 29, 2019, 3:23 PM IST

লখনউ, 29 সেপ্টেম্বর : অতিবৃষ্টিতে উত্তরপ্রদেশে মৃত বেড়ে 73 । বিহারে 20 । তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি । বিপদসীমার উপর দিয়ে বইছে নদীগুলি । বেশ কিছু এলাকায় জারি হয়েছে লাল- সতর্কতা । উদ্ধারকাজে NDRF-এর 18 টি দল ।

গত চারদিন টানা বৃষ্টির ফলে উত্তরপ্রদেশে মৃত্যু হয়েছে 73 জনের । উত্তরপ্রদেশ এবং বিহারে কার্যত স্তব্ধ জনজীবন । ইতিমধ্যেই বিহারে 13 টি ট্রেন বাতিল করা হয়েছে । দেরিতে চলছে একাধিক ট্রেন । মৃতদের পরিবারকে 4 লাখ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ।

শুক্রবার বিহারে বৃষ্টির পরিমাণ ছিল 1700 শতাংশ । যা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি । রাজ্যের পূর্ব অংশ বেশি ক্ষতিগ্রস্ত বলে জানা গেছে । এদিকে, প্রয়াগরাজ ও বারাণসীতে যথাক্রমে 102.2 মিলিমিটার ও 84.2 মিলিমিটার বৃষ্টি হয়েছে । এটিও স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি ।

উত্তরপ্রদেশ এবং বিহার ছাড়াও রাজস্থান, মধ্যপ্রদেশ ও জম্মু-কাশ্মীরেও চলছে বৃষ্টি ।

চলছে উদ্ধারকাজ, দেখুন ভিডিয়ো

লখনউ, 29 সেপ্টেম্বর : অতিবৃষ্টিতে উত্তরপ্রদেশে মৃত বেড়ে 73 । বিহারে 20 । তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি । বিপদসীমার উপর দিয়ে বইছে নদীগুলি । বেশ কিছু এলাকায় জারি হয়েছে লাল- সতর্কতা । উদ্ধারকাজে NDRF-এর 18 টি দল ।

গত চারদিন টানা বৃষ্টির ফলে উত্তরপ্রদেশে মৃত্যু হয়েছে 73 জনের । উত্তরপ্রদেশ এবং বিহারে কার্যত স্তব্ধ জনজীবন । ইতিমধ্যেই বিহারে 13 টি ট্রেন বাতিল করা হয়েছে । দেরিতে চলছে একাধিক ট্রেন । মৃতদের পরিবারকে 4 লাখ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ।

শুক্রবার বিহারে বৃষ্টির পরিমাণ ছিল 1700 শতাংশ । যা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি । রাজ্যের পূর্ব অংশ বেশি ক্ষতিগ্রস্ত বলে জানা গেছে । এদিকে, প্রয়াগরাজ ও বারাণসীতে যথাক্রমে 102.2 মিলিমিটার ও 84.2 মিলিমিটার বৃষ্টি হয়েছে । এটিও স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি ।

উত্তরপ্রদেশ এবং বিহার ছাড়াও রাজস্থান, মধ্যপ্রদেশ ও জম্মু-কাশ্মীরেও চলছে বৃষ্টি ।

চলছে উদ্ধারকাজ, দেখুন ভিডিয়ো
Umroi (Meghalaya), Sep 28 (ANI): An IAF Mi-17 took part in Indo-Thailand Joint Exercise MAITREE 2019 at Umroi Military Station on Sep 28. The helicopter inserted mixed sticks comprised of Indian Army and Royal Thai Army soldiers into mock operational area. Exercise MAITREE is an annual training event which is being conducted alternatively in Thailand and India since 2006.
Last Updated : Sep 29, 2019, 3:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.